আজ ২১ শে অগস্ট, ২০১৭। ১৯৭৯ সালের পর আবার হতে চলেছে সূর্যের পূর্ণগ্রাসগ্রহণ। মূলত আমেরিকাতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। আজ গোটা আমেরিকাবাসী দেখবে এক অসাধারণ সুন্দর মহাজাগতিক দৃশ্য। একবিংশ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখবে আমেরিকা। দেশের এক উপকূল থেকে অন্য উপকূলের বাসিন্দারা এক সাথে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ।
ভারতে কি ভাবে দেখতে পাবেন এই গ্রহণ
ভারত বা বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। কারন ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা ১৬ মিনিট থেকে রাত ১২টা ৫২ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটবে।মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে। রাত থাকার ফলে ভারতে বা বাংলাদেশে বসে এই গ্রহণ দেখা সম্ভব নয়। তবে আপনারা ঘরে বসে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের লাইভ দেখতে পাবেন। নীচের এই লিঙ্কে ক্লিক করে অনায়াসে দেখতে পাবেন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
https://www.nasa.gov/eclipselive/#NASA+TV+Public+Channel
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের লাইভ সম্প্রচারিত হবে নাসা থেকে। নাসার নিজস্ব তিনটি বিমান ও ১১ টি স্পেসক্রাফ্ট থেকে তোলা হবে আজকের গ্রহণের ছবি। তাছাড়া ৫০টি বেলুন ও আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেও আজকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি তোলা হবে। ইন্টার নেটের দৌলতে আপনারা আজই সব ছবি দেখতে পাবেন।
২০৩৪ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতের আকাশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে হলে, বিশেষজ্ঞদের মতে।
সূর্যগ্রহণের সময় কি কি করা উচিত নয়
নানা মুনির নানা মত।সূর্যগ্রহণের সময় কি কি করা উচিত নয় এ বিষয়ে নানান অন্ধবিশ্বাস ও কুসংস্কার রয়েছে। তবে এগুলোর কিছু কিছু বিজ্ঞান সন্মত। যা মূলত গবেষণা করে জানা গিয়েছে। সূর্য বা চন্দ্র গ্রহণের সময় একধরনের আলোর বিকিরন হয় যা পৃথিবীতে এসে পতিত হয়। এই আলো মানব শরীরের জন্য একেবারে ভালো নয়। তাই নানা জিনিস থেকে এই সময় বিরত থাকতে বলা হয়।
কি কি করতে নিষেধ বৈজ্ঞানিক মতে
বাইরে বেরতে নেই বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই সময় বাইরে না বেরনো ভালো। কারন গ্রহণের সময়কার আলোর বিকিরণ গর্ভবতী মহিলার শরীরের জন্য ভালো না।
খাবার খাওয়া উচিত নয় এই সময়। কারন খাবারের মধ্যে দিয়ে এই ক্ষতিকর আলোর উপাদান আমাদের শরীরে প্রবেশ করতে পারে।
খালি চোখে গ্রহণ দেখা চোখের জন্য ক্ষতিকর। কারন সরাসরি চোখে ক্ষতিকর আলোক রশ্মি এসে পরে। যা চোখের জন্য খুবই ক্ষতিকর। অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
নিছক কুসংস্কার
গর্ভবতী মহিলাদের এই সময় সবজি কাটা, ফল কাটা এগুলো মানা করা হয়। বলা হয় সূর্যগ্রহণের সময় এই কাজ করলে বাচ্চার অমঙ্গল হয়।
সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের খাবার খেতে দেওয়া হয় না বলা হয় এই সময় খাবার খেলে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সূর্যদেবতার অভিশাপে।
এসব নিছক কুসংস্কার। আগেই লিখলাম আলোর বিকিরনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য এসব না করা উচিত। এর পিছনে অলৌকিক কোন কারনের অস্তিত্ব নেই।
মন্তব্য করুন