এই শীতে আপনার ত্বকের নিশ্চয়ই ড্রাই হয়ে খুব খারাপ অবস্থা? তাহলে আজ আপনার জন্য রইলো ৭ টি বেস্ট হারবাল প্রোডাক্টের সন্ধান, যার কেমিক্যাল ফ্রি প্রাকৃতিক ফর্মুলা, আপনার ত্বককে শীতের রুক্ষতাতেও তার স্বাভাবিক পুষ্টি দেবে, আর ত্বককে রাখবে মাখনের মতো নরম।
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হারবাল প্রোডাক্ট ত্বকের যত্ন নেবে ভিতর থেকে। সাথে সাথে ত্বকের জরুরি পুষ্টি প্রদানেও সাহায্য করবে। রুক্ষ শুষ্ক ত্বকের যাবতীয় সমস্যা থেকে এই হারবাল প্রোডাক্ট আপনাকে রক্ষা করবে। আসুন, দেখে নেওয়া যাক ৭ টি প্রোডাক্টের খবর।
➡ ত্বকের সার্বিক যত্নে প্রাকৃতিক উপাদান
১. শাহনাজ হুসেন শানীম স্কিন নারিশিং ক্রিম, ৪০ গ্রাম
শাহনাজের প্রোডাক্ট সম্পর্কে তো আপনাদের নতুন করে কিছুই বলার নেই। এই শানীম নারিশিং ক্রিমে আছে নিমপাতা আর অন্যান্য উপকারী একগাদা হারবাল প্রোডাক্ট। যা শীতের রুক্ষতা থেকে আপনার ত্বককে বাঁচিয়ে রি-ভাইটালাইজ আর রি-হাইড্রেটেড করে আর ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আপনার মুখে যদি ব্রণ বা অন্য কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই ক্রিম ব্যবহার করুন। উপকার পাবেন।
দাম ৭০০/-
অফারে দাম ৫৫৮/-
২. হিমালয়া রিচ কোকো বাটার বডি ক্রিম, ২০০ গ্রাম
হিমালয়াও কিন্তু খুব ভালো একটা হারবাল কোম্পানি। এই রিচ কোকো বাটার বডি ক্রিম আপনার ত্বককে সারাক্ষণ ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে। ফলে শীতেও আপনার স্কিন থাকে অল টাইম হাইড্রেটেড। আর রেডিয়্যান্ট গ্লোয়িং স্কিন যদি পেতে চান, তাহলে হিমালয়ার এই বডি ক্রিম আপনাকে ব্যবহার করতেই হবে।
দাম ২৭০/-
অফারে দাম ২০৪/-
৩. জোভিস প্রিমিয়াম কমপ্লিট কেয়ার লোশন, ৫০ মি.লি.
জোভিসের সব প্রোডাক্টই বেশ ভালো আর হারবাল। তাই এই শীতে আপনার স্কিনকে সফট মাখনের মতো করতে এই কমপ্লিট কেয়ার লোশন ব্যবহার করেই দেখুন। খুব তাড়াতাড়ি ফল পাবেন।
দাম ৪৪৫/-
অফারে দাম ৩৩৮/-
৪. আয়ুর হারবাল কোল্ড ক্রিম উইথ অ্যালোভেরা, ৫০০ মি.লি.
অ্যালোভেরা আর বি ওয়াক্সের মতো ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি এই কোল্ড ক্রিম। এর ক্রিমি ফর্মুলা আপনার ত্বককে শীতের রুক্ষতাতেও ময়েশ্চারাইজড রাখবে। তাই আপনার ত্বককে সফট করতে আয়ুরের এই হারবাল কোল্ড ক্রিম আপনি ব্যবহার করতেই পারেন। অ্যামাজনে পেয়ে যাবেন।
দাম ২০০/-
৫. ভাদি হারবালস ফ্রেশ ফ্রুট ম্যাসাজ ক্রিম, অ্যাপল, পাপায়া অ্যান্ড কোকাম বাটার, ৫০০ গ্রাম
এতে থাকা অ্যাপল আর অ্যাপ্রিকট আপনার রুক্ষ ত্বককে তার প্রয়োজনীয় ভিটামিন আর নিউট্রিয়েন্টসের যোগান দেয়, যা আপনার ত্বককে হেলদি আর গ্লোয়িং রাখে অল টাইম। অরেঞ্জ আর পাপায়া আপনার ত্বককে তার প্রয়োজনীয় ভিটামিন সি-র যোগান দেয়, যার ফলে আপনার স্কিন সবরকম সমস্যা থেকে মুক্ত থাকে। আর শীত এলেই আপনার ত্বকের যদি বয়স বেড়ে যায়, তাহলে কিন্তু এতে থাকা আমন্ড অয়েল আর কোকাম বাটার আপনার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের কালো ভাব কমাতে সাহায্য করে। তাই এই ফ্রুট ম্যাসাজ ক্রিম আগে না ব্যবহার করে থাকলে একবার কিনেই দেখুন।
দাম ৩৫০/-
৬. লোটাস হারবালস কোকোময়েস্ট কোকো বাটার ময়েশ্চারাইজিং লোশন, ১৭০ মি.লি.
এই ময়েশ্চারাইজিং লোশনে থাকা কোকো বাটার আপনার ত্বককে শীতের রুক্ষতার হাত থেকে বাঁচিয়ে নরম করে। এতে থাকা রোজ ওয়াটার আপনার ত্বককে খুব ভালো করে টোন করতে সাহায্য করে। আর মধু তো ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজই করে। তাই শীতে আপনার ত্বক যদি খুব বেশী ড্রাই হয়ে যায়, তাহলে নিশ্চিন্তে এটা ব্যবহার করে এবার দেখতেই পারেন।
দাম ৩৮৫/-
অফারে দাম ৩৭৫/-
৭. হিমালয়া হারবালস অ্যালো অ্যান্ড কিউকাম্বার রিফ্রেশিং বডি লোশন, ৪০০ মি.লি.
আপনার ত্বককে কি একই সাথে অ্যালোভেরা আর শসার পুষ্টি দিতে চান? তাহলে চোখ বুঝে এই লোশন ব্যবহার করুন। শসা আর অ্যালোভেরা দুটোই আপনার ত্বককে ড্রাইনেস থেকে বাঁচিয়ে নরম করতে সাহায্য করে। অ্যামাজনে পেয়ে যাবেন।
দাম ২৫০/-
অফারে দাম ২০৫/-
তাহলে এবার জেনে গেলেন শীতেও দারুণ স্কিন পাওয়ার উপায়! এবার আর দেরী না করে কিনে ফেলুন আপনার পছন্দেরটা। আর এই শীতেও ড্রাইনেস থেকে স্কিনকে বাঁচান সহজে।
মন্তব্য করুন