শিরোনাম পড়ে নিশ্চয়ই অবাক হলেন? ভাবছেন যেই শহরে ঘটে যায় পার্ক স্ট্রিটের মত ভয়ংকর ধর্ষণের ঘটনা থেকে শুরু হতে নানা অপরাধ মূলক কাজ! সেই শহর নিরাপদ! আজ্ঞে হ্যাঁ। ২০১৭ সালের NCRB রিপোর্ট তাই বলছে। ভারতের সবচেয়ে নিরাপদ শহর এখন আমার আপনার কলকাতা।
২০১৭ সালের NCRB রিপোর্ট অনুযায়ী ৪ বছরের মধ্যে কলকাতায় ৩১% অপরাধের হার কমে গিয়েছে। দেশের ১৯টি বড় বড় শহরের মধ্যে কলকাতা প্রথম স্থান অধিকার করেছে ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে। আর সেখানেই অপরাধের নিরিখে সবচেয়ে বেশি অসামাজিক কাজের জন্য প্রথম স্থানে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ৷
![kolkata street](https://dusbus.com/wp-content/uploads/2019/10/kolkata-city-1024x600.jpg)
মহিলাদের জন্য নিরাপদ শহর কলকাতা
দেশের বাকি ১৮টি বড় শহরের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর মহিলাদের জন্য। ২০১৭ সালের NCRB রিপোর্ট সেই কথাই বলছে। এর আগের পরিসংখ্যানে কোয়েম্বাটুর ছিল প্রথম স্থানে। কিন্তু এবছর যে পরিসংখ্যান বেরিয়েছে তাতে কলকাতা দখল করে নিয়েছে প্রথম স্থান। কলকাতায় ২০১৬ সালে প্রতি লক্ষ জনসংখ্যায় ১৫৬.৬ হার ছিল অপরাধের। যা কমে ২০১৭ সালে হয়েছে ১৪১.২।
মন্তব্য করুন