সামনেই আসতে চলেছে পুজো, আর মাত্র কয়েকদিন। এবছরের পরিস্থিতি অনুযায়ী উৎসবের দিন খুব যে উল্লাসময় হবে তা নয়। তাই বলে নতুন জামা কেনা হবে না এমনটা নয়। আর সেই কথা মাথায় রেখে আজকে একেবারে নতুন ডিজাইনের কুর্তি পালাজো সেট হাজির। নানা স্টাইলের ১০টি সেট। যার প্রত্যেকটি উৎসবের দিনে পরার জন্য একেবারে পারফেক্ট।
১. মাল্টিকালার শর্ট কুর্তি সাথে পালাজো
আজকের কালেকশানের প্রথম সেটটি একেবারেই আলাদা ও নতুন স্টাইলে বানানো। এর পালাজোটি সুন্দর ও সিম্পল প্রিন্টেড। আংরাখা স্টাইলে বানানো পুরো এই সেটটি।
২. রায়ন কুর্তি পালাজো কালো রঙের
রায়ন কাপড়ের তৈরি সম্পূর্ণ সেটটি। কালো রঙের উপর সোনালি ডটের কাজ এটিকে খুবই ব্রাইট লুক এনে দিয়েছে। উৎসবের দিনে পরার জন্য খুবই মানাসই।
[amazon box=”B083V1NBNG” title=”রায়ন কুর্তি পালাজো কালো রঙের” description=”ব্রাইট ও সুন্দর ডটের কাজ করা” button_text=”কিনুন”]
৩. কোরাল গোল্ড প্রিন্টেড কুর্তি পালাজো
পিওর কটনের কাপড়ের উপর বটাম ফেব্রিকের কাজ করা। এই কুর্তি পালাজো সেটের রঙ খুবই আনকমন।
৪. হলুদ রঙে সিল্ভার নক্সা করা কুর্তি পালাজো
যেকোনো উৎসব মানেই শুভদিন। আর শুভদিনে হলুদ রঙের পোশাক পরার চল বহু পুরনো। তাই এই সুন্দর সেটটি বেছে এনেছি আসন্ন দুর্গোৎসবের জন্য।
[amazon box=”B0833ZYYT8″ title=”হলুদ রঙে সিল্ভার নক্সা করা কুর্তি পালাজো” description=”থ্রি-কোয়াটার স্লিভ” button_text=”কিনুন”]
৫. বাদামী-হলুদ রঙা প্রিন্টেড কুর্তি পালাজো
সিম্পলের মধ্যে একটু অন্যরকম প্রিন্টের কুর্তি পালাজো যারা খুঁজছেন তারা এই সেটটি দেখতে পারেন। খুবই সুন্দর আর আরামদায়ক।
৬. এঙ্কেল লেন্থ প্রিন্টেড কুর্তি ও পালাজো
সাদার উপর লাল ফুলের প্রিন্টেড কাজ করা এঙ্কেল লেন্থ প্রিন্টেড কুর্তি ও পালাজো।
[amazon box=”B089SZLK6M” title=”এঙ্কেল লেন্থ প্রিন্টেড কুর্তি ও পালাজো” description=”ছবির মতই উজ্জ্বল” button_text=”কিনুন”]
৭. পীচ কালার ইওক ডিজাইন কুর্তি পালাজো
পীচ কালার ইওক ডিজাইন কুর্তি পালাজোর এই সেটটি স্টাইল ও কম্ফরট দুই এনে দেবে আপনাদের, তাও আপনার বাজেটের চেয়েও কমে।
৮. ফ্লোরাল প্রিন্ট সুন্দর কুর্তি পালাজো
ফ্লোরাল প্রিন্ট করা পোশাক যাদের খুবই পছন্দের তারা এই কুর্তি পালাজো সেটটি ট্রাই করতে পারেন, দারুন মানাবে।
৯. কটন ফ্লেক্স কুর্তি ও পালাজো
লাইট কালার যাদের বেশি পছন্দের তারা এই কটন ফ্লেক্স কুর্তি ও পালাজো এবারের পুজোর জন্য অনায়াসে অর্ডার করতে পারেন।
[amazon box=”B08CC9Y4Y3″ title=”কটন ফ্লেক্স কুর্তি ও পালাজো” description=”ম্যান্ডারিন কলার” button_text=”কিনুন”]
১০. বাঁধনি প্রিন্ট পীচ কালার কুর্তি পালাজো
হলফ করে বলতে পারি বাঁধনি প্রিন্টের শাড়ি দেখেছেন ঠিকই কিন্তু কুর্তি পালাজো এই প্রথমবার দেখা। তাও এত সুন্দর কালার কম্বিনেসানে।
মন্তব্য করুন