ওড়না মানেই যে সালোয়ারের সাথেই নিতে হবে এমন কোথাও লেখা নেই। হালফিলের ফ্যাশানে টি-শার্টের সাথেও ওড়না নেওয়া চল দেখা যায়। তবে আজ একটু অন্যরকম স্টাইল স্টেটমেন্ট নিয়ে আমরা হাজির।
কুর্তি আর ওড়না একসাথে কিভাবে নেওয়া যেতে পারে তাও আবার ভিন্ন ভিন্ন স্টাইলে তাই দেখার বিষয়। ১০ রকমের আলাদা স্টাইল রয়েছে এই প্রতিবেদনে। দেখে নিন চটপট।
১. ব্রাউন কুর্তা সারারা সাথে ওড়না
এই সেটটিতে ওড়নার কাজ বিশেষ ভাবে চোখে পড়ার মত। গোটা ওয়ার্কের বিশেষ কাজ করা রয়েছে ওড়নায়।
- দাম: Rs. 3099/-
- কিনুন
২. ব্রাউন কুর্তি প্রিন্টেড রাফেল ওড়নার সাথে
ডার্ক রঙের কুর্তির সাথে হালকা রঙের এই রাফেল স্টাইল ওড়না আপনার আজ দ্বিগুণ করে দেবে।
[amazon box=”B083GS21M4″ title=”ব্রাউন কুর্তি প্রিন্টেড রাফেল ওড়নার সাথে” description=”রাফেল স্টাইল শাড়ির মত এই ওড়নার ডিজাইন” button_text=”কিনুন”]
৩. হলুদ কুর্তি বাঁধনি ওড়নার সাথে
সিম্পল সলিড হলুদ রঙের কুর্তির সাথে গোলাপি রাজস্থানি বাঁধনি প্রিন্টের কাজ এই সেটটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
- দাম: Rs. 3250/-
- কিনুন
৪. কালো কুর্তি সারারা সাথে ওড়না
কালো ও সোনালি রঙের মেল্বন্ধন সব সময় পোশাকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এই সেটটিও তাই অসম্ভব ব্রাইট একটি কম্বিনেসানের মধ্যে পরে। সকলকে মানাবে এই কুর্তি আর ওড়নার যুগল বন্দি।
- দাম: Rs. 3999/-
- কিনুন
৫. সিফন আনারকলি সেট ওড়নার সাথে
সুন্দর স্কার্ফ বা ওড়নাটি এই সোবার এবং সিম্পল কুর্তির সাথে দারুন মানাচ্ছে। ভি শেপ নেক ডিজাইন এবং বেল হাতার কারণে এই স্টাইলটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
- দাম: Rs. 3800/-
- কিনুন
৬. নীল রায়ন কুর্তি সঙ্গে ওড়না
রাজকীয় নীল ও মিষ্টি গোলাপী রঙের দুর্দান্ত জুটি। সোনালি সূচিকর্ম করা আছে পুরো ওড়না জুড়ে।
[amazon box=” B07ZZG28GW” title=”নীল রায়ন কুর্তি সঙ্গে ওড়না” description=”রয়াল কালার নীল ও মিষ্টি গোলাপির সুন্দর কম্বিনেশান” button_text=”কিনুন”]
৭. ওড়নার সাথে কটনের কুর্তি পাজামা সেট
আরামদায়ক কটন মেটিরিয়ালে তৈরি কুর্তি , সাথে রয়েছে সিম্পল ও সুন্দর ওড়না। নর্মালইি সব সময় পরার জন্য এই সেটটি আপনাকে দারুন মানাবে।
- দাম: Rs. 1699/-
- কিনুন
৮. লাবন্য কুর্তি সারারা ওড়নার সাথে
লাল ওড়নায় হেভি জরির কাজ করা রয়েছে। সাদা রঙের কুর্তির সাথে এই লালের কম্বিনেশান চোখে পরার মত। ভীষণ স্টাইলিশ ও ব্রাইট এই সেটটি।
- দাম: Rs. 3250/-
- কিনুন
৯. অলিভ গ্রিন কুর্তি সঙ্গে প্রিন্টেড ওড়না
সিম্পলের মধ্যেও ক্লাসিনেস কিভাবে আনতে হয় তা এই অলিভ গ্রিন কুর্তি সঙ্গে প্রিন্টেড ওড়নার যুগল বন্দি দেখিয়ে দিয়েছে।
- দাম: Rs. 3799/-
- কিনুন
১০. লাল ওড়নার সাথে কালো কুর্তির কম্বিনেশান
পমপমের কাজ করা এই লাল ওড়নার সর্বত্র। কালো কটনের কুর্তির সাথে লালের এই মিশ্রণ সত্যি পছন্দ হওয়ার মত।
- দাম: Rs. 2700/-
- কিনুন
মন্তব্য করুন