নানা কারনে ত্বকের জেল্লা কমে যাচ্ছে? হারিয়ে ফেলছেন ত্বকের সতেজতা? ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে পারে আজকের টিপস অনায়াসে। কি করবেন তার জন্য জেনে নিন।
ত্বকের ঔজ্জ্বল্যের চাবিকাঠি
উজ্জ্বল গ্লোয়িং স্কিনের জন্য কোন কেমিক্যাল যুক্ত ক্রিম না। সিম্পল কিছু হার্ব জিনিস ব্যবহার করুন।
১. পুদিনা পাতার ফেস প্যাক
উপকরণঃ
- পুদিনা পাতা
- সামান্য জল
কি ভাবে ব্যবহার করবেন?
- পুদিনা পাতার পেস্ট বানান।
- সামান্য জল মেশান পেস্টের সাথে।
- ভালো করে এই পেস্টটি মুখে মেখে নিন।
- ৩০ মিনিট রেখে দিন লাগিয়ে।
- ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন ৩০ মিনিট পর।
- সপ্তাহে ৩ বার করে ব্যবহার করুন।
২. ডিমের কামাল
উপকরণঃ
- ডিমের সাদা অংশ
কি ভাবে ব্যবহার করবেন?
- কাঁচা ডিম ভেঙে সাদা অংশ বের করে নিন।
- সাদা অংশ ফেস প্যাকের মত মুখে মাখুন।
- লাগানোর ৫ মিনিট পর হালকা ম্যাসাজ করুন।
- ২০ মিনিট লাগিয়ে রাখুন।
- টানটান হলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
- ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুলে ডিমের গন্ধ করবে।
- সপ্তাহে ২ বার করে ব্যবহার করুন।
৩. হলুদ ও বাদামের তৈরি ফেস প্যাক
উপকরণঃ
- কাঁচা হলুদ ২ চামচ
- মধু ১ চামচ
- আমন্ড মিল্ক ১ চামচ
কি ভাবে ব্যবহার করবেন?
- সব উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে একটা ফেস মাস্ক বানান।
- ফেস মাস্কটি ভালো করে মুখে লাগিয়ে নিন।
- হালকা ভাবে ম্যাসাজ করুন ৫ মিনিট।
- ৩০ মিনিট মত মুখে রেখে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
- সপ্তাহে ৩ বার করে ব্যবহার করুন।
৪. নারকেল মালাই
- নারকেলের মালাই হাফ বাটি
- টক দই ২ চামচ
কি ভাবে ব্যবহার করবেন?
- পাতলা শাঁসের নারকেলের মালাই প্রথমে ভালো করে পেস্ট করে নিন।
- এবার তাতে ২ চা চামচ টক দই মেশান।
- দুটো উপকরণ ভালো ভাবে মিশিয়ে ৫ মিনিট ফ্রিজে রাখুন।
- যদি ফ্রিজ না থাকে তাহলে ঠাণ্ডা জল একটি বাটিতে নিয়ে তার ওপর ৫ থেকে ১০মিনিট ফেস প্যাকের বাটিটি রাখুন।
- মুখে গলায় ভালো করে ফেস প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।
- ৩০ মিনিট পর কটন বল দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন।
- তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিতে পারেন।
- সপ্তাহে ২ বার করে ব্যবহার করুন
৫. মধু ও লেবু ফেস প্যাক
উপকরণঃ
- একটি পাতিলেবু
- ২ চা চামচ মধু
কি ভাবে ব্যবহার করবেন?
- প্রথমে একটি পরিষ্কার কাঁচের বাটিতে একটি পাতিলেবুর রস নিন।
- এবার তাতে ২ চা চামচ মধু মেশান।
- ভালো করে দুটি উপকরন মিশিয়ে রাখুন ৫ মিনিট।
- ফ্রিজে রাখতে হবে না। নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে।
- এবার ভালো করে মুখ ধুয়ে তুলো দিয়ে ফেস প্যাকটি মুখে লাগান।
- গলায় ও ঘাড়ের লাগাতে পারেন। লাগানো হয়ে গেলে ৫ মিনিট হালকা করে ম্যাসাজ করে নিন।
- তারপর ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুণ। শুকিয়ে এলে ভালো করে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
- সপ্তাহে ৩দিন করে এই ফেস প্যাকটি ব্যবহার করুণ।
মন্তব্য করুন