ওয়াটার ফল বা ঝর্না হল প্রকৃতির একটি সুন্দর সৃষ্টি। এই সৌন্দর্য আপনি এবার আপনার চুলের স্টাইলেও আনতে পারেন। ওয়াটার ফল ব্রেইড তৈরি করতে যেমন সোজা, এটি দেখতেও তেমন অনবদ্য। এটি একটি অন্য মাত্রা আনে আপনার স্টাইলে। যখনই আপনি ভাবছেন যে আপনি পনি টেইল করবেন, তখনই এই ওয়াটার ফল ব্রেইড তৈরি করুন। আজ আপনাদের তাই ১০টি ওয়াটার ফল ব্রেইড বা বিনুনি বানানোর পদ্ধতি শিখিয়ে দেব। আসুন দেখে নিই চটপট।
কীভাবে করতে হয় এই ওয়াটার ফল ব্রেইড
উপকরণ:
- হেয়ার পিন
- চিরুনি
পদ্ধতি:
- মাথার সামনের দিকের যে কোনও একটি অংশ থেকে কিছু চুল নিন।
- ওয়াটার ফল ব্রেইডের তিনটি অংশ থাকে, উপরের, মাঝের আর নিচের। চুলের যে অংশটি নিলেন সেটি রেগুলার ব্রেইডের মতো করে নিচের দিকে ফেলে দিন।
- আবার চুলের আরেকটি অংশ নিন আর আগের মতো করে নিন।
- এভাবে মাথার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত করে নিন।
- এবার এই সবকটি বিনুনি এক সঙ্গে পিন করে আটকে নিন একে অন্যের সঙ্গে। দেখবেন ওয়াটার ফলের মতোই দেখতে হয়েছে।
- আপনাদের জানাবো ১০টি সুন্দর ওয়াটার ফল বিনুনির কথা। আসুন দেখে নিই।
১. ক্লাসিক ওয়াটার ফল ব্রেইড
ক্লাসিক ওয়াটার ফল ব্রেইড আপনি যে কোনও সময়েই করতে পারেন। এটি করার শুরুতে একটি বড় ওয়াটার ফল ব্রেইড করে ফেলুন। তাহলে এটি করতে সুবিধে হবে। তারপর ছোট ছোট ব্রেইড করে ফেলুন। এতেই খুব সহজে ক্লাসিক ওয়াটার ফল ব্রেইড তৈরি হয়ে যাবে।
২. রোজ ওয়াটার ফল ব্রেইড
মাথার দু দিক থেকে চুল নিয়ে বিনুনি করতে করতে আসুন। এবার মাঝে এসে দুই বিনুনি এক করে দিন আর একটি মোটা বিনুনি তৈরি করুন। তারপর একটি খোপা করুন উপরের দিকে আর সেটি র্যােপ করে নিন। বাকী অংশ নিচের দিকে ফেলে দিন। এতেই দেখবেন গোলাপের মতো ওয়াটার ফল ব্রেইড তৈরি হয়েছে।
৩. ওয়াটার ফল হাফ পনিটেইল
এটা খুব সহজেই করে ফেলা যায়। এক্ষেত্রে চুল হাল্কা করে বাঁধতে বাঁধতে নিচের দিকে আসতে হয়। এটি খুব ক্যাসুয়াল লুকের সঙ্গে বেশ ভালো যায়। আর যেহেতু নিচের দিকে ওয়াটার ফল ব্রেইড তৈরি হয় তাই এটি হাফ বলা হয়, পুরো মাথা জুড়ে তৈরি হয় না।
৪. ইন্ট্রিকেট ওয়াটার ফল ব্রেইড
এটি দেখতে খুবই ঘন মনে হয়, তাই এই রকম নাম। তেমন কিছুই করতে হয় না। শুধু মাথার উপরের দিক থেকে চুল নিয়ে নিয়ে বিনুনি করে নিচের দিকে করে দিন। এটা কিন্তু শুধু উপরের চুলেই হবে, নিচের দিকে চুল এমনি খোলা থাকবে। দেখতে কঠিন হলেও এটি করা খুব সোজা।
৫. ডিপ ভি ওয়াটার ফল
আমরা যারা গেম অফ থ্রোন্স দেখেছি তারা এই স্টাইলের কথা জানি। চুলের দু দিক থেকে এক গাছি করে চুল নিন। দু দিকেই বিনুনি করুন। এ বার এই দুই বিনুনি মাঝে এনে একটু নিচের দিক করে একে অন্যের সঙ্গে টুইস্ট করুন। দেখবেন ভি আকার এসেছে। এটি করা খুবই সহজ।
৬. এলিগেন্ট ওয়াটার ফল ব্রেইড
এটি এলিগেন্ট কারণ আপনি এটি নিজের মতো করে সাজাতে পারেন। আপনি একটি সহজ ওয়াটার ফল করুন। তারপর তার মধ্যে ফুল ব্যবহার করুন। দেখবেন এর ফলে একটি সুন্দর লুক আসবে আর এটি দেখতেও বেশ নতুন রকমের লাগবে।
৭. ক্রাউন ওয়াটার ফল ব্রেইড
যদি আপনি কিছু ভারী জিনিস পরে সাজতে না চান তাহলে দরকার নেই। এই ক্রাউন ব্রেইড করুন, এতেই আপনার সাজ অনেকটা হয়ে যাবে। আপনার চুলের এক প্রান্ত থেকে চুল নিয়ে বিনুনি করতে করতে আরেক প্রান্তে এনে সেই বিনুনি বেঁধে দিন। দেখবেন মুকুটের মতো দেখতে লাগছে।
৮. মেসি ওয়াটার ফল ব্রেইড
একটু অগোছালো রকমের দেখতে হয়। কিন্তু এটি বেশ স্টাইলিশ হয়। আপনি যে কোনও জায়গায় এই স্টাইল করতে পারেন। শুধু বিনুনি করে সেটা খুব সুন্দর পরিপাটি করে না রেখে একটি ফুলিয়ে ছড়িয়ে দিন। যে কোনও পোশাকের সঙ্গে এটি যায়।
৯. ডবল ওয়াটার ফল-সিঙ্গল ফিস টেইল ব্রেইড
এটি খুবই এলিগেন্ট আর সিঙ্গল স্ট্রিম ওয়াটার ফলের মতো লাগে। দু দিক দিয়ে দুটি মোটা বিনুনি করুন আগে। তারপর সেই বিনুনি মাঝে এনে মোটা করে জুড়ে নিন। দেখবেন মাছের লেজের মতো দেখতে হয়েছে। অর্থাৎ একই সঙ্গে ঝর্না আর মাছের লেজের স্টাইল, তাই এই স্টাইলের এই রকম নাম। এটি তাই সত্যিই অনবদ্য।
১০. ওয়াটার ফল ফিস টেইল ব্রেইড
আগের স্টাইলে যেমন দু দিক থেকে টেনে আনতে আনতে নিচের দিকে এসে বিনুনি মিলে গিয়েছিল, এ ক্ষেত্রে তেমন হবে না। মাথার দু দিক থেকে এক গাছি করে চুল এনে শুরুতেই মাঝখানে আনুন। তারপর সেখানেই বিনুনি একে অন্যের সঙ্গে বুনতে বুনতে নিচের দিকে নামুন। আর একদম নিচে খানিক চুল এমনি খোলা রাখুন। অসম্ভব সুন্দর স্টাইল এটি।
মন্তব্য করুন