সময় মাত্র আর তিন দিন। তারপর পৃথিবী জুড়ে মানুষ দেখতে পাবেন ১০০ বছর আগের পুনরাবৃত্তি। না না ভয়ের কিছু না! চন্দ্রগ্রহণ দেখবেন আর কি! তবে যে সে ধরনের গ্রহণ নয়। লাল চাঁদ দেখা যাবে। ১০০ বছর পর পর এই চন্দ্রগ্রহণ দেখা যায়। ২৭ শে জুলাই ২০১৮ তে যার সাক্ষী হতে চলেছেন পৃথিবীর মানুষ। এটি আবার দেখা যাবে ১০০ বছর পর।
চন্দ্র গ্রহণের নাম ও সময়
৩১ শে জানুয়ারি ২০১৮ যে গ্রহণটি দেখা গিয়েছিল তার থেকেও বেশি সময় ধরে স্থায়ী হবে ২৭শে জুলাইয়ের চন্দ্র গ্রহণটি।
আগের গ্রহণটির নাম ছিল ব্লু মুন। এবার তা ব্লাড মুন।
কারন চাঁদের রঙ ধীরে ধীরে কমলা থেকে লাল হতে দেখা যাবে।
১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে চন্দ্র গ্রহণ থাকবে। যা আজ পর্যন্ত হওয়া দীর্ঘ চন্দ্র গ্রহণের সময়সীমা থেকে দ্বিগুণ।
গ্রহণ শুরু হবে রাত ১১টা ৪৪ মিনিটে।
কোথায় কোথায় দেখা যাবে
২৭ শে জুলাই ২০১৮ তে সাউথ আমেরিকা, ইস্ট আফ্রিকা, পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়া থেকে চন্দ্র গ্রহণ দেখা যাবে।
ভারতবর্ষে দেখা যাবে। তবে পরিস্কার ভাবে দেখা যাবে দিল্লী থেকে।
মন্তব্য করুন