দুর্গা পুজোর প্যান্ডেলের থিম থেকে শুরু করে পুজো ফ্যাশান, সব কিছুতেই থাকে বলিউডের হাওয়া। এবছরও সে হাওয়া বইছে। তাই সময় নষ্ট না করে দেখে নিন সিম্পল ১০টি মেকাপ লুক বলিউডের স্টাইলিশ ১০জন নায়িকার।
১. সোনামের সাদগি
সিম্পল ও হালকা মেকাপ করার ইচ্ছে থাকলে সোনাম কাপুরের এই লুক সহজেই আপনারা ক্যারি করতে পারেন। স্কিন টোন অনুযায়ী বেস মেকাপ করে নিন প্রথমে। আই মেকাপ ডার্ক হবে সাথে ডার্ক লিপস্টিক।
২. আলিয়ার আমেজ
আলিয়া ভাটের মত এরকম ফ্রেস লুক পেতে ব্রাইট কালারের পোশাক বেছে নিন। সাথে কানের জন্য ভারি নক্সার দুল। চোখে লাইট কালারের আইশেডো। ৫ মিনিটে রেডি আপনিও।
৩. দীপিকার দিওয়ানগি
দীপিকা পাডুকনের মত এরকম এলিগেণ্ট লুক পেতে চাইলে সামনে থেকে ঢেউ খেলিয়ে হেয়ার স্টাইল করুন। ডিপ করে আইলাইনার লাগান। আর ঠোঁটের কালার অনুযায়ী ম্যাট লিপস্টিক লাগান। দীপিকা না আপনি আপনার মতই সুন্দর দেখতে লাগবেন।
৪. আদিতি মানেই সিম্পল সাজ
কোন রকমের মেকাপ নয়। শুধুমাত্র চুলের স্টাইল ছবির মত করে ট্রাই করুন। চোখে চশমা। হাতে ঘড়ি। যারা চশমা পরেন তারা একেবারে সিম্পল সাজতে চাইলে এই লুক ট্রাই করতে পারেন। হালকা লিপস্টিক অবশ্যই ঠোঁটে লাগাবেন।
৫. ভূমির ভোলাপান
ছোট টিপ হালকা লিপস্টিকের রসায়নে পেয়ে যাবেন এই একই লুক। সাথে চোখে আইলাইনার ও আইশেডো অবশ্যই চাই।
৬. অনুস্কার আভিজাত্য
স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশান লাগান। চুল খোলা রাখুন। চোখে আইলাইনার ও হালকা আইশেডো আর ঠোঁটে ম্যাট কালারের লিপস্টিক।
৭. চিত্রাঙ্গদার চার্মিং লুক
অয়েল বেসড মেকাপ, কাজল, আইলাইনার, আইশেডো আর লিপস্টিক। হেভি নক্সার ইয়াররিং মাস্ট।
৮. নুসরাতের নাইস লুক
আইশেডো থেকে শুরু করে লিপস্টিক সব বেছে নিন ডার্ক কালারের। চুলে করুন মেসি খোপা করুন সামনে রাখুন লক্স।
৯. কৃতির ক্যাসুয়াল লুক
একেবারেই সাধারন লুক, কিন্তু দেখতে অসাধারন লাগছে হেয়ার স্টাইলের জন্য। পুজোর সকালে এরকম সাজে আপনিও সেজে উঠুন।
১০. রাধিকার রকিং লুক
রাধিকা আপ্তের সাজ মানে শুধু শাড়ি, টিপ, খোপা নয়। রকিং লুকেও তাকে দারুন স্মার্ট দেখতে লাগে। এরকম রকিং লুক নিয়ে আপনিও সবাইকে অবাক করে দিন এবারের পুজোয়।
মন্তব্য করুন