শাড়ি পরতে নিশ্চয়ই ভালবাসেন আপনি? ভালো ভালো বেশ কয়েকটি শাড়িও নিশ্চয়ই আপনার কালেকশনে আছে! তবে শাড়ি নয়, আজকের আলোচনার বিষয় ব্লাউজ। আজকাল ট্রেন্ড বলছে শাড়ি নয়, ব্লাউজটি হওয়া চাই জমকালো এবং বেশ স্টাইলিশ। আর এই বিষয়ে বলিউডি তারকারা কিন্তু আমাদের বিশেষ সাহায্য করেন, মানে তাঁদের স্টাইলকে ফলো করলেই আমরা কিন্তু হয়ে যাব ফ্যাশনে ইন!
তাই আপনিও যদি লেটেস্ট ফ্যাশন অনুযায়ী নিজের স্টাইল স্টেটমেন্টকে আপগ্রেড করতে চান, তাহলে কিন্তু ‘দাশবাস’ আপনাকে সাহায্য করতেই পারে। কারণ আজকে থাকছে ১০টি ব্লাউজ ডিজাইন যা আপনাকে করে তুলবে ফ্যাশন ডিভা!
১. চাইনিজ কলার ব্লাউজ ডিজাইন
সোনম কাপুর টু দীপিকা পাড়ুকোন, সবাই কিন্তু এই চাইনিজ কলার ব্লাউজের ফ্যান। বিভিন্ন পার্টি বা প্রমোশন অনুষ্ঠানে বলিউডি তারকারা শাড়ি এবং চাইনিজ কলার ব্লাউজকে নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন। আপনিও এমন একখানা ডিজাইনার ব্লাউজ বানিয়ে ফেলতে পারেন বা কিনেও ফেলতে পারেন। বেশ ভালোই মানাবে কিন্তু আপনাকেও!
২. বোটনেক ব্লাউজ ডিজাইন
শাড়ির সাথে বেশ ভালো মানায় বোটনেক এবং নেট বোটনেক ব্লাউজ। বর্তমানে নতুন এবং পুরনো সব নায়িকারাই কিন্তু ব্লাউজের এই ডিজাইন বেশ পছন্দ করছেন।
৩. স্ট্রাইপ ব্লাউজ ডিজাইন
এই ব্লাউজের ডিজাইন কিন্তু খুব স্মার্ট। কাজল দেবগনের ফেভারিট এই লুক কিন্তু আপনারও হতেই পারে।
৪. হাইনেক ব্লাউজ ডিজাইন
এই ডিজাইন আজকাল প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর সকলেরই হট ফেভারিট। আপনিও ট্রাই করে ফেলুন চটপট।
৫. প্রিন্সেসকাট ব্লাউজ ডিজাইন
সোনাক্ষী সিনহা, তামান্না ভাটিয়া, বিদ্যা বালান, জেনেলিয়া সকলেই কিন্তু এই প্রিন্সেস কাট ব্লাউস বেশ পছন্দ করছেন। আপনিও তাই ট্রাই করে দেখতে চান নাকি?
৬. মেটালিক সিগুইন্ড ব্লাউজ ডিজাইন
শ্রীদেবীর মেটালিক সিগুইন্ড ব্লাউস অবতারের এই লুক কিন্তু আমার বেশ পছন্দের। আপনিও নিশ্চই পছন্দ করবেন এই প্যাটার্ন.
৭. শার্ট ব্লাউজ ডিজাইন
অত্যন্ত এলিগ্যান্ট, স্মার্ট লুকের এই ব্লাউজ কিন্তু শাড়ির স্টাইল অনেক বেশী বাড়িয়ে তোলে। একই সাথে ট্র্যাডিশন এবং স্টাইলকে ক্যারি করতে চাইলে আপনার কালেকশনে এরকম একটি ব্লাউস থাকতেই হবে।
৮. ফ্লোরাল প্রিন্ট ব্লাউজ ডিজাইন
বলিউডের লেটেস্ট ফ্যাশন কিন্তু এখন ফ্লোরাল প্রিন্ট ব্লাউজ। দীপিকা পাড়ুকোনের এই স্টাইল ফলো করলে কিন্তু বেশ লাগবে আপনাকে।
৯. থিন স্ট্র্যাপ ব্লাউজ ডিজাইন
আপনি যদি একটু সাহসী ভাবে শাড়ির স্টাইল স্টেটমেন্ট তৈরী করতে চান, তাহলে কিন্তু থিন স্ট্র্যাপ ব্লাউজ আপনারই জন্য। কঙ্গনা রানাউতের এই স্টাইল আপনিও ফলো করতে পারেন।
১০. ট্রান্সপারেন্ট ফ্লাওয়ার ব্লাউজ ডিজাইন
এই ডিজাইন কিন্তু বহুদিন ধরেই বলিউডি তারকাদের পছন্দের তালিকাভুক্ত। যেকোনো অনুষ্ঠানে এই ধরণের ডিজাইনার ব্লাউজ আপনার শাড়ি লুককে করে তুলবে একেবারে পারফেক্ট।
এখন কিন্তু আপনি কিন্তু এইসব ডিভাদের থেকে কম নয়। কারণ আপনার কাছেও আছে ব্লাউজের দারুণ সব ডিজাইন। তাই লেগে পড়ুন। নিজের পছন্দ মত শাড়ির সাথে ম্যাচ করে এই সব ডিজাইনের ব্লাউজ হয় বানিয়ে ফেলুন, না হয় অনলাইনে কিনে ফেলুন!
মন্তব্য করুন