দুর্গা পুজো আসতে আর মাত্র একমাস বাকি। তাই ধীরে ধীরে পুজোর কেনাকাটা নিশ্চয়ই শুরু করে দিয়েছেন। আর শাড়ি পরার অপেক্ষায় যারা আছেন পুরো পুজো জুড়ে, তাদের তো ভারী মুশকিল। আর কয়েকদিনের মধ্যে ব্লাউজ বানাতে না দিলে নতুন শাড়ি পরতেই পারা যাবে না যে!
কি রকমের শাড়ি কিনবেন তা আপনার পছন্দের। আমরা হেল্প করতে পারি ব্লাউজ ডিজাইনের ক্ষেত্রে। আপনার শাড়ির সাথে ঠিক কিরকম ব্লাউজের ডিজাইন মানাবে ও সবার চেয়ে আলাদা দেখাবে আপনাকে, তা নিয়ে আজকের এত কথা। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ১০টি লেটেস্ট ও ট্রেন্ডি ব্লাউজ ডিজাইন।
১. ইউ স্টাইল ব্লাউজ ব্যাক ডিজাইন | U Style Blouse Back Design
- সামনে বোট নেক স্টাইল কিন্তু ব্যাকের ডিজাইন একেবারে অন্যরকম। ইংরেজির U অক্ষরকে উল্টে দিলে যেমন দেখতে হয়, ঠিক সেই ডিজাইনে ব্লাউজের পিছনে কাটিং করা হয়েছে।
- সিল্ক, বেনারসি, কাঞ্জিভরম শাড়ির সাথে এরকম সুন্দর একটি ব্লাউজ আপনাকে এনে দেবে আলাদা ক্লাসিনেস।
২. থ্রি কোয়াটার বোটনেক ব্লাউজ | 3 Quarters Boat Neck Blouse
- থ্রি কোয়াটার বোট নেক ডিজাইনের ব্লাউজ। ট্রাডিশানাল বাঙালীয়ানার সাজে সাজতে হলে এরকম একটা ব্লাউজ এবারের পুজোয় বানিয়ে ফেলুন।
- হ্যান্ডলুম স্টাইল ও সিল্কের শাড়ির সাথে দারুন মানাবে।
৩. বিডেড ট্যাসেল স্টাইল ব্লাউজ ব্যাক ডিজাইন | Beaded Tassels Style Blouse Back Design
- বিডেড ট্যাসেলের কাজ করা পুরো ব্লাউজের ব্যাক জুড়ে। হালফিলের ফ্যাশানে খুব ট্রেন্ডি এই বিডেড ট্যাসেল স্টাইল।
- সুতি ছাড়া যেকোনো শাড়ির জন্য এরকম একটি ব্লাউজ বানাতে পারেন। সুতির কাপড়ে এত সুন্দর গর্জাসনেস ভালো ভাবে ফুটে উঠবে না।
৪. চাইনিজ কলার স্টাইল ব্লাউজ ডিজাইন | Chinese Collar Blouse
- চাইনিজ কলার নেক ডিজাইন ফ্যাশান দুনিয়ায় আজকাল সুপার হিট। তাই এই স্টাইলের ব্লাউজ ডিজাইন খুবই নতুন ও আনকমন।
- যেকোনো ধরণের শাড়ির জন্য এরকম একটা ব্লাউজ বানান। আপনিও এবারের পুজোয় সুপার হিট হয়ে যাবেন কথা দিলাম।
- সুতি বা খেসের শাড়ির জন্য একেবারে পারফেক্ট ডিজাইন।
৫. ত্রিকোণ কাট আউট ব্লাউজ ব্যাক ডিজাইন | Triangle Cut-Out Blouse Back Design
- ত্রিকোণ পার্কের পুজো দেখতে গেলে এরকম ত্রিকোণ স্টাইলের ব্লাউজ অবশ্যই পরবেন। জাস্ট মজা করলাম। ব্লাউজের ব্যাক ডিজাইন অসাধারন সুন্দর। ত্রিকোণ আকৃতির।
- কটন, সিল্ক, বেনারসি, জর্জেট যেকোনো কাপড়ে এটি বানানো যাবে ও পরলে দারুন মানাবে।
৬. বেল্ট স্টাইল ব্লাউজ ব্যাক ডিজাইন | Belt Style Blouse Back Design
- ব্লাউজের পিছনে বেল্ট বাঁধার এই স্টাইল একেবারে নতুন। এবারের পুজোয় ট্রাই করুন অবশ্যই।
- কটন কাপড়ের শাড়ির সাথে দারুন স্মার্ট লুক এনে দেবে আপনাকে।
৭. ফুল নেক ব্লাউজ ডিজাইন | Full Neck Blouse Design
- ফুল নেক ব্লাউজ ডিজাইন খুবই স্টাইলিশ দেখায় পরলে। আর সিম্পল লুকের জন্য এটা একেবারে পারফেক্ট।
- সবরকমের কাপড়ের সাথে ম্যাচ করে পরার মত এই ডিজাইন।
8. ক্রপ টপ স্টাইল ব্লাউজ ডিজাইন | Crop Top Style Blouse
- ক্রপ টপ যেমন ফ্যাশান দুনিয়ায় হিট। তেমনই এই স্টাইলের ব্লাউজ সুপার ডুপার হিট।
- সিল্ক বা অন্যরকমের কাপড়ের চেয়ে কটন শাড়ির সাথে বেশি ভালো দেখতে লাগবে।
9. চোকার স্টাইল ব্লাউজ ডিজাইন | Choker Style Blouse Design
- চোকার স্টাইল ব্লাউজ যদি শাড়ির সাথে ম্যাচ করে পরেন তাহলে আর কোন জুয়েলারির দরকার পরবে না।
- নেট, রায়ন, পলি সিল্ক টাইপের শাড়ির জন্য খুবই মানানসই ডিজাইন। চেষ্টা করবেন কটন শাড়ির সাথে না পরার।
10. থ্রি কোয়াটার ক্রপ টপ স্টাইল ব্লাউজ ডিজাইন | 3 Quarters Crop Top Blouse
- ক্রপ টপ স্টাইলের আরেকটি ব্লাউজ ডিজাইন। এতে থ্রি কোয়াটার হাতা আলাদা একটা ফিল এনে দিয়েছে। যাকে পাতি বাংলায় ‘সাবেকিয়ানা’ বলা যেতে পারে।
- বাঙালীর পুজো মানেই সাবেকিয়ানায় ভরা চারটে দিন। আপনার পুজোর স্টাইল স্টেটমেন্ট বজায় রাখুন নতুন ডিজাইনের এই ব্লাউজের আভিজাত্যের সাথে।
- তাঁত, জামদানী, তসর যেকোনো বাঙালী ঘরানার শাড়ির সাথে এটি পরতে পারেন।
মন্তব্য করুন