আজকের যুগে বিয়ের মূল আকর্ষণ ছাদনা তলায় নতুন বড়-কনের মালাবদলে বা সিঁদুর দানে আটকে নেই। এই শুভ মুহূর্তের উল্লাস বিয়ের আগে থেকেই শুরু হয়ে যায়। তারই নাম প্রি-ওয়েডিং ফটো শুট। একগুচ্ছ ক্যামেরার ঝলকানিতে ফ্রেমবন্দি হয় প্রেমিক প্রেমিকার নতুন পথ চলার মুহূর্ত।
আজ সেরা ১৫টি প্রি-ওয়েডিং ফটো শুটের আইডিয়া নিয়ে হাজির আমরা। আসন্ন দিনে যারা ছাদনা তলায় পা বাড়াতে চলেছেন তাদের জন্য রইলো সামান্য এই উপহার। দেখুন দিকি কোন ফ্রেমে আপনাদের দুটিকে বেশি মানাবে বলে আপনার মনে হয়।
eknajore
very nice . Just awesome idea