‘বাইরে যাওয়ার অবস্থা নেই, আর আপনারা শাড়ি পরার নানা স্টাইল নিয়ে হাজির’। শিরোনাম পড়ে যারা মনে মনে এটা ভাবছেন, তাদের বলি ‘হাল ছেড়ো না বন্ধু’। ইতিবাচক মন নিয়ে আগামী দিনকে স্বাগত আমরা প্রত্যেকেই জানাবো। আর তখনের প্রস্তুতি শুরু করি এখন থেকেই।
হ্যাঁ ভালো দিন আসবেই, সেইজন্যই আজ হাজির সুন্দর ও স্টাইলিশ দশ রকমের শাড়ি পরার স্টাইল নিয়ে। যাতে নতুন দিনকে, নিজেরাও নতুন সাজের সাথে উৎযাপন করার জন্য রেডি থাকি।
১. প্যান্ট স্টাইল ফ্রন্ট আঁচল শাড়ি ড্রেপিং
কালারফুল সিল্কের শাড়িতে এই ড্রেপিং স্টাইল অসাধারন সুন্দর মানাবে। ছবিতে ঠিক যেমন দেখছেন, তেমন ভাবেই পরে নিলে রেডি আপনি সুস্মিতার এই সুন্দর স্টাইলে।
২. জ্যাকেট স্টাইল শাড়ি ড্রেপিং
শাড়িকেই জ্যাকেটের স্টাইলে পরে নিন এই ছবির মত। সিঙ্গেল আঁচল বানিয়ে তা কাঁধের সাইট থেকে এনে বেল্ট দিয়ে বেঁধে নিন।
৩. ধুতি স্টাইল শাড়ি ড্রেপিং
ধুতি স্টাইল প্যান্ট অনেকেই পড়েছেন, কিন্তু শাড়ি? পরেন নি তো! তাহলে একবার ট্রাই করুন কথা দিচ্ছি দারুন মানাবে।
৪. স্কার্ফ স্টাইল শাড়ি ড্রেপিং
স্কার্ফ নেওয়ার মত করে শাড়ি পরতে হবে বেস, তাহলেই রেডি আপনি স্কার্ফ স্টাইল শাড়ি ড্রেপিং’ এর সাজে।
৫. ক্যাজুয়াল স্টাইল শাড়ি ড্রেপিং
ক্যাজুয়াল স্টাইলে শাড়ি পরলেও কিন্তু দারুন সুন্দর দেখায়। ঠিক যেমন ছবিতে দেখছেন।
৬. জলপরী বা মারমেড স্টাইল শাড়ি ড্রেপিং
জলপরীদের যেমন দেখতে হয় এই শাড়ি পরার স্টাইল ঠিক তেমনই।
৭. বেল্ট স্টাইল শাড়ি ড্রেপিং
এই স্টাইলটির জন্য শুধুমাত্র প্রয়োজন একটা বেল্টের। নর্মাল যেমন শাড়ি পরে তেমন শাড়ি পরে শুধু একটা মোটা স্টাইলিশ বেল্ট কোমরে বেঁধে নিলেই হবে।
৮. ফ্রন্ট ব্যাক আঁচল স্টাইল শাড়ি ড্রেপিং
ফ্রন্ট ব্যাক আঁচল স্টাইল শাড়ি ড্রেপিং খুবই সহজ। ওড়নার স্টাইলে শাড়ি সামনে থেকে নিতে হবে প্লিট করে।
৯. লেহেঙ্গা স্টাইল শাড়ি ড্রেপিং
লেহেঙ্গা স্টাইল শাড়ি নামই বলে দিচ্ছে যে শাড়ি লেহেঙ্গার মত করে পরতে হবে।
১০. সিঙ্গেল ফ্রন্ট আঁচল স্টাইল শাড়ি ড্রেপিং
সবচেয়ে স্টাইলিশ ও ইউনিক হচ্ছে এই শাড়ি ড্রেপিং স্টাইলটি। ছবিতে ঠিক যেমন দেখছেন সেই ভাবে পরে নিলেই হবে।
মন্তব্য করুন