পার্টি মেকআপের প্রসঙ্গ এলেই চোখের মেকআপে স্মেকি আইজের কথাটি সবার আগে মাথায় আসে। তবে স্মোকি আই যতটা না আকর্ষণীয় তার থেকে অনেক বেশি পরিশ্রম লুকিয়ে থাকে এই বিশেষ লুকটি তৈরি করতে। কারণ আপনার স্মোকি আই কতখানি আকর্ষণীয় হবে তা অনেকটাই নির্ভর করে, আইশ্যাডোর সঠিক ব্লেন্ডিং-এর ওপর।
পার্টিতে একটু অন্যরকম লুক পেতে খাস বলিউড সেলিব্রিটিদের মেকআপ ডিকোড মেনে বাড়িতেই সহজে বানিয়ে নিন বিভিন্ন ধরণের স্মোকি আই।
১) আপওয়ার্ড উইংড-আউট স্মোকি আই
- যদি আপনি উইংড আইলাইনার পরা পছন্দ করেন তাহলে এই ধরণের স্মোকি আই আপনার জন্য আদর্শ।
- সেক্ষেত্রে আপনার আইশ্যাডো চোখের উপরের দিকে বাইরের দিক বরারবর (outwards) ব্লেন্ড করতে থাকুন।
- এক্ষেত্রে হালকা শিমারি শেড (Shimmery Shade) চোখের কোণা থেকে চোখের মাঝখান বরাবর লাগিয়ে নিয়ে ব্লেন্ড করুন।
- বিশেষ করে ডাউন টার্নড (Down turned), হুডেড (Hooded), এবং আমন্ড (Almond) আকৃতির চোখ যাদের, তাঁদের চোখে এই ধরণের স্মোকি আই সবচেয়ে বেশি মানানসই।
২) থিক স্মোকি লাইনার অন বোথ ল্যাশ লাইন
- বড়, বৃত্তাকার বা প্রসারিত চোখের জন্য এই বিশেষ ধরণের স্মোকি আই সবচেয়ে আদর্শ।
- এক্ষেত্রে চোখের একেবারে ওপরের অংশে ডার্ক শেডের শ্যাডো লাগান, এরপর এর থেক এক ধাপ হালকা শেডের শ্যাডো নিয়ে গোটা চোখে লাগিয়ে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিন।
- এর ফলে চোখের পাতার ভাঁজের অংশে একটা ছায়াঘন আবহের সৃষ্টি হয়। এরপর একটি ব্ল্যাকের শেড নিয়ে চোখের পাতা বরাবর উপরের দিকে ব্লেন্ড করতে থাকুন।
- ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অনুষ্কার শর্মার চোখে ঠিক এইরকমই লুক দেওয়া হয়েছিল।
৩) স্কোয়্যার স্মোকি আই
- আপনি যদি ভ্রুর নীচের অংশে একেবারে ভেতরের দিকে (অক্ষিকোটরে) যদি ডার্ক শেডের আইশ্যাডো ঘন করে লাগিয়ে নেন, তাহলে খুব সহজেই এই ধরণের স্মোকি আই লুক ক্রিয়েট করতে পারবেন।
- এক্ষেত্রে লাইনার কর্নারে ক্যাট আই লুক ক্রিয়েট করে নিতে পারেন।
- চোখের অভ্যন্তরীণ অংশে শিমার (Shimmer) আইশ্যাডো ব্যবহার করে নিতে পারেন।
- প্রশস্ত চোখ বা আমন্ড শেপের চোখ হলে এই আইশ্যাডো সবচেয়ে মানানসই হবে।
৪) লিড-টু-ব্রোবোন গ্র্যাডিয়েন্ট
- এই ধরণের ক্লাসিক স্মোকি আই লুক তৈরি করার জন্য প্রথমে একটা ডার্ক শেডের আইশ্যাডো ল্যাশলাইনে ভাল করে লাগিয়ে নিন।
- এরপর আরও এক শেড বেশি শ্যাডো চোখের উপরি অংশে লাগাতে শুরু করুন। একেই বলে লিড-টু-ব্রোবোন গ্র্যাডিয়েন্ট স্টাইল।
- বলা বাহুল্য এটি করা খুবই সহজ, শুধু আপনার কাছে সঠিক শেডের প্যালেট থাকা বাঞ্ছনীয়। যদি আপনার কাছে খুব ভাল স্মাজ হয়, এমন কাজল থাকে তবে তা দিয়ে এবং আঙুলের সাহায্যেই এমন লুক ক্রিয়েট করতে পারেন।
- মোনোলিড, হুডেড(Hooded) এবং আপ টার্নড (Upturned) চোখের জন্য এই আই মেকআপ আদর্শ।
৫) ডার্ক আউটার ভি-স্মোকি আই
- এটি একটি খুবই পরিচিত প্রকারের স্মোকি আই। এই লুকটি খুব সহজেই তৈরি করা যায় এবং এটি ব্লেন্ড করাও খুব সহজ।
- এক্ষেত্রে চোখের আভ্যন্তরীণ কোণ থেকে হালকা শেড অ্যাপ্লাই করা শুরু করুন। এরপর চোখের মাঝখানে তার থেকে বেশি ডার্ক শেড এবং চোখের বাইরের কোণে সবচেয়ে বেশি ডার্ক শেডটি অ্যাপ্লাই করুন।
- চোখের বাইরের কোণে ডার্ক শেড ব্যবহারের ফলে আপনা থেকেই একটা ‘V’ –এর আকার নেবে।
- চোখ যদি আমন্ড শেপের হয় অর্থাৎ আইলিডে যদি অনেকটা জায়গা থাকে তাহলে সেইধরণের চোখের জন্য এই স্মোকি আই আদর্শ।
৬) সাইনি অ্যাট-দ্য সেন্টার স্মোকি আই
- আপনার চোখকে যদি গোলাকার করে তুলতে চান তাহলে বানিয়ে নিন এই ধরণের স্মোকি আই।
- সেক্ষেত্রে আপনার প্যালেটে থাকা মিড-টোন রঙ অ্যাপ্লাই করুন।
- এর থেকে একটু ডার্ক শেড ‘V’-এর শেপে চোখের বাইরের দিকে অ্যাপ্লাই করুন, এবার বিষয়টিকে অক্ষিকোটর ঘেঁসে ব্লেন্ড করুন।
- আইলিডের মাঝের অংশটি খালি রেখে দিন। এবার সেই খালি অংশে ইউনিক টোনের গ্লিটার, শিমার ডাস্ট অথবা যেকোনও উজ্জ্বল বা হালকা রঙ ব্যবহার করুন।
RatnamalaBanerjer
গোল মুখে কিধরনের মেকআপ ঽবে।
DusBus Staff
নর্মাল মেকআপ বেশি মানাবে।