শীতকালে শাড়িগুলো আলমারি বন্দি হয়েই থাকে। কারণ ঠান্ডায় শাড়ি পরলে, তার সঙ্গে শাল, সোয়েটার, মাফলার নিয়ে যেন নাজেহাল অবস্থা হয়। কিন্তু এই শীতেও শাড়িতে আপনাকে লাগতে পারে হট অ্যান্ড হ্যাপেনিং। কীভাবে? জেনে নিন।
১) হাই নেক সোয়েটরের সঙ্গে
শীতে আমাদের সকলেরই হাইনেক উলেন সোয়েটারের কালেকশন থাকে। একঘেয়ে জিনসের সঙ্গে এগুলি ক্যারি না করে শাড়ির সঙ্গে অনায়াসেই পরতে পারেন। সেক্ষেত্রে হাই নেকের নীচে কোনও পাতলা টি-শার্ট বা থার্মালও পরে নিতে পারেন। এতে শাড়ি পিন-আপ করার সময় আপনার সোয়েটার খারাপ হবে না। এতে শাড়ির সঙ্গে কনট্রাস্ট রঙের কিংবা শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে পরতে পারেন হাইনেক।
২) কোল্ড শোল্ডার হাইনেকের সঙ্গে
কোল্ড শোল্ডার টপ গত কয়েক বছর ধরেই খুব ফ্যাশনে ইন। সেইমতো বাজারে এখন কোল্ড শোল্ডার হাইনেক সোয়েটারও মেলে। আপনার লিনেন শাড়ির সঙ্গে পেয়ার আপ করতে পারেন এই ধরণের কোল্ড শোল্ডার হাইনেক। তবে শাড়ির আঁচল যদি সামনে দিয়ে এইভাবে পরেন, তাহলে আপনি পেয়ে যাবেন একটা ইনস্ট্যান্ট স্মার্ট লুক।
৩) পাফড স্লিভ কার্ডিগান-এর সঙ্গে
পাফড স্লিভ কার্ডিগান এমনিতেই একটা স্মার্ট লুক দেয়। কিন্তু ওয়েস্টার্ন কাটের এই কার্ডিহা আপনি সবজেই পেয়ার করতে পারেন আপনার খাদি কিংবা লিনেন শাড়ির সঙ্গে। সেক্ষেত্রে আঁচলটি মাফলারের মতো করে গলায় একবার পেঁচিয়ে দিয়ে সামনের দিকে এইভাবে স্কার্ফের মতো করে স্টাইলআপ করতে পারেন তাহলে আপনার তা আপনার লুককে আরও এনহ্যান্স করবে।
৪) বোরিং কার্ডিগান হয়ে উঠুক স্টাইল স্টেটমেন্ট
সকলের বাড়িতেই শীতের পোশাক হিসাবে কার্ডিগান থাকেই। কিন্তু আজকের দিনে সত্যি বলততে কার্ডিগান পরতে অনেকেই পছন্দ করেন না। কিন্তু আপনি ভাবতেও পারবেন না, শাড়ির সঙ্গে কত সুন্দরভাবে পেয়ার আপ করা যায় এই কার্ডিগান। প্রথমে কার্ডিগানের বোতাম গলা পর্যন্ত আটকে নিন। এবার তা পেটিকোটেপ ভেতরে ভালো করে গুঁজে নিন, যাতে বাইরে থেকে দেখলে মনে হবে আপনি কোনও ফুল-হাতা ব্লাউজ পরে আছে। এবার তার ওপর থেকে শাড়ি পরে নিন।
৫) শাড়ির সঙ্গে হাফ জ্যাকেট
আপনাদের অনেকের ওয়ার্ড্রোবেই শান্তিনিকেতনী হাফ জ্যাকেট রয়েছে। সেগুলি অনায়াসেই পরতে পারেন শাড়ির সঙ্গেও। অল্প শীতে যদি আপনি সোয়েটার পরতে না চান, তাহলে ফুল হাতা এক রঙের টপের ওপর পরে নিন শান্তিনিকেতনী বা কলমকারী হাফ জ্যাকেট। এবার শাড়ির আঁচল দিন জ্যাকেটের ওপর দিয়ে। এতে আপনি যেমন একটা স্মার্ট লুক পাবেন, তেমনই ঠান্ডার হাত থেকেও বাঁচবেন।
আরও পাঁচ ভাবে পরতে পারেন শাড়ি এই শীতে
- শাড়ির সঙ্গে ডেনিম জ্যাকেট। অফিসে যাঁরা যান, তাঁরা শাড়ির সঙ্গে অবশ্যই ক্যারি করুন ডেনিম জ্যাকেট। একেবারে ফর্ম্যাল না হলেও এটি আপনাকে দেবে একটা কুল লুক।
- শাড়ির সঙ্গে লঙ এথনিক জ্যাকেট। আপনার কাছে কি জ্যাকেট কুর্তার বিপুল কালেকশান আছে? তার মধ্যে থেকেই একটা বেছে নিন শাড়ির জন্য। শাড়ি পরে তার ওপর দিয়ে পরে নিন লঙ এথনিক জ্যাকেট। বিয়ে বাড়ির জন্য শীতে পেয়ে যাবেন পারফেক্ট লুক।
- শাড়ির সঙ্গে ব্লেজার। এই লুকের জন্য চাই একটু কনফিডেন্স আর কিচ্ছু না। যেকোনও শিফন শাড়ি পরে তার ওপর পরে নিন ব্লেজার। বেশি শীতে শাড়ি পরতে চাইলে এই অপশনটি আদর্শ।
- ক্রপ সোয়েটারের সঙ্গে শাড়ি।ক্রপ সোয়েটার শীতের জন্য কিন্তু একটা অন্যরকম স্টাইল স্টেটমেন্ট। আর এই ক্রপ সোয়েটারের সঙ্গে পেয়ার-আপ করুন যে-কোনও ফ্যান্সি শাড়ি। এতে করে আপনার লুক নিয়ে তো দু-বার ভাবতেই হবে না, সেই সঙ্গে শীতকেও কাবু করতে পারবেন সহজেই।
- শাড়ির সঙ্গে শাল। শাল নেওয়াটা ওল্ড ফ্যাশন হলেও আউট অফ ফ্যাশন কিন্তু কখনওই নয়। যেকোনও অনুষ্ঠান হোক বা ইভেন্ট, শাড়ির সঙ্গে শাল নেওয়াটা খুবই এলিগেন্ট। এর জন্য শাল গায়ে ব়্যাপ না করে মাথার পিছন দিয়ে পেঁচিয়ে নিতে পারেন।
শীতকে আরও খানিকটা কাবু করতে শাড়ির সঙ্গে পরে নিন এক জোড়া বুট। এইধরণের ফিউশন লুকে জমে উঠুক উইন্টার স্পেশাল স্টাইল স্টেটমেন্ট।
মন্তব্য করুন