শীতকাল মানেই খুশকি। আর খুশকি দূর করতে আপনার প্রয়োজন অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু। আজকে আপনাদের জন্য থাকছে কম খরচে খুশকি দূর করার ৫টি শ্যাম্পু যেগুলি বেশ কার্যকর। তাই আপনার বাজেট যদি কম হয় এবং খুশকিও যদি নির্মূল করার প্রয়োজন হয়, তবে আজকের এই ৫ টি শ্যাম্পু কিন্তু আপনি ব্যবহার করে দেখতেই পারেন।
১. পতঞ্জলি কেশকান্তি অ্যান্টি-ড্যানড্রাফ হেয়ার ক্লিনজার, ২০০ মি.লি.
পতঞ্জলি কেশকান্তি শ্যাম্পু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরী এবং এর উপাদানগুলি অত্যন্ত কার্যকর খুশকি নিরাময়ের জন্য। তাই এখনো যদি ব্যবহার না করে থাকেন তাহলে এই শীতে খুশকি নিধনে একেই আপনার হাতিয়ার করুন। এটি আপনি ফ্লিপকার্ট থেকে অনলাইনে কিনে ফেলতে পারবেন।
দাম ১০০/-
২. ডক্টর বাত্রা’স ক্লিনজিং শ্যাম্পু, ১০০ মি.লি.
চুলের যেকোনো সমস্যার ক্ষেত্রে ডক্টর বাত্রা’স এর ট্রিটমেন্ট কিন্তু অনেকের ক্ষেত্রেই খুব কার্যকরী হয়েছে। খুশকি নিরাময়ের ক্ষেত্রেও এই বিশেষ ক্লিনজিং শ্যাম্পু কিন্তু বেশ কার্যকর। তাই আপনি এই শ্যাম্পুটি ব্যবহার করে দেখতে পারেন।
দাম ১২০/-
অফারে দাম ১১৫/-
৩. হেড অ্যান্ড শোল্ডার অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু, লেমন ফ্রেশ শ্যাম্পু
এই নামটি নিশ্চয়ই আপনাদের কাছে পরিচিত। এতে লেবুর গুণ বর্তমান, তাই খুশকি দূর করতে এর থেকে ভালো শ্যাম্পু কম বাজেটে আর হতে পারে না। আপনিও দেরী না করে এর ব্যবহার শুরু করে দিন। এটি আপনি অ্যামাজন থেকে অনলাইন কিনে ফেলতে পারবেন।
দাম ১৩৫/-
৪. সার্ভ অ্যালোভের ক্লিনজিং অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু উইথ টি ট্রি অয়েল, ১৫০ মি.লি.
টি ট্রি অয়েল খুশকি দূর করার জন্য খুব কার্যকরী একটি উপাদান। এছাড়া অ্যালোভেরাও খুশকি নির্মূলে সাহায্য করে। আর এই দুটি উপাদানে তৈরী এই শ্যাম্পু খুশকি দূর করার ক্ষেত্রে খুব উপকারী। ফ্লিপকার্ট থেকে অনলাইনে আপনি এই শ্যাম্পু কিনতে পারবেন।
দাম ১৬০/-
৫. বায়োটেক বায়ো মার্গোসা অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, ১৯০ মি.লি.
সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরী এই শ্যাম্পু আপনার খুশকি দূর করবে এবং কন্ডিশনার থাকার জন্য এই শ্যাম্পু আপনার চুলের নমনীয়তা বজায় রাখবে। তাই খুশকি দূর করতে আজই ব্যবহার করুন এই শ্যাম্পুটি।
দাম ১৫০/-
অফারে দাম ১২৭/-
এবার বাজেট কম থাকলেও খুশকি দমন কিন্তু হবেই। কারণ তার জন্য আপনার কাছে এখন বেশ কয়েকটি অপশন আছে। তাই মাথা না চুলকে তাড়াতাড়ি পছন্দসই শ্যাম্পুটি কিনে ফেলুন। আর খুশকিকে এবারের মত বিদায় জানান।
মন্তব্য করুন