আজকের যুগে বিয়ের মূল আকর্ষণ ছাদনা তলায় নতুন বড়-কনের মালাবদলে বা সিঁদুর দানে আটকে নেই। এই শুভ মুহূর্তের উল্লাস বিয়ের আগে থেকেই শুরু হয়ে যায়। তারই নাম প্রি-ওয়েডিং ফটো শুট। একগুচ্ছ ক্যামেরার ঝলকানিতে ফ্রেমবন্দি হয় প্রেমিক প্রেমিকার নতুন পথ চলার মুহূর্ত।
আজ সেরা ১৫টি প্রি-ওয়েডিং ফটো শুটের আইডিয়া নিয়ে হাজির আমরা। আসন্ন দিনে যারা ছাদনা তলায় পা বাড়াতে চলেছেন তাদের জন্য রইলো সামান্য এই উপহার। দেখুন দিকি কোন ফ্রেমে আপনাদের দুটিকে বেশি মানাবে বলে আপনার মনে হয়।
১. আরও কাছাকাছি আরও কাছে এসো…

২. বাঙালীর আইফেল টাওয়ার না ভিক্টোরিয়া আছে!

৩. লাল রঙে মিশে গেছে প্রাণ

৪. ছাতা ধরো হে দেওয়া না ধরো হে প্রাণনাথ!

৫. গঙ্গার দিব্যি আমি শুধু তোমাকে চাই!

৬. দিল ওয়ালে দুলহানিয়া আপনি নিচ্ছেন দাদা!

৭. আমাদের বৃষ্টি ভেজা প্রেম হবে এবার ফ্রেম

৮. ভ্যাবলার মত না তাকিয়ে কুচিটা ঠিক করে দাও!

৯. দিলো কা শুটার এই আমাদের স্কুটার

১০. বাহো ম্যা চালি আও, ক্যামেরা ম্যান শুট চালিয়ে যাও

১১. সত্যি আমরা সাতপাকে বাঁধা পড়ছি? হ্যাঁ সোনা!

১২. যেদিকেই যাই শুধু যেন তোমাকেই পাই

১৩. আমি বড় তুমি কনে, আর কথা নয় ফোনে!

১৪. ও আমার নায়ক সুলভ রিক্সাওয়ালা

১৫. আমি তুমি এক আজ সমুদ্রের পাড়ে

very nice . Just awesome idea