পরিবেশ দূষণের ঠেলায় আমাদের বাড়ির অন্দরমহলও কিন্তু বায়ু দূষণের শিকার। ফলত নানা রোগের জীবাণু কিন্তু ঘরেও আমাদের শরীরের ক্ষতি করার জন্য উপস্থিত| আর চারিদিকে গাছ কেটে ফেলার ফলে যেভাবে দূষণ বাড়ছে, তাতে কয়েকদিন পরে কিন্তু ঘরের বাইরে বা ভেতরের দূষণের কোনো তফাতই থাকবে না| রয়াল অ্যাট্মস দিয়ে ঘর রঙ করে কতটা উপকার হবে জানি না, তবে এক্ষেত্রে সব থেকে সহজ এবং কার্যকরী উপায় হলো গাছ|
কী ভাবছেন?
ভাবছেন ঘরের ভেতরে গাছ লাগালে বাড়িঘর ভেঙে পড়বে? মোটেও না। কারণ কিছু ছোটো ছোটো গাছ আছে যা আপনার বাড়ির অন্দরমহলে এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে| এ বিষয়ে বিস্তারিত জেনে নিন আজকের আর্টিকেলে|
আপনার বসার ঘরে বা বৈঠকখানার এক কোণে এই গাছগুলির একটি রেখে দিলেই হলো| ঘরের সৌন্দর্য তো বাড়বেই, আর সেই সাথে কিন্তু আপনার প্রতিটি নিঃশ্বাস-প্রশ্বাস শুদ্ধ হবে এদের কৃপায়| দেখে নিন সেই গাছগুলি কী কী এবং কোথায় পাবেন|
১. ব্যাম্বু প্লাম
এই গাছটি আপনার ঘরে রাখলে বিপুল মাত্রায় দূষণ রোধ করতে আপনি সক্ষম হবেন| এগুলি সাধারণত লম্বা হয়। তবে আপনার ঘরে রাখার জন্য এগুলিকে বিশেষভাবে তৈরী করা হয়| এটি প্রচুর পরিমাণে সূর্যের আলো শোষণ করতে সক্ষম। তাই বিপুল পরিমাণে বেঞ্জিন, ফরমালডিহাইড মুক্ত করে বাতাসকে দূষণ মুক্ত করে|
২. লেডি পাম
এই গাছটিকে ঘরে রাখা খুব সহজ| এই গাছটি ঘরের সৌন্দর্যকে যেমন বৃদ্ধি করে, তেমনই আমাদের ঘরের সমস্ত দূষিত বাতাসকে শুদ্ধ করে| বাতাসে যে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস থাকে যা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক, তার প্রভাবকে নষ্ট করে| এছাড়া আমাদের চোখের জন্যও এই গাছটি বাড়িতে থাকা ভালো| যেকোনো দোকানে যেখানে গাছের চারা কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু এই গাছ আপনি পেয়ে যাবেন|
৩. বস্টন ফার্ণ
এটি আমাদের ঘরের বায়ু দূষণ রোধ করতে সবথেকে কার্যকরী| এটিকে ঘরের এক কোণে বা হ্যাঙ্গিং ট্রি হিসেবেও রাখতে পারেন| এই গাছ কিন্তু আমাদের ঘরের কাঠের যে সমস্ত আসবাবপত্র থাকে তাতে জমে থাকা ফরমালহাইড যা ঘরের ভেতরের দূষণের জন্য সবথেকে বেশী মাত্রায় দায়ী, তাকে একেবারে সম্পূর্ণরূপে দূর করে আমাদের বাড়ির পরিবেশকে সুন্দর এবং রোগজীবাণু মুক্ত করে তোলে| এই গাছও কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন|
৪. গোল্ডেন পথোস
এই গাছটি কিন্তু লতানো এবং বেড়ে ওঠার জন্য সাহায্যের প্রয়োজন| ঘরের এক কোণে হ্যাঙ্গিং ট্রি হিসেবে কিন্তু বেশ ভালোই মানাবে| এই গাছ কার্বন মনোক্সাইড, বেঞ্জিন এবং ফরমালডিহাইডের দূষণ থেকে আপনার অন্দরমহলকে মুক্ত করে| এই গাছ কিন্তু আপনার ঘরে প্রবেশ করার মুখে কোথাও রাখলে ভালো ফল পাওয়া যাবে|
৫. স্নেক প্ল্যান্ট
এই গাছটি কিন্তু আপনার বেডরুমের জন্য ভালো, কারণ এই গাছ রাতে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে| এছাড়া এই গাছটিও ঘরের দূষণের মূল উপাদান ফরমালডিহাইড ও বেঞ্জিন থেকে বায়ুকে মুক্ত করে|
৬. স্পাইডার প্ল্যান্ট
এই গাছটি দেখতে বড় সুন্দর| কোনো একটি জানলার পাশে এটিকে রাখুন| এই গাছটিও কিন্তু একই ভাবে ঘরের ভেতরের বাতাসে যে ফরমালডিহাইড এবং বেঞ্জিন থাকে তা দূর করে ঘরের পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে|
গাছ আমাদের সবথেকে উপকারী বন্ধু তা আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি| তাই আপনার অন্দরমহলকে দূষণ মুক্ত এবং সুন্দর করে সাজিয়ে তুলতে হলে কিন্তু এই বন্ধুটির সাহায্যই আপনাকে নিতে হবে|
এই প্রতিটি গাছই খুব সহজলভ্য। যেকোনো ফুলগাছের দোকানে এগুলি পাওয়া যায়| অল্প যত্নের বদলে কিন্তু এরা আপনাকে এবং আপনার পরিবারের সকলকে সুস্থ এবং নীরোগ থাকতে সহায়তা করে| তাই এখন থেকে এই ৬ টি গাছের যেকোনো একটিকে আপনার পরিবারের সদস্য করে তুলুন| আর সুস্থভাবে বাঁচুন।
মন্তব্য করুন