পাড়ার মধ্যে যে মেয়েটি সবচেয়ে সুন্দর সাজাতে পারত কনে সাজানোর ক্ষেত্রে তারই ডাক পড়ত। এখন আর সেদিন নেই। আজকাল কনে সাজানো একটা পেশাদারী শিল্প বটে। রীতিমতো কোর্স করে সার্টিফিকেট পেয়ে এই পেশায় নামতে হয়।
আজকাল বিউটিশিয়ান বা মেকআপ আর্টিস্টের কোর্স-এর বাজার খুবই রমরমা। বিউটিশিয়ান কোর্স করে নিয়ে আজকের দিনে খুব ভালো রোজগার করতে পারেন। এক ঝলকে দেখে নিন শহর কলকাতার সেরা সাতটি বিউটিশিয়ান কোর্স সম্পর্কে।
১. জাভেদ হাবিব অ্যাকাডেমি

- ভারতের বিউটি অ্যাকাডেমির মধ্যে জাভেদ হাবিব অ্যাকাডেমি অন্যতম। এখানে শর্ট টার্ম কোর্সের সঙ্গে প্রফেশনাল কোর্সও করার সুযোগ রয়েছে।
- বিউটিশিয়ান কোর্সের মধ্যে বিউটি কোর্স, হেয়ার কোর্স, মেকআপ কোর্স, এয়ারব্রাশ মেকআপ, হেয়ার ড্রেসিং (মেকআপ আর্টিস্ট) কোর্স করানো হয়ে থাকে।
- জাভেদ হাবিবের অ্যাকাডেমিতে কোর্সের সময়সীমা এক সপ্তাহ থেকে ২৪ মাস পর্যন্ত হয়ে থাকে।
- কোর্সের পর সংস্থার তরফে ১০০ শতাংশ চাকরির সুযোগও দেওয়া হয়।
- তবে কোর্স ফি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তীত হতে থাকে। এর জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২. ল্যাকমে অ্যাকাডেমি
- বিউটিশিয়ান কোর্সের আজকাল খুব কদর রয়েছে একথা স্বীকার করে স্বয়ং ল্যাকমে অ্যাকাডেমিও।
- শহর কলকাতায় ল্যাকমে অ্যাকাডেমির একাধিক আউটলেট রয়েছে।
- এখানে মেকআপ, পার্সোনাল গ্রুমিং, কসমেটোলজি, বিউটি থেরাপি, নেইল আর্ট, স্কিন, হেয়ার-সহ এক ঝাঁক কোর্স অফার করছে ল্যাকমে অ্যাকাডেমি।
- কোর্স ফি সম্পর্কে জানতে হলে আপনাকে নাম, মোবাইল আর ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে, তারপর অ্যাকাডেমির তরফে আপনাকে যোগাযোগ করা হবে।
৩. ভিএলসিসি
- বিউটি এবং ওয়েলনেস ট্রেনিং-এর জগতে ভিএলসিসি এক অন্যতম নাম। কলকাতায় এর একাধিক ইন্সটিটিউট রয়েছে।
- ভিএলসিসি-র তরফে শর্ট টার্ম, লং টার্ম এবং স্পেশালাইজড প্রফেশনাল কোর্সও অফার করা হয়।
- এখানে বিউটি থেরাপি, অ্যাসথেটিক্স, কসমেটোলজি মেকআপ, হেয়ার ডিজাইন, নেইল আর্ট, নিউট্রিশন, স্পা, আই ল্যাশ এক্সটেনশন ইত্যাদি নানাবিধ কোর্স রয়েছে।
- কোর্স ডিটেলস ওয়েবসাইটে পেয়ে যাবেন।
৪. কেয়া শেঠ’স কলেজ অব বিউটি
- কেন্দ্রীয় সরকার স্বীকৃত এই প্রতিষ্ঠানে আপনি ত্বক-চুল-নখ সব সংক্রান্ত এক গুচ্ছ কোর্স পেয়ে যাবেন।
- কোর্স শেষে আপনার মেধা অনুসারে প্লেসমেন্টও পেয়ে যেতে পারেন এখানেই।
- এখানে আপনি পেয়ে যাবেন হেয়ার ডিজাইনিং, মেকআপ, অ্যাডভান্স স্কিন, বেসিক বিউটিফিকেশন, অ্যারোমাথেরাপি, স্পা ম্যানেজমেন্ট, স্কিন ট্রিটমেন্ট-এর পাশাপাশি বিভিন্ন স্পেশালাইজড ক্র্যাশ কোর্সও রয়েছে।
- বিশদ জানতে ফোন করুন ০৩৩-৪০০৮৭৩৩৯/ ৯৮৩০৭৮৯৯৯১ অথবা মেইল করুন keyasethcollege@gmail.com
৫. বি বনি অ্যাকাডেমি
- গ্ল্যামার এবং বিউটি জগতের অন্যতম নাম বি বনি।
- কলকাতায় বি বনি অ্যাকাডেমি রয়েছে যেখানে ডিপ্লোমা কোর্স (১,৫০,০০০ টাকা), বিউটি থেরাপি (১,২০,০০০ টাকা) এবং সার্টিফিকেট কোর্স (৩০,০০০ টাকা) করানো হয়।
- এছাড়াও ৬ মাসের হেয়ার ইনটেনসিভ কোর্স (৫০,০০০ টাকা), ৩ মাসের হেয়ার কম্প্রেহেনসিভ কোর্স (৫০,০০০ টাকা), ১৮ সপ্তাহের অ্যাডভান্স বিউটি অ্যান্ড স্কিন কোর্স (৩০,০০০ টাকা) রয়েছে। রয়েছে আরও এক ঝাঁক কোর্স।
- প্রত্যেকটি কোর্স ফির সঙ্গে কর অতিরিক্ত এবং ইএমআই-এর সুযোগ রয়েছে। বিশদ জানতে ওয়েবসাইটে যোগাযোগ করুন।
৬. শেহনাজ হুসেন বিউটি অ্যাকাডেমি
- সেলেব্রিটি বিউটিশিয়ান শেহনাজ হুসেন-এর প্রোডাক্ট সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই।
- তবে সেইসঙ্গে তাঁর নিজস্ব বিউটি অ্যাকাডেমিও রয়েছে, যেখানে বিউটি থেরাপি, হেয়ার স্টাইলিং, মেকআপ, হেল্থ ক্লাব ম্যানেজার, বিউটি অ্যাডভাইজার, ফ্রিলান্স বিউটিশিয়ান অথবা মেকআপ আর্টিস্ট-সহ আরও নানারকমের বিউটিশিয়ান কোর্স অফার করা হচ্ছে।
- নুন্যতম স্কুল পাশ সার্টিফিকেট থাকলেই এইসব কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য ওয়েবসাইটে ভিজিট করুন।
৭. ক্রিস্টিন ভলমি বিউটি একাডেমি

- নিউ ইয়র্কের এই বিউটি কোম্পানি এখন কলকাতাতেও। এদের ইন্সটিটিউটে বিউটিশিয়ান সংক্রান্ত সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করানো হয়।
- যার মধ্যে স্কিন কেয়ার, মেকআপ, হেয়ার ড্রেসিং এবং নেইল আর্ট-এর কোর্স করানো হয়।
- সেইসঙ্গে ট্রেনিং এবং প্লেসমেন্ট-এর বন্দোবস্তও রয়েছে।
- বিশদ জানতে ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করুন।

মন্তব্য করুন