হলুদ রঙের এক আলাদাই মাধুর্য রয়েছে। সাদা শাড়ি হোক বা অফ হোয়াইট কিংবা হালকা রঙের শাড়ি, সব কিছুর সাথে দারুন মানাসই লাগে হলুদ রঙের ব্লাউজ পরলে। আর সেই কথা মাথায় রেখে আজ আপনাদের দরবারে পেশ করছি ১০টি স্পেশাল ডিজাইনার ব্লাউজ। প্রত্যেকটির রঙ হলুদ আর অসম্ভব নক্সা কাটা।
১. সিম্পল ফ্রন্ট নেক হলুদ ব্লাউজ ডিজাইন
সিম্পল ফ্রন্ট নেক হলুদ ব্লাউজ ডিজাইনের এই ব্লাউজটিতে হেভি সুতোর কাজ করা রঙিন সুতো দিয়ে। এই ব্লাউজটি হলুদ, সাদা, গোলাপি, ও হালকা সবুজ রঙের শাড়ির সাথে দারুন মানাবে।
২. ব্যাক সাইড দড়ি বাঁধা হলুদ ব্লাউজ ডিজাইন
ব্লাউজের ব্যাক কাট বেশি ডিপ আর ডায়মন্ড সেপ দেওয়া। সরু দড়ি বাঁধা রয়েছে পিছনে। সূক্ষ্ম সোনালি জরির কাজ করা সারা ব্লাউজ জুড়ে।
৩. সুতোর নক্সা করা হলুদ ব্লাউজ ডিজাইন
অসম্ভব সুন্দর দেখতে এই ডিজাইনার ব্লাউজটি। নকশিকাঁথার কাজ করা সম্পূর্ণ ব্লাউজে, বিশেষ করে হাতাতে। সবুজ, সাদা, লাল, আকাশী রঙের শাড়ির সাথে খুবই ভালো দেখাবে এই ব্লাউজটিতে।
৪. ফুল হাইনেক থ্রি কোয়াটার হলুদ ব্লাউজ ডিজাইন
এই ডিজাইন খুব সিম্পল দেখতে হলেও এর লুক দারুন ক্লাসি। অফ হোয়াইট বা ঘিয়ে রঙের শাড়ির সাথে ট্রাই করতে পারেন।
৫. ফ্রন্ট ফুলনেক ফুলহাতা হলুদ ব্লাউজ ডিজাইন
প্রিন্টেড হলুদ শাড়ি কিনলে ঠিক এই স্টাইলে বানিয়ে নিতে পারেন একটি ব্লাউজ।
৬. ব্যাক সাইড ট্রান্সপারেন্ট হলুদ ব্লাউজ ডিজাইন
পান সেপের ব্যাক সাইড ট্রান্সপারেন্ট হলুদ এই ব্লাউজ ডিজাইনটি অসম্ভব স্টাইলিশ লুক দেবে পরলে।
৭. রাউণ্ট নেক ডিপ কাট হলুদ ব্লাউজ ডিজাইন
সোনালি রঙের ফুলের নক্সা আঁকা সারা ব্লাউজ জুড়ে।
৮. ফিস সেপ লাটকান স্টাইল হলুদ ব্লাউজ ডিজাইন
এই ব্লাউজ ডিজাইনে ফিস সেপ লাটকান স্টাইল দেখা যাচ্ছে, যা একেবারেই আনকমন।
৯. সিম্পল স্লিভলেস হলুদ ব্লাউজ ডিজাইন
একেবারে সিম্পল ডিজাইন, যা সবরকমের শাড়ির সাথে পরা যাবে।
১০. ফ্রন্ট ডিপ ভি কাট হলুদ ব্লাউজ ডিজাইন
বিয়ের অনুষ্ঠান বা বিশেষ অনুষ্ঠানে এরকম একটি ডিজাইনার হলুদ ব্লাউজ সিল্কের শাড়ির জন্য একটা বানিয়ে নিতেই পারেন দর্জিকে দিয়ে।
Resma parvin
I need blouse
Sudipta
Nokshikatha blouse I need