ঘরে যার উপস্থিতি আমাদের সবচেয়ে বেশি সমস্যার মধ্যে ফেলে তা হল পিঁপড়ে। সারা ঘরে, যে কোনও প্রান্তে, খাবারের ওপর, বিছানার ওপর আপনি পিঁপড়ে দেখতে পাবেন। যেহেতু পিঁপড়ে দল বেঁধে চলে তাই একটা বা দুটো পিঁপড়ে মারা সম্ভব নয়, আর সেটি কাজের কাজও হবে না। একসঙ্গে ওই পিঁপড়ের দল মারার দরকার। আর তার জন্য তেমন কোনও বিশেষ জিনিসের দরকার নেই। ঘরোয়া উপায়েই হবে কেল্লাফতে।
১. গ্লাস ক্লিনার আর লিকুইড ডিটারজেন্ট
এই দুই জিনিস মিশিয়ে ব্যবহার করলে পিঁপড়ের হাত থেকে সহজেই মুক্তি পেতে পারেন। লিকুইড ডিটারজেন্টের জায়গায় ডিশ সোপ ব্যবহার করলেও হবে। একটা পাত্রে অল্প জলে এই দুটি জিনিস মিশিয়ে যেখানে বেশি পিঁপড়ে হয় সেখানে স্প্রে করুন। খানিক সময় রেখে মুছে নিন। এভাবে সপ্তাহে তিন থেকে চার বার করলে ভাল ফল পাবেন।
২. হ্যান্ড সোপ
খাবার খাওয়ার আগে ও পরে আমরা যে হ্যান্ড সোপ দিয়ে হাত ধুই সেই সোপ ব্যবহার করুন এই সোপের গন্ধ পিঁপড়ের সহ্য হয় না। তাই জলে এই সোপ গুলে স্প্রে করতে পারেন। তারপর জায়গাটি ভাল করে মুছে নিতে হবে। রোজ একবার করলে এক সপ্তাহের মধ্যেই পিঁপড়ের কমে আসা বুঝতে পারবেন।
৩. গোলমরিচ
পিঁপড়ের পক্ষে গোলমরিচের ঝাঁঝালো গন্ধও সহ্য করা সম্ভব নয়। যেখানে যেখানে পিঁপড়ে হয় সেখানে গোলমরিচ ব্যবহার করুন। একটা পাতলা কাপড়ে কিছু গোটা গোলমরিচ নিয়ে নিন। ভাল করে বেঁধে সেটি রেখে দিন সেই জায়গায়। এটি আপনার বিছানার সামনেও রাখতে পারেন যদি সেখানে পিঁপড়ে আসে। সপ্তাহে সপ্তাহে পরিবর্তন করুন।
৪. পুদিনা
পুদিনাও খুব ভাল একটি প্রাকৃতিক উপায় পিঁপড়ে দূর করার। পিপারমিন্ট অয়েল বা পুদিনার তেল কিনে নিন। দুই কাপ জলে এই তেল মিশিয়ে নিন। তারপর স্প্রে করে দিন যে যে জায়গায় বেশি পিঁপড়ে হয়। এটি এবার শুকিয়ে যেতে দিন। এক দিন ছাড়া ছাড়া এই কাজটি করুন।
৫. টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল পিঁপড়ে মারতে আর দূর করতে খুব ভাল কাজ দেয়। এর কড়া গন্ধ পিঁপড়ের পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাই কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল জলে মিশিয়ে স্প্রে করুন। শুকিয়ে যেতে দিন। দুই দিন ছাড়া ছাড়া করুন এই স্প্রে। খুব ভাল কাজ পাবেন।
৬. ইউক্যালিপটাস অয়েল
ইউক্যালিপটাস গাছের পাতার গন্ধ আমাদের কাছে খুব রিফ্রেসিং হলেই পিঁপড়ের কাছে নয়। তাই এই গন্ধ কাজে লাগিয়ে বাড়ি থেকে দূর করুন পিঁপড়ে। অনলাইনে এই তেল পেয়ে যাবেন। এই তেল অল্প জলে গুলে স্প্রে করতে হবে। আপনি চাইলে তুলোর বলে এই তেল লাগিয়ে সেই বল রেখে দিতে পারেন পিঁপড়ে আসার জায়গায়। এতেও খুব ভাল কাজ হবে।
৭. ভিনিগার
ভিনিগারও খুব তাড়াতাড়ি পিঁপড়ে দূর করে। এর জন্য ভিনিগার জলে মেশাতে হবে। জল আর ভিনিগারের অনুপাত হবে ৫০-৫০। জলে ভিনিগার মিশিয়ে ভাল করে স্প্রে করুন পিঁপড়ে আসার জায়গায়। স্প্রে করে রেখে দিন একটা বেলা। ধুয়ে নেওয়ার খুব একটা দরকার নেই। সপ্তাহে এক দিন এই কাজটি করুন।
৮. নিম অয়েল
নিম অয়েল বা নিমের তেল অনলাইনে পেয়ে যাবেন। এই তেল জলে মিশিয়ে স্প্রে করুন। যদি নিম তেল না পান শুধু নিম ব্যবহার করতে পারেন। নিমপাতা জলে সিদ্ধ করে সেই জল স্প্রে করতে পারেন ঠাণ্ডা করে। এতেও খুব ভাল কাজ দেবে পিঁপড়ে দূর করতে। এটি রোজ একবার করলে ভাল হয়।
৯. কফি
কফির কড়া স্বাদ আর গন্ধও পিঁপড়ে আসতে দেয় না। এর জন্য আগে কফি তৈরি করে নিতে হবে। তারপর এই কফি ঠাণ্ডা করে স্প্রে করতে হবে। তবে কোনও সাদা জায়গায় কফি স্প্রে করবেন না। যে জায়গা থেকে পড়ে কফি তুলে ফেলা যাবে সেইরকম জায়গায় ব্যবহার করুন এই স্প্রে, যেমন ধরুন কিচেন স্ল্যাবে।
১০. কর্নস্টার্চ
যদি একসঙ্গে অনেক পিঁপড়ে মারতে চান তাহলে এর থেকে ভাল উপায় নেই। জলে ঘন করে কর্নস্টার্চ গুলে নিন। এবার এই কর্নস্টার্চ গোটা পিঁপড়ের দলের ওপর দিয়ে দিন। বেশ খানিক সময় রেখে দিন। তারপর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিন জায়গাটা। একবারে অনেকটা পিঁপড়ে দূর হবে।
ওপরের এই জিনিসগুলি ব্যবহার করার পাশাপাশি মাথায় রাখতে হবে যেন ঘরে যেখানে সেখানে খাবার না পড়ে থাকে। সবসময় ঘর পরিষ্কার রাখতে হবে। তাহলেই পিঁপড়ে আসা অনেক কমে যাবে।
মন্তব্য করুন