বিয়ে বাড়ি হোক কিংবা কোনও অনুষ্ঠান, মেয়েদের কাছে শাড়ি হল এক ইউভার্সাল পোশাক। তবে শাড়ি পরার সময় ব্লাউজের ওপর গুরুত্ব না দিলে যত সুন্দর শাড়িই পরুন না কেন, সাজের হবে দফা-রফা। আমাদের টলি নায়িকাদের এথনিক ও ইন্দো-ওয়েস্টার্ন সাজের ক্ষেত্রে ব্লাউজ কিন্তু বিশেষভাবে গুরুত্ব পায়। আপনিও ট্রাই করতে পারেন, তাঁদের ব্লাউজ সম্পর্কিত এইসব স্টাইল স্টেটমেন্ট।
এথনিক শাড়ির সঙ্গে এমন হট এবং বোল্ড স্প্যাগেটি ব্লাউজ-এর কম্বিনেশন জাস্ট ফাটাফাটি।
সলিড হলুদ রঙের ব্লাউজের ওপর দিয়ে এমন নেটের ব্লাউজ কিন্তু ভীষণরকম ফ্যাশনেবল এবং অফবিট।
গোটা পাত্তির ঠাসা কাজে গ্লাস হাতা ভেলভেট ব্লাউজ হয়ে উঠুক স্টাইল স্টেটমেন্ট।
সি থ্রু শাড়ির সঙ্গে পরার জন্য স্প্যাগেটি স্ট্র্যাপের সঙ্গে হল্টার নেক ব্লাউজ কিন্তু বোল্ড অ্যান্ড হ্যাপেনিং।
হট রেড সর্বদাই স্টাইলে ইন। শাড়ি বা স্কার্টের সঙ্গে বেছে নিন এমন ব্লাউজ।
পুরদস্তুর সাবেকি লুক পেতে চাইলে সাদা-লাল কম্বিনেশনে ঢাকাই বা গরদের শাড়ির সঙ্গে পেয়ার আপ করুন এই ধরণের গ্লাস হাতা ব্রোকেটের ব্লাউজ।
বোল্ড লুক পেতে ট্রাই করতে পারেন এমন অফ শোল্ডার ব্লাউজও।
স্কার্ট হোক বা শাড়ি এমন ফ্লেয়ার দেওয়া ব্লাউজও খুব ট্রেন্ডি।
এথনিক ব্লাউজে একটু ট্যুইস্ট এনে দিতে পারে এমন ব্যাকলেস কাটের ব্লাউজ।
ডিজাইনার শাড়ি পরলে ব্লাউজটাও ডিজাইনার হওয়া উচিত। এর জন্য ভারি কাজের শাড়ি পরলে বেছে নিন নেকলাইনে ঠাসা কাজ করা ডিজাইনার ব্লাউজ।
স্লিভলেস ব্লাউজের সঙ্গে কোমরে এমন লেস লাগানো ব্লাউজ দেখতে অনেকটা টপের মতো হলেও ব্লাউজই বটে।
ব্লাউজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইলে টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্তের স্টাইল ফর্মুলা মেনে চলুন। ফ্লোরাল প্রিন্টের ওপর প্যাস্টেল শেডের ব্লাউজ, সঙ্গে লেস বসানো হাতা ভীষণই এক্সক্লুসিভ।
ওয়েস্টার্ন লুকে এমন ধরণের ডিজাইনার ব্লাউজ ভীষণই মানানসই।
গোল্ডেন বেজ রঙের সঙ্গে চকোলেট কম্বিনেশনে প্রিন্টেড ডিজাইনার এই ধরণের ব্লাউজ যেকোনও শাড়ি কিংবা লেহেঙ্গার সঙ্গেও মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারেন, ঠিক যেমনটা পরেছেন ঋতাভরি।
স্লিভলেস ব্লাউসের সঙ্গে লম্বা টাসেল দেওয়া ব্যাকনট আপনার লুককে করবে স্টাইলিশ ও আকর্ষণীয়।
স্মার্ট লুক পেতে চাইলে অনায়াসে ট্রাই করতে পারেন এমন কলার দেওয়া ব্লাউজ। সঙ্গে একটা স্টেটমেন্ট নেকপিস, ব্যাস সাজ কমপ্লিট।
কাঁধে স্প্যাগেটি স্ট্র্যাপ সঙ্গে ক্রিসক্রস ডিজাইন। এথনিক শাড়ির লুকেও আনতে পারে বিরাট পরিবর্তন।
শিফন শাড়ির সঙ্গে হল্টার নেক ব্লাউজ খুবই স্টাইলে ইন।
পার্টিওয়্যার শাড়ির (যেমন সি থ্রু, বা শিফন বা জরজেট) সঙ্গে ব্লাউজটি মানানসই হওয়াটা খুবই প্রয়োজন। এর জন্য শাড়ির সঙ্গে রঙ মিলিয়ে বা কনট্রাস্টে ফুল স্লিভ নেটের ব্লাউজ পরতে পারেন, শুভশ্রীর মতো।
ব্লাউজের পিঠের অংশে জরির কারুকাজ করা এখন ফ্যাশনে ইন। বোটনেক ব্লাউজের পিছনে নিজের মনের মতো ডিজাইন কাস্টমাইজ করে পরতে পারেন।
মন্তব্য করুন