যুগের সাথে তাল মিলিয়ে চললেও বাঙালী নারী তার সংস্কৃতিকে আজও মান্যতা দেন। বিশেষ করে বিবাহিতা মহিলারা তাদের শাঁখা পলা পরার আচার আজও বজায় রেখেছেন। যা মেয়েদের প্রতি সম্মান আরও বাড়িয়ে দেয়। এর ভুল মানে ভাববেন না? যে শাঁখা পলা যারা পরেন না তারা সন্মানীয় নয়। এটি সম্পূর্ণ নিজের পছন্দের ব্যাপার।
শাঁখা বা পলা পরার রেওয়াজ ফ্যাশান হিসেবে মানতে একজন নারী হিসেবে আমি বেশি পছন্দ করি যতটা না নিয়ম হিসেবে দেখি। যাই হোক আসল কথা হল নতুন ডিজাইন এসেছে আপনাদের জন্য। আর তা আপনাদের দেখাতে চাই। এবার স্টাইল করে পরবেন না আচার মেনে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার।
আজ ১০টি সোনার শাঁখা পলা ডিজাইন আপনাদের দেখাবো যা নিজের পছন্দ মত বানিয়ে নিতে পারবেন। এগুলি এখান থেকে কিনতে পারবেন না। শুধু মাত্র ডিজাইন দেখতে পারবেন। ৮ ও ১০ নম্বর ডিজাইন মিস করবেন না দেখতে।
১. ঝুমকো স্টাইল শাঁখা ডিজাইন
সোনা দিয়ে সুন্দর নক্সার সাথে সাথে ছোট ছোট দুটি ঝুমকো এই ডিজাইনের বিশেষ বৈশিষ্ট্য।
২. পিওর গোল্ড পলা ডিজাইন
একেবারে ইউনিক ডিজাইন। হাফ সোনা ও হাফ পলা। আলাদা করে হাতে আর কিছু পরার প্রয়োজন হবে না।
৩. গণেশ ডিজাইনের শাঁখা
সিদ্ধিদাতা গণেশের অবয়বে বানানো পুরো সোনার কাজ করা এই শাঁখাটি। অসাধারন সুন্দর দেখতে। হলফ করে বলতে পারি আপনারা এটি প্রথমবার দেখছেন।
৪. নক্সা করা সোনার পলা ডিজাইন
৫. সোনার শাঁখা পলা সেট
শাঁখা ও পলা চুড়ার মত একসাথে বানানো। নব বিবাহিতাদের আশাকরি বেশি পছন্দ হতে পারে এটি।
৬. সিম্পল স্টাইল পলা ডিজাইন
৭. পিওর গোল্ড শাঁখা ডিজাইন
৮. ক্লাসি ডিজাইনের সোনার পলা
সিম্পল ও ক্লাসি লুকের সোনার পলা ডিজাইন। এটি হাতে থাকলে আলাদা করে আর কিছু পরতে হবে না।
৯. সোনায় মোড়া ডিজাইনার শাঁখা
১০. লাল ও মেরুন পলা ডিজাইন
লাল ও মেরুন রঙের স্টাইলিশ সোনার পলা ডিজাইন। পছন্দ হলে একটা অবশ্যই বানিয়ে নিতে পারেন।
লোহা বাঁধানোর ডিজাইন দেখতে হলে নীচের ভিডিওতে ক্লিক করুন।
Neha
2 no ta kotha theke banano. Ami banate chai.
Nandini Mukherjee
নানান ডিজাইনারদের বানানো।
sheulibiswas
Ganesh mukho sankhar price rate ta koto.
Arabinda
1 no ta kothai kinte pabo
Nandini Mukherjee
Apnake banie nite hbe.
Rupa Banerjee
গণেশ মুখী শাঁখার মূল্য কত?
Nandini Mukherjee
এগুলো শুধুমাত্র ডিজাইন।
Manjhira Debnath
Polar r o koyekta design ami dekhte chai…
Nandini Mukherjee
accha nischoi.
https://dusbus.com/bn/gold-sankha-pola-badhano-designs-amazon-sale/
Keya Mondal
2 no ta banstead chai. Price kato? Kotha theke banano?
Nandini Mukherjee
Apnake banie nite hbe. egulo sudhu matro designs.
Aparna Ghosh
খুব সুন্দর ডিজাইনার Collections.আমার ঝুমকা শাঁখা র ডিজাইন খুব ভাল লেগেছে। ভবিষ্যতে অবশ্যই বানাব।
Nandini Mukherjee
valo lahlo jene je apnar valo legeche.
Arpita Roy
From where I can buy designer no. 3 siddhidata Ganesh saha?
Nandini Mukherjee
Apanake baniye nite hobe ota.
Susmita Bose
আমি এই রকম ডিজাইনএর যদি গহনা বানাতে চাই, তবে কার সাথে কি ভাবে যোগাযোগ করবো যদি জাননা তো খুবই উপকৃত হবো !! ???
DusBus Staff
আপনাকে ছবি দেখিয়ে সোনার দোকান থেকে বানিয়ে নিতে হবে। আমরা শুধুমাত্র প্রতিবেদন লিখি নানা বিষয়ের উপর।
Swagata das
DAS JEWELLERS DURGAPUR
9933557737
অনিন্দ্য নাগ
সব গুলোই তো পলা শাঁখা তো একটিও নয়।
DusBus Staff
গণেশ ডিজাইনটি শাঁখা