ইউটিউবের কল্যাণে সন্দীপ মাহেশ্বরী আজ একটি স্বনামধন্য ব্যক্তিত্ব। তার ভিডিও দেখে থাকলেই বুঝবেন যে তিনি একজন খ্যাতনামা মোটিভেশনাল বক্তা। তার সাথে তিনি বর্তমানে ইমেজেস বাজার নামে একটি মিলিয়ন ডলার কোম্পানির সিইও যা এশিয়ার অন্যতম একটি নামজাদা কোম্পানী।
একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে এত কম সময়ে কিভাবে যশ ও প্রতিপত্তির শিখরে পৌঁছলেন তা আমাদের বিস্মিত করে। তিনি এই কোম্পানী স্থাপনের আগে মডেলিং ও ফটোগ্রাফিতে অনেক স্ট্রাগল করেছেন। তার সাফল্যের সিঁড়ি চড়ার কাহিনী ও বাস্তব অভিজ্ঞতা আমাদের প্রেরণা যোগায়। তাই জীবনের চড়াই উৎরাইকে সঠিক ভাবে গ্রহণ করে এগিয়ে চলার জন্য আপনাদের জন্য থাকলো ওনার বাছাই পনেরটি কোটস।
সন্দীপ মাহেশ্বরীর উক্তি
- “ভুল করো কিন্তু তা থেকে শিক্ষা নাও, সঠিক কাজ করো কিন্তু তাতেই আবদ্ধ হয়ে থেকোনা। কোনো ভালো কাজ করে নিজের দম্ভ না বাড়িয়ে নিজের অহংকার এর চেয়ে বড় হও।”
- “সাফল্য আসে অভিজ্ঞতা থেকে, এবং অভিজ্ঞতা অর্জিত হয় খারাপ অভিজ্ঞতা থেকে। সাফল্য সর্বদা তোমায় একান্তে আলিঙ্গন করে কিন্তু ব্যর্থতা সবার সামনে তোমাকে চড় মারে।”
- “তোমরা কেবল আমার শব্দ গুলোকে ধরতে পারছো কিন্তু আমি যেদিকে তোমাদের চালিত করতে চাইছি, সেই ইঙ্গিত বুঝতে পারছনা। এটাই হলো জাল। মানে আমি আঙ্গুল দিয়ে চাঁদকে নির্দেশ করছি কিন্তু তোমরা খালি আঙ্গুল দেখছো, চাঁদ দেখছো না।”
- “আপস করা বা মধ্যস্থতা করা একটি ক্ষতিকর অবস্থান। আমরা এর ফাঁদেই পা দি। এর ফলে আমরা উঁচু পদাধিকারীদের দেখে হিংসে করি আর নিচুতলার মানুষদের দেখে তৃপ্তি পাই।”
- “যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষা করছো যে তোমার সব মুশকিল আসান হবে তবে আয়নার সামনে গিয়ে দাঁড়াও। সেই মানুষের সন্ধান পাবে।”
- “তোমায় শক্তি সঞ্চয় করতে হবে অন্যদের পরাজিত করতে নয়, তোমাকে শক্তিশালী হতে হবে যাতে অন্যরা তোমায় হারাতে না পারে।”
- “শিক্ষা শুধুমাত্র জ্ঞান সংগ্রহের মাধ্যম নয়, বরং শিক্ষা হলো তাই যে তোমাকে শেখায় কিভাবে ভাবতে হয়।”
- “যখন কেউ তোমাকে এটা বলবে যে তুমি এইটা করতে পারবেনা, তখন সে শুধু তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে সে নিজে সেই কাজটা কোনোদিন করতে পারবেনা।”
- “শেখার উপর ফোকাস করো, রোজকারের উপর নয়। উপার্জন ভবিষ্যতে সম্ভব, কিন্তু শেখা শুধু বর্তমানের উপর নির্ভর। তাই মনোযোগ দাও শিখে যাবার উপর।”
- “একটি ইচ্ছা কোনো বদল আনতে পারে না। একটি সিদ্ধান্ত কিছু পরিবর্তন আনে। আর একটি নিশ্চয়তা সবকিছু পাল্টে দেয়।”
- “ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ বন্ধ করো। তুমি যা অর্জন করেছ তার জন্য নিজেকে উৎসাহ দাও।”
- “সবসময় একটা কথা মেনে চলবে যে তুমি তোমার বাধার থেকে অনেকগুন বড়ো।“
- “তুমি যা ভাবছো সেটা নিয়ে অতিরিক্ত সিরিয়াস হয়ো না। এটা একটা দৃষ্টিভঙ্গি মাত্র আর কিছু নয়।”
- “যখন তুমি নিজেকে একা অনুভব করবে তখন এই পৃথিবীর সবচেয়ে অপূর্ব মানুষের সাথে সময় কাটাও – তুমি।”
- “জীবনে টাকার গুরুত্ব ততটাই যতটা একটা গাড়ি দরকার জ্বালানীর। না কম, না বেশী।”
মন্তব্য করুন