গরমকালে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের স্কিন। সেজন্য ত্বকের পরিচর্যা করা খুবই জরুরি। রোদের তেজে মুখ কালো হয়ে যায় দ্রুত। তাই সানস্ক্রিন মাখলেই শুধু হবে না। ভাবছেন তাহলে করবেন না কি? সমাধান আছে হাতের কাছে। ৫টি ক্রিম যার একটি নিয়মিত ব্যবহার করতে ত্বকের যাবতীয় যত্ন নেওয়া সম্ভব। দেখে নিন কি সেই ক্রিম। আর কেনার প্রয়োজন হলে ছবিতে ক্লিক করেই কিনতে পারবেন।
১. কায়া স্কিন ক্লিনিক পারফরমেন্স সাপলিমেন্ট ক্রিম
স্কিনে ন্যাচারাল গ্লো আনতে চান? তাহলে কায়ার এই ক্রিম ব্যবহার করা শুরু করুন। স্কিন কেয়ার আর মেকআপ, এই দুই ধরণের সাহায্য আপনি এক সঙ্গে পেতে পারেন। যদি আপনার কোনও দাগ থেকে থাকে তাও সুন্দর ভাবে মিলিয়ে দেয় এই ক্রিম। রোজ নিয়ম করে ব্যবহার করুন ভালো ফল পাওয়ার জন্য।
২. অ্যাভন স্কিন গুডনেস সিসি ক্রিমঃ ২৫৮
অ্যাভন ব্র্যান্ডের উপরেও আজ আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন। এই ক্রিম আপনার স্কিন ভিতর থেকে কোমল করে। এটি যেমন আপনার ত্বক উজ্জ্বল করে, তেমনই ভিতর থেকে আপনার ত্বকের স্বাস্থ্য ধরে রাখে। তাই এই ক্রিম ব্যবহার করা খুবই দরকার।
৩. ল্যাকমে ৯ টু ৫ ক্যাপসুল ক্রিমঃ হানি ২৩৯
যদি আপনার সকালে একটুও মেকআপ করার সময় না থাকে তাহলে এই ক্রিম ব্যবহার করুন। আপনাকে মেকআপের লিক যেমন দেবে, তেমনই আলাদাই এই উজ্জ্বলতা আনবে। আপনাকে আর পার্লারে যেতে হবে না সন্ধ্যের পার্টির জন্য যদি আপনি এই ক্রিম ব্যবহার করেব। যদি আপনার স্কিনে কোনও জেদি দাগ থাকে যা অনেক দিনের চেষ্টাতেও যাচ্ছে না, তাহলে এই ক্রিম আপনার জন্য উপযুক্ত। এর সঙ্গে এতে থাকা এস.পি.এফ ৩০ সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে স্কিন রক্ষা করে। এটি তিন ধরণের রঙে বা শেডে পাবেন আপনি। মেকআপের বেস হিসেবে ব্যবহার করার জন্য আপনার স্কিনের সঙ্গে মিলিয়ে বেছে নিন।
৪. বরজয়িস ১২৩ পারফেক্ট সিসি ক্রিম এস.পি.এফ ১৫
এটি একদম তেলতেলে নয়, সহজে মিশে যায় ত্বকের সঙ্গে। আর ত্বকের গভীরেও যদি কোনও দাগ থাকে, তাহলেও কিন্তু এই ক্রিম সেই দাগ সরিয়ে দেয়। ত্বকের লালচে দাগ, র্যা শ এই সবের থেকেও ত্বককে রেহাই দেয়। এটি তিন শেডে পাওয়া যায়। স্কিনের এক সুন্দর ম্যাট লুক দেয়। এতে থাকা এস.পি.এফ ১৫ স্কিনকে আল্ট্রা ভায়োলেট রে থেকে রক্ষা করে।
৫. রিমেল ম্যাচ পারফেকশন বিবি ক্রিম ফাউন্ডেশন ম্যাট, লাইট মিডিয়াম
এই ক্রিমও সব ধরণের ত্বকের জন্য বেশ ভালো। এটি খুব বেশি শাইন না করে একটা ম্যাট লুক আনে। আর এটি বেস হিসেবে নিয়ে মেকআপ করলে অনেক ক্ষণ এটি মেকআপ ধরে রাখে। ত্বকে খুব সহজেই মিশে যায় এই ক্রিম।
মন্তব্য করুন