ভালো লিপস্টিক মানেই অনেক দাম—আপনার এই বস্তাপচা ধারণাকে এবার দূরে সরান।কারণ ভালো কোম্পানির দারুণ লিপস্টিক এখন অনেক কমেও বিক্রি হচ্ছে।আসুন,দেখে নিন আপনার পছন্দের ১০টি অসাধারণ ফাটাফাটি লিপস্টিকের শেড যা আপনি ১০০ টাকারও কমে কিনে নিতে পারেন।
১.এলে ১৮ কালার পপ ম্যাট লিপ কালার পিঙ্ক শো
পিঙ্ক কালারের লিপস্টিক সবারই অল টাইম ফেভারিট।বিশেষ করে এখনকার জেন ওয়াইয়ের ফ্যাশন ট্রেন্ডে ম্যাট পিঙ্ক শেড ইন।ক্যাজুয়াল জিনস-টপ বা ওয়েস্টার্ন ড্রেস—সবের সাথেই পিঙ্ক দারুণ যায়।আর সেলফি তোলার সময় পিঙ্ক লিপস’এ পাউট না করলে তো আপনার ফ্যাশনই বৃথা! অ্যামাজন থেকে খুব কমে এই গর্জাস পিঙ্ক শো লিপস্টিকটা কিনে নিন।
দাম ১০০/-
অফারে দাম ৯৫/-
২.এলে ১৮ কালার পপ ম্যাট লিপ কালার চেরি ওয়াইন
চেরি ওয়াইন শেডের এই লিপস্টিক আজকালকার ফ্যাশনে দারুণ ইন।ব্ল্যাক গাউনের সাথেই বলুন বা অন্যকিছু, শীতকালে এই শেডের লিপস্টিকটায় আপনার ঠোঁটকে রাঙালে আপনার সাজ আরও খোলতাই আর জমকালো হবে।তখন আপনার ঠোঁটে মজবে না এমন ছেলে কিন্তু খুঁজে পাওয়া ভার হবে।
দাম ১০০/-
৩.এলে ১৮ কালার পপ ম্যাট লিপ কালার সেলফি রেড
এই রেডের শেডটা একটু আলাদা।আপনার ঠোঁটে গর্জাস রেড টোন আনতে চাইলে এটা আপনার মাস্ট ট্রাই হবেই।দেখবেন ম্যাট কালারে ঠোঁটে একটা সেক্সি লুকও আসবে আর এভারগ্রিন রেডে আপনার ভেতরের বোল্ডনেসটাও বেরিয়ে আসবে।
দাম ১০০ টাকা।
৪.এলে ১৮ কালার পপ ম্যাট লিপ কালার গ্রেপ রায়ট
ভাবুন তো,আপনার ঠোঁটে ডিপ গ্রেপ কালারের এই সেক্সি লিপস্টিকের শেডটা কি ভালোই না লাগবে?আর শীতের ম্যাড়মেড়ে ওয়েদারে এই কালার টোন আপনার ঠোঁটে খুলবেও ভালো।তাই উইন্টার আউটিং-এ যদি যেতেই হয়,তাহলে এই শেডটা ট্রাই করুন।
দাম ১০০/-
অফারে দাম ৯৫/-
৫.এলে ১৮ কালার পপ ম্যাট লিপ কালার ফার্স্ট লাভ
নাহ,ফার্স্ট ডেটে এই লিপস্টিক পরবেন কিনা জানি না,তবে লাইট পিঙ্কে ঠোঁটকে সাজাতে চাইলে এই ফাস্ট লাভের মিষ্টি পিঙ্ক শেডটা ট্রাই করে ফেলুন।হালকা টোনে একটা সোবার লুক আসবে আপনার ঠোঁটে,আর বেবি পিঙ্ক শেডে আপনার ঠোঁটকে আরও সফট লাগবে এই শীতে।খুব কম দামে অ্যামাজনে পেয়ে যাবেন।
দাম ৯৫/-
৬.এলে ১৮ কালার পপ ম্যাট লিপ কালার বেলজিয়ান ব্রাউন
চকোলেট কালারের ন্যুড শেড আপনার যদি প্রিয় হয়,তাহলে এই শেডটা কিনে ফেলুন।আপনার ঠোঁটে ম্যাট ফিনিশের পাশাপাশি একটা ক্লাসি টোনও অ্যাড করবে এই শেডটা।
দাম ৯৫/-
৭.এলে ১৮ কালার পপ ম্যাট লিপ কালার লেটস ট্যাঙ্গো
ঠোঁটকে একটু হাটকে শেডে রাঙাতে চান?তাহলে এই বোল্ড অরেঞ্জ শেড ট্রাই করুন।আপনার ঠোঁটকে একটা গর্জাস টোন তো দেবেই,তার সাথে পারফেক্ট পার্টি লুকে আপনার ঠোঁটকে সাজিয়ে তুলতেও পারবে এই শেডটা।
দাম ১০০/-
অফারে দাম ৯৫/-
৮.এলে ১৮ কালার পপ ম্যাট লিপ কালার কোড রেড
রেডিশ সেক্সি ঠোঁট কে না চায় বলুন?তাই আপনিও যদি আপনার ঠোঁটকে গর্জাস রেডে সেক্সি করে তুলতে চান,আর চান পার্টিতে আপনার নশিলা ঠোঁটেই সবাই মজে থাকবে,তাহলে আপনি নিশ্চিন্তে এই কোড রেড শেডটা ব্যবহার করে ফেলুন।
দাম ১০০/-
৯.এলে ১৮ কালার পপ ম্যাট লিপ কালার বেরী বেস্টি
বেরী কালার কিন্তু অল টাইম ফেভারিট ক্লাসিক কালার।কম বয়সীদের জন্য এই শেডটা ঠোঁটে দারুণ পারফেক্ট আর মিষ্টি পিঙ্কিশ একটা লুক আনবে।অ্যামাজন থেকে কিনে নিন এলে ১৮ র এই গর্জাস ম্যাট শেডটা।
দাম ১০০/-
১০.এলে ১৮ কালার পপ ম্যাট লিপ কালার মভ ড্যাট
ঠোঁটে যদি অন্য কোনো কালার দিয়ে হাইলাইট করতে না চান,তাহলে এই মভ শেডের লিপস্টিকটা ব্যবহার করে ফেলুন।খুব লাইট কালার,আপনার ঠোঁটকে পারফেক্ট শেডে আনবে।
দাম ১০০/-
অফারে দাম ৯৫/-
এবার আপনার পছন্দের শেডটা বেছে নিয়ে শিগগির অ্যামাজনে অর্ডার দিয়ে ফেলুন।তারপর এই শীতে আপনার ঠোঁটকে রাঙিয়ে তুলুন আপনার পছন্দের শেডে।
মন্তব্য করুন