চারিদিকে তাকালে কেমন খালি খালি মনে হচ্ছে। দুদিন আগেও রাতভোর আড্ডা, পেটপুজো, অষ্টমীর অঞ্জলি, পুজোর প্রেম ছিল, ঠিক শরৎের মেঘের মতই পরিষ্কার। কিন্তু মা চলে যেতেই এখন সব ফাঁকা, খাঁ খাঁ করছে গোটা শহর। কার না মন খারাপ হয় বলুন? তবে মায়ের মন সব বোঝে! আর তাই কাল বাঙালীর ঘর আলো করতে পাঠাচ্ছেন মায়ের লক্ষ্মীমন্ত মেয়ে লক্ষ্মীকে।
আবার ঘরে ঘরে জ্বলে উঠবে খুশির বাজনা। আসছেন যে মা লক্ষ্মী তাই তাকে স্বাগত জানাতে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। ধনী হোক বা গরীব সাধ্য মত সবাই মা লক্ষ্মীকে ঘরে আনতে চান। কিন্তু মায়ের পুজো যে নিষ্ঠাভরে মনের সাথে করবেন মা আসবেন তারই ঘরে। তাই নিষ্ঠার সাথে সাথে মায়ের পছন্দ অপছন্দের খেয়াল রাখা আমাদের সকলের কর্তব্য।
কোজাগরী লক্ষ্মী পুজোর সময়
লক্ষ্মী পুজো ২০২২ সালে শুক্রবারে পড়েছে। কিন্তু পুজোর সঠিক সময় কখন তা জেনে নিন। পঞ্জিকা মতে লক্ষ্মী পুজোর সময় হল –
পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজো করা হয়। ৮ অক্টোবর রাত ৩টে ২৯ মিনিট ৪২ সেকন্ড থেকে শুরু করে ৯ অক্টোবর রাত ২টো ২৫ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। কোজাগরী লক্ষ্মী পুজো সন্ধ্যা নাগাদ করাই শুভ।
লক্ষ্মী পুজোয় এই ৫টি বিষয়ের খেয়াল রাখুন
মা লক্ষ্মীর পুজো খুবই সাধারন। মন দিয়ে নিষ্ঠার সাথে মাকে ডাকলেই তিনি খুশি। লক্ষ্মী পুজোর বিধি খুবই সহজ সরল। কিন্তু সামান্য কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি।
কি কি করবেন না
- কোজাগরী লক্ষ্মী পুজোয় কাঁসর, ঘণ্টা কখন বাজাবেন না। শুধু শাঁখ বাজাতে হয় লক্ষ্মী পুজোয়। মা লক্ষ্মীর আরাধনায় শাঁখ ও উলুর ধ্বনি দেওয়া যায়।
- পুজো করতে গেলে তুলসী পাতা লাগেই কিন্তু মা লক্ষ্মীর পুজোয় কখন তুলসী পাতা ব্যবহার করবেন না।
- মায়ের মূর্তি কালো বা সাদা রঙের কাপড়ের উপর ভুলেও স্থাপন করবেন না। লাল বা হলুদ রঙের বস্ত্রের উপর স্থাপন করবেন।
- মাকে অর্পণ করা সামগ্রী লোহা বা স্টিলের বাসনে রাখবেন না। কারণ অলক্ষ্মীর পুজো হয় লহার বাসনে। তামা বা পিতলের পাত্রে রাখবেন। যদি তা না থাকে কলাপাতায় মায়ের ভোগ ও অন্যান্য সামগ্রী রাখতে পারেন।
- সাদা ফুল দিয়ে মায়ের পুজো করতে নেই। সাদা ছাড়া লাল, গোলাপি রঙের ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন।
কি কি করবেন
- লক্ষ্মী পুজোর সাথে সাথে নারায়ণের পুজো করতে হয়। লক্ষ্মী পুজোর পর নারায়ণের পুজো করবেন একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে।
- মায়ের ঘটের সামনে চন্দন ও আলতা দিয়ে মায়ের একজোড়া পা অবশ্যই আঁকবেন। সাথে ঘরে আলপনা দেবেন।
- মায়ের ডান দিকে রাখতে হয় ধূপ ও প্রদীপ।
- লাল বা হলুদ রঙের বস্ত্র পরে লক্ষ্মী পুজো করতে হয়।
মন্তব্য করুন