ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং জনগণই হলেন এই গণতন্ত্র এর চালিকাশক্তি। তাই ভোটদান প্রক্রিয়া যে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এক্ষেত্রে তা বলার অপেক্ষা রাখেনা। সেই লক্ষ্যকে সামনে রেখেই ভোট আসরে সর্বোচ্চ সংখ্যক ভোটারদের ভোটদান সুনিশ্চিতকরণ, বুথ পরিকাঠামো, ভোটার তালিকার সংশোধন ইত্যাদি উদ্দেশ্যে ভারতীয় নির্বাচন কমিশন ভোটার তথ্য যাচাইকরন প্রক্রিয়া কর্মসূচির সূচনা করেছে।
ভোটার তালিকাকে নির্ভুল ও স্বচ্ছ রাখতে তারা ঘোষণা করেছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল (National Voters’ Services Portal) NVSP (nvsp.in) এর। যার মাধ্যমে ব্যক্তি ভোটার ঘরে বসেই তার এবং তার পরিবারের ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত নির্বাচনী ডাটা দেখতে পারবেন, যাচাই করতে পারবেন এবং দরকার পড়লে সংশোধন ও করে নিতে পারবেন।
ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল কি?
- এই প্রক্রিয়াটি শুরু হয়েছে ১লা সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ই অক্টোবর অব্দি যদিও সম্প্রতি তার মেয়াদ ১৮ই নভেম্বর অব্দি বাড়ানো হয়েছে।
- ভোটার তালিকা-কেন্দ্রিক এই পরিকল্পনার প্রধান কার্যকারিতার দিকটি হলো ভোটার নাম, জন্ম-তারিখ, সম্পর্ক, ছবির সমস্যা, লিঙ্গ-সহ বিভিন্ন বিষয়ে যেকোনো ভুলভ্রান্তি থেকে থাকলে তা ঠিক করবেন স্বয়ং ভোটারই।
- অর্থাৎ পুরো ব্যাপারটা ভোটারদের স্বাবলম্বী করে তাদের সচেতনতার দিকটিতে নজর দিতে চায় কমিশন।
- নিজের দায়িত্ব যেন নাগরিক নিজের কাঁধেই নেয়। নতুবা সন্দেহভাজন ভোটার বা ডি তালিকাভুক্ত ভোটার হবার আশঙ্কা থেকে যায়।
অনলাইনে ভোটার কার্ড যাচাই সংশোধন স্টেপ বাই স্টেপ
আপনাকে nvsp.in সাইটে লগ ইন করে ভোটার ভেরিফিকেশন প্রোগ্রাম এ ক্লিক করে প্রথমে রেজিস্টার হতে হবে। তার পরের ধাপ গুলি দেখে নিন।
প্রথম স্টেপ রেজিস্ট্রেশন
- Register as new user এই অপশন এ প্রথমে ক্লিক করবেন।
- সাথে রাখুন নিজের মোবাইলটি। এরপর নির্দিষ্ট বক্সে মোবাইল নম্বর দিন এবং ক্যাপচা কোড ফিলাপ করুন। তারপর সেন্ড ওটিপি’তে ক্লিক করুন।
- মোবাইলে ওটিপি আসার সাথে সাথে সেই ওটিপি, বক্সে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে ভেরিফাই বোতাম এ ক্লিক দিন।
- তারপরে আপনাকে দুটি বিকল্পের মধ্যে একটা বেছে নিতে হবে। যদি আপনার এপিক নম্বর বা ভোটার কার্ড নম্বর থেকে থাকে তবে তা দেবেন। যদি না থাকে তো I don’t have epic number অপশনটি সিলেক্ট করে নেবেন।
- শেষ ধাপে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। মনে রাখবেন পাসওয়ার্ডটি ডিজিট ও ক্যারেক্টার উভয়ের সমবায়ে তৈরি হতে হবে। দুবার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে সাবমিট করুন। আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।
দ্বিতীয় স্টেপ লগইন
- nvsp.in এ গিয়ে করে ইউজার আইডি বা নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এরপর আপনার সামনে চারটি ট্যাব খুলে যাবে। ১) নিজের তথ্য যাচাই করুন। ২) পোলিং বুথ এর সম্পর্কে ফিডব্যাক দিন। ৩) ফ্যামিলি লিস্টিং ও ভেরিফিকেশন। ৪) নথিভুক্ত হীন ভোটার বা তালিকাতে নাম না ওঠা ভোটার।
