স্কুল, কলেজ, ট্রেনে, বাসে মেয়েদের মুখে একটাই কথা।’ আর বলিস না যা চুল উঠছে! আর কয়েকদিন পর টাক দেখা দেবে’! শুধু বলে কি লাভ? সমস্যা যখন আছে সমাধানও পাবেন ১০০% গ্যারান্টির সাথে।
সামান্য সময় ও কয়েকটি বিষয় মাথায় রেখে ব্যবহার করুন ঘরোয়া হেয়ার , মাস্ক। কথা দিচ্ছি চুল পড়া কমবে সাথে দেখা মিলবে নতুন চুলের। তবে ভাববেন না একদিনে রেজাল্ট পাবেন। যারা বলে একদিনে চুল ওঠা বন্ধ হবে? তারা মিথ্যা বলে। কারন চুল পড়া বন্ধ করতে গেলে যে কারনে চুল উঠছে তার সমাধান ভালো ভাবে করতে হয়। আর তার জন্য লাগে সময়।
হেয়ার মাস্ক যা এই বর্ষায় চুল পড়া কমাবে
অতিরিক্ত ড্রাই বা অয়লি যেকোনো ধরনের চুলের জন্য এই হেয়ার মাস্কটি ব্যবহার করা যেতে পারে। সপ্তাহে একদিন করে নিয়মিত করুন। দেখবেন চুল ওঠার মাত্রা ধীরে ধীরে কমে যাবে।
কি কি জিনিস লাগবে হেয়ার মাস্ক বানাতে?
- ডিম একটি। যাদের চুল অয়লি তারা কুসুম বাদ দিয়ে সাদা অংশটি শুধুমাত্র ব্যবহার করবেন।
- টকদই চার চা চামচ।
- অ্যালভেরা জেল দু চা চামচ।
- লেবুর রস এক চা চামচ।
এই প্রত্যকটি উপকরণ চুলের পুষ্টির ক্ষেত্রে ভীষণ ভাবে জরুরি। চুলে সঠিক পরিমানে প্রোটিনের সরবরাহ না হলে তা ড্যামেজ হয়ে ঝরতে শুরু করে দেয়। বর্ষাকালে এই সমস্যা বেশি মাত্রায় দেখা যায়। তাই এই হেয়ার মাস্কটি ব্যবহার করে আপনারা সমস্যা থেকে মুক্ত হতে পারেন অনায়াসে।
কি ভাবে হেয়ার মাস্কটি ব্যবহার করবেন?
- একটি কাঁচের পরিষ্কার পাত্রে ডিম ফাটিয়ে তা ভালো করে ফেটিয়ে নিন।
- এবার তাতে এক এক করে, দই, অ্যালভেরা জেল, লেবু মেশান।
- চারটি উপাদান ভালো করে মিশিয়ে রেডি করে নিন হেয়ার মাস্ক।
- হেয়ার মাস্কটি চুলে হাত দিয়ে লাগান। ভালো করে সারা চুল সহ চুলের গোঁড়া পর্যন্ত এটি অ্যাপ্লাই করুন।
- হালকা হাতের চাপে ম্যাসাজ করুন ৫ থেকে ৬ মিনিট মত।
- ২৫ মিনিট মত মাথায় এটি রেখে তারপর ভালো করে শ্যাম্পু করে নিন।
- যেহেতু ডিম আছে তাই ভালো করে শ্যাম্পু না করলে ডিমের গন্ধ মাথায় থেকে যাবে।
- মাইলড শ্যাম্পু ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাবেন।
মন্তব্য করুন