শাড়ি পরলে প্রত্যেক মেয়েকেই অসম্ভব সুন্দর দেখায়। আর এই সুন্দর সাজ যদি ক্যামেরা বন্দি না হয় তাহলে কি মানায়? একদমই না। ফটো শুট হওয়া চাই মাস্ট। তার জন্য মডেল হতে হবে না। সামান্য সিম্পল কয়েকটি লুকে আপনিও দেখাবেন ফটোজেনিক। ১০টি পোজের ছবি দিলাম, দেখুন আপনার নেক্স শাড়ি স্পেশাল ফটো, কোন পোজে বেস্ট আসবে।
মন্তব্য করুন