- প্রথম ট্যাব বা Verify Self Details এ গেলে পাশে ভিউ ডিটেইলস এ ক্লিক করুন।
এরপর ভোটদাতা নিজের ভোটার কার্ড সংক্রান্ত বিস্তৃত বিবরণ দেখতে পাবেন এবং আরো পাবেন দুটো অপশন – বিবরণ ঠিক আছে অথবা নেই। সমস্ত তথ্য বিবরণ যদি নির্ভুল থাকে তবে যাচাইয়ের জন্য নিচের একটি কার্ড আপনাকে স্ক্যান করে (২এমবি সাইজ এর মধ্যে) আপলোড করতে হবে –
i) পাসপোট, ii) ড্রাইভিং লাইসেন্স, iii) আধার কার্ড, iv) রেশন কার্ড, v) সরকারি অথবা আধা-সরকারি পরিচয় পত্র, vi) ব্যাংকের পাস বই, vii) কৃষক পরিচয়পত্র, viii) প্যান কার্ড, x) সাম্প্রতিক বা সর্বশেষ বিদ্যুৎ,টেলিফোন,গ্যাস ইত্যাদির বিল এর কপি(যেখানে ঠিকানা দেয়া আছে) xi) ECl দ্বারা অনুমোদিত অন্যান্য নথিপত্র।
- যদি সব বিবরণ ঠিক না থাকে, তবে যে যে অংশে গলদ রয়েছে সেগুলিতে টিক দিতে হবে। চেকবক্স অনুযায়ী তথ্য এন্ট্রি করা যাবে। বাংলা বা ইংরেজি উভয় ভাষাতেই এই সুবিধে দেয়া হবে।
- ভুল যে অংশে রয়েছে সেই সংক্রান্ত সংশ্লিট সাপোর্টিং নথি ২এমবির মধ্যে আপলোড করে নিতে হবে। এক্ষেত্রে ডান দিকের ড্রপ ডাউন মেনু নিজে থেকেই খুলে যাবে।
- সবশেষে ফর্ম এইট ভালো ভাবে দেখে নিয়ে সাবমিট করতে হবে।
তৃতীয় স্টেপ পরিবারের লোকজনের নাম যাচাই
- পুনরায় EVP ট্যাবে গিয়ে সেখানে ফ্যামিলি লিস্টিং এবং অথেনটিকেশন ট্যাব খুলে ফ্যামিলি লিস্টিং অপশন এ যেতে হবে।
- প্রথমে নিজের নাম ও ভোটার ও সিরিয়াল নম্বর ইত্যাদি দেখা যাবে ও তার পাশে add self to family এই বাটন এ ক্লিক করতে হবে তবে সেক্ষেত্রে নিজের সাথে ফ্যামিলির কি সম্পর্ক সেটাও দেখে নেবেন ড্রপডাউন মেনু থেকে। এর দ্বারা আপনি প্রাথমিক ভাবে পরিবার এর সাথে যুক্ত হলেন।
- এরপর নিজের পরিবারের সদস্য এর এপিক নম্বর বা ভোটার কার্ড নম্বর হবে add family member অপশন এ ক্লিক করে সাথে তার সাথে আপনার সম্পর্ক কেমন (বাবা মা স্বামী স্ত্রী) সেটা নির্দিষ্ট করে দিতে হবে।
- এবারে চয়ন করা ব্যক্তি আপনার সাথে একই সাথে থাকেন বা থাকেন না সেটা সিলেক্ট করে নিতে হবে। যদি না থাকেন তবে স্থানান্তরিত বা মৃত অপশন সিলেক্ট করবেন প্রয়োজন মতো।
- পরিবারের সকল সদস্যের নাম একে একে এইভাবে যুক্ত করার পর একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে আপনি কি আপনার সব পরিবারের সদস্যদের যুক্ত করেছেন? যদি হ্যাঁ হয় তবে ইয়েস বাটন এ ক্লিক করলে তা লক হয়ে যাবে।
- এরপর ফ্যামিলি ভেরিফিকেশন ট্যাব এ গিয়ে প্রত্যেক ফ্যামিলি মেম্বার এর পাশে ভিউ ডিটেইলস এ ক্লিক করলে তার সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন যা আপনাকে যাচাই করতে হবে নিজের বেলার মতোই। যাচাই সম্পূর্ণ হলে বাটন এর রং নীল থেকে সবুজ হয়ে যাবে।
- এরপর polling station ফিডব্যাক দিতে হবে বুথ এর বর্তমান অবস্থা কমিশনকে জানিয়ে। এরজন্য ছটি প্রশ্ন করা হবে আপনাকে। ইয়েস বা নো তে জবাব দিতে হবে।
- যেসব ভোটার দের নাম ওঠেনি অথচ তাদের বয়স ১৮ এর বেশি। তাদের জন্য ফরম ৬ পূরণ করে দিতে হবে।
মন্তব্য করুন