শাড়ি প্রত্যেক ভারতীয় নারীকে অনন্য করে তোলে। শাড়ি পরিহিত নারী সবসময় খুবই আকর্ষণীয় দেখতে লাগে। আর শাড়ি যদি ডিজাইনার ব্লাউজ দিয়ে পরা হয় তাহলে নজর সরানো মুশকিল হয়ে ওঠে। শাড়ির সাথে ডিজাইনার ব্লাউজ স্টাইল ও ক্লাসি লুক নিয়ে আসে। চলুন দেখে নেওয়া যাক ট্রেন্ডি ও ফ্যাশানেবল ব্লাউজের আলাদা আলাদা প্যাটার্ন।
১. হাই নেক শাড়ি ব্লাউজ
এই ধরণের ব্লাউজের ডিজাইন খুবই ট্রেন্ডি আজকাল। যেকোনো ধরণের শাড়ির সাথে পরা যেতে পারে। স্টাইলিশ ও স্মার্ট লুক রয়েছে।
২. ভারী গোল গলা ব্লাউজ
আজকাল ভারী গলার ব্লাউজ খুবই চলছে। যদি এই ধরণের ব্লাউজে জারদসি ও জরির কাজ করা থাকে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে।
৩. কাঁধে ফিতে দেওয়া ব্লাউজ
হালফিলের ফ্যাশানে এই ধরণের ব্লাউজ ফ্যাশান ইন। কাঁধের কাছে হাতা ফিতের মত করে বানানো। যা স্মার্ট ও স্টাইলিশ লুক দেখায়।
৪. ডুয়েল কালার ডিজাইন ব্লাউজ
কালার কন্ট্রাস্ট ডিজাইন ব্লাউজ। যা খুব চলছে আজকাল। যেকোনো হালকা বা ডার্ক রঙের শাড়ির সাথে মিসম্যাচ করে পরতে পারবেন।
৫. স্টোনের কাজ করা ব্লাউজ
রঙিন স্টোন বসানো ডিজাইন ব্লাউজ। কালারফুল দেখতে হিয়। ভারী স্টোনের কাজ করা শাড়ির সাথে পরার জন্য একদম পারফেক্ট।
৬. বোট নেক ব্লাউজ
নতুন ধরণের ডিজাইন করা ব্লাউজ। আজকালের ফ্যাশানে ইন। যেকোনো শাড়ির সাথে এই ডিজাইনের ব্লাউজ ভালো লাগবে।
৭. বেন্ড ইউ ব্লাউজ
বোল্ড লুক দেখতে চাইলে এই ডিজাইনের ব্লাউজ শাড়ির সাথে পরতে পারেন।
৮. হলটার নেক বা বিকিনি ব্লাউজ
এই ব্লাউজ তাদের জন্য যাদের শারীরিক গঠন বিকশিত। স্টাইলিশ ও ট্রেন্ডি লুকের জন্য এই ধরণের ব্লাউজ একদম পারফেক্ট।
৯. সিঙ্গেল স্লিভস ব্লাউজ
হালফিলের ফ্যাশানে এই ধরণের ব্লাউজ ইন। পার্টিতে শাড়ি পরে যেতে চাইলে এই ধরণের ব্লাউজ ট্রাই করতে পারেন। স্মার্ট লুক রয়েছে।
১০. সার্ট স্টাইল ব্লাউজ
এই ডিজাইনের ব্লাউজ খুবই আরামদায়ক ও ফ্যাশানেবল। শাড়ির সাথে পরলে একদম আলাদা দেখতে লাগে সবার চেয়ে।
১১. অলংকৃত ব্লাউজ
আপনি যদি হালকা ধরণের শাড়ি পরতে ভালোবাসেন। তাহলে সিম্পল শাড়ির সাথে এই ধরণের ব্লাউজ ট্রাই করতে পারেন। এলিগেণ্ট দেখতে লাগে।
১২. ওয়েস্ট কোট স্টাইল ব্লাউজ
যদি শাড়ির সাথে স্মার্ট লুক পেতে চান তাহলে এই ডিজাইন ট্রাই করতে পারেন।
১৩. চাইনিজ কলার ব্লাউজ
এটা এধরনের হাই নেক টাইপের ব্লাউজ। যাতে আলাদা করে কলার জুড়ে দেওয়া হয়েছে।
১৪. ডিপ স্কয়ার নেক কাট
একদম সিম্পল টাইপের ব্লাউজ। গলার কাছে স্কয়ার করে কার্ট থাকে। যা দেখতে খুবই সুন্দর দেখায়।
১৫. গোল গলার ব্লাউজ
গোল গলার ব্লাউজ যেকোনো শাড়ির সাথে পরলে দেখতে ভালো দেখায়।
১৬. স্প্যাগিডি ব্লাউজ
বোল্ড লুক পেতে চাইলে শাড়ির সাথে এই ডিজাইনের ব্লাউজ পরা যেতে পারে।
১৭. টিউব স্টাইল ব্লাউজ
পার্টিতে সেক্সি লুক নিয়ে যেতে চাইলে শাড়ির সাথে এই ধরণের ডিজাইন করা ব্লাউজ পরতে পারেন।
১৮. ব্যাকলেস ব্লাউজ
এলিগেণ্ট লুক পেতে চাইলে শাড়ির সাথে ব্যাকলেস ব্লাউজ পরুন। এই ধরণের ব্লাউজ ট্রেন্ডি আজকাল।
মন্তব্য করুন