আজ ২ ঘণ্টা আগে রিলিজ হয়েছে ‘Student of the Year 2’ সিনেমার একটি গান। আগামী মাসের ১০ তারিখ রিলিজ হবে সিনেমাটি। আর তার আগেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেল গান। পুনিত মালহোত্রার পরিচালনায় মুক্তি পেতে চলেছে এই চলচিত্রটি।
২০১২ সালে করন জোহার পরিচালিত ‘Student of the Year’ সিনেমা দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন আলিয়া ভাট, বরুন ধাওয়ান, ও সিদ্ধাথ মালহোত্রা। আর সেই মুভির নাম দিয়েই দ্বিতীয় ছবি আসছে ‘Student of the Year 2’। এটি পার্ট টু কিনা তা বলা যাবে না কারণ এতে প্রথম সিনেমার অভিনেতা নেত্রীরা নেই। একেবারে নতুন কাস্ট। নায়কের ভূমিকায় সকলের পছন্দের টাইগার স্রফ। আর নায়িকারা নবাগত। অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া তাদের অভিনয় ক্যারিয়ার শুরু করছেন এই সিনেমাতে।
যে গান নিয়ে কথা শুরু হয়েছিল তা শুনতে নিশ্চয়ই চাইবেন? গানটি গেয়েছেন বিশাল দাদলানি ও পায়েল দেভ। নীচে ভিডিও শেয়ার করলাম।
ভারতের বিভিন্ন রাজ্যের ট্রাডিশানাল ১৮টি শাড়ি যা দেখতে মিস করবেন না
Best Serums For Dry Skin: শুষ্ক ত্বকের জন্য বেস্ট ১০টি সিরাম
মন্তব্য করুন