বাঙালি বিবাহিতা রমণীর হাতে একজোড়া শাঁখা পলা কম বেশি দেখা যায়। কিন্তু শুধু কি বহু যুগ ধরে চলে আসা রীতি বজায় রাখতে এটি পরা হয় না আছে অন্য কারণ? কারণ ও কাহিনি আছে এর পিছনের। চলুন আজ নতুন শাঁখার ডিজাইন দেখতে দেখতে কারণ ও কাহিনি শোনা যাক এ বিষয়ে।
অলংকারের বাক্সে কম, হাতে বেশি যেটি সব বাঙালি হিন্দু বিবাহিতা মহিলার দেখা যায়, তা হল শাঁখা পলা। আর সেই জন্যই সোনা হোক বা না হোক, শাঁখা ও পলার ডিজাইন স্পেশাল হওয়া খুবই জরুরি।
অনেক খুঁজে তাই আপনাদের জন্য আজ হাজির করছি একমন ১০টি শাঁখা পলার ডিজাইন, যা সত্যি আপনাদের মন চুরি করে নেবে। এগুলো শুধুমাত্র ডিজাইন। আপনাদের পছন্দ হলে তা ছবি দেখিয়ে যেকোনো সোনার দোকান থেকে বানিয়ে নিতে পারেন।
১. ক্রস ডিজাইন শাঁখা
ক্রিস ক্রস করে সোনার কাজ করা পুরো শাঁখা জুড়ে। বিশেষত হেভি ওয়েটের শাঁখা এটি। যারা ভারিক্কি স্টাইলের শাঁখা পরতে পছন্দ করেন তাদের এটি খুবই পছন্দ হবে।
সুত্র: Pinterest
২. সোনার হেভি নক্সা করা শাঁখা ডিজাইন
হলফ করে বলতে পারি যে এই ডিজাইন আগে দেখেননি। সোনার নানা সুন্দর কাজ দিয়ে পুরো শাঁখাটাই কভার করা। এটি হাতে থাকলে, আলাদা করে আর কিছু পরার প্রয়োজন হবে না হাতে।
ব্রহ্মবৈবর্ত পুরাণের কাহিনি
- ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে কথিত আছে যে অত্যাচারি শঙ্খাসুর ছিলেন ভগবান বিদ্বেষী। কিন্তু তাঁর স্ত্রী তুলসী ছিলেন ভগবান নারায়ণের উপাসক। শঙ্খাসুরের অত্যাচারের মাত্রা এত বেড়ে গিয়েছিল যে, তাকে বধ করা হয়েছিল। তারপর তার দেহ মহাসাগরে ভাসিয়ে দেওয়া হয়। নারায়ণে বিশ্বাসী তুলসী ছিলেন স্বামীব্রতী নারী। তাই তিনি নারায়ণের কাজে স্বামীকে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করনে। তুলসীর নিষ্ঠা দেখে ভগবান সমুদ্র থেকে শঙ্খাসুরের দেহের অস্থি দিয়ে শঙ্খ বা শাঁখার উৎপত্তি করেন। তখন থেকে শাঁখা পরার রীতি শুরু হয়েছে বলে মনে করা হয়।
৩. গণেশ ডিজাইন শাঁখা
সিদ্ধিদাতা গণেশ স্বয়ং শাঁখার এই ডিজাইনে ধরা দিয়েছেন। এত সুন্দর আর ইউনিক ডিজাইন খুবই কম দেখা যায়।
৪. শাঁখা পলার মেলবন্ধন ডিজাইন
শাঁখা ও পলার মেলবন্ধন রয়েছে এই সেটটিতে। টু ইন ওয়ান ডিজাইন।
আধ্যাত্মিক মতে শাঁখা পলা পরার কারণ
- আধ্যাত্মিক মতে বলা হয় শাঁখার সাদা রঙ সততা ও নিষ্ঠাকে বহন করে। বিবাহিত সম্পর্কে সততা ও নিষ্ঠার দুই থাকা খুবই জরুরি। তাই নারীরা স্বামীর প্রতি সৎ ও নিষ্ঠাবান থাকতে এটিকে রীতি মেনে পরে চলেছে বহু যুগ ধরে।
৫. মৎস্য কন্যা পলা ডিজাইন
জলের মৎস্য কন্যা জল থেকে উঠে সরাসরি আপনার হাতে আসতে পারে। মজা করছি। একেবারে পিওর সোনা দিয়ে মাছের ডিজাইন করা এই পলা পরলে মৎস্য কন্যা আসবে কিনা জানি না, কিন্তু আপনাকে তাঁর চেয়ে কিছু কম সুন্দর দেখাবে না। বরং আপনি দেখতে লাগবেন জ্যান্ত মৎস্য কন্যা।
৬. হালকা নক্সার শাঁখা ডিজাইন
হালকা নক্সার সোনার কাজ না করা শাঁখা পরার লিস্টে যদি আপনি থাকেন তাহলে এই ডিজাইনটি দেখুন।
সুত্র: Pinterest
বৈজ্ঞানিক দিক থেকে শাঁখা পরার কারণ
যারা খুব একটা পুরান বা আধ্যাত্মিকতায় বিশ্বাসী নয় তারা জানলে অবাক হবেন যে বৈজ্ঞানিক দিক থেকেও শাঁখা পরার ব্যাখা রয়েছে। বিজ্ঞানের দিক থেকে দাবী করা যে, শাঁখায় থাকা ক্যালসিয়াম মেয়েদের শরীরের জন্য খুবই সহায়ক একটি উপাদান। কারণ পিরিয়ডের কারণে শরীর থেকে রক্তের সাথে প্রতি মাসে ক্যালসিয়ামও নিঃসরণ হয়। তাই শাঁখা নিয়মিত হাতে পরা থাকলে তা এই ঘাটতি পূরণ করতে সাহায্য করে। সেই জন্য শাঁখা পরা নাকি মেয়েদের জন্য ভালো।
৭. হাফ স্টাইল শাঁখা ডিজাইন
হাফ শাঁখা নামকরণ করেছি কারন, সত্যি এর অর্ধেক অংশ শাঁখা বাকিটা রূপো।
সুত্র: Pinterest
৮. সিম্পল শাঁখা ডিজাইন
একেবারে সিম্পল ডিজাইন দেখতে চাইলে এটি দেখুন।
৯. বাঘের নক্সা করা শাঁখা ডিজাইন
উপরে গণেশের কাজ করা শাঁখা দেখেছেন এবার দেখুন বাঘের মুখ নক্সা করা ডিজাইন।
সুত্র: Pinterest
১০. কাঁচ স্টাইল শাঁখা ডিজাইন
হাফ শাঁখা ও হাফ কাঁচ দিয়ে বানানো এই শাঁখা ডিজাইনটি সিম্পল হলেও মডার্ন লুক এনে দেবে আপনাকে অনায়াসে। তাছাড়া এটি পরলে আলাদা করে হাতে অন্য কোন অলংকার পরার কোন প্রয়োজন হবে না। সিম্পলের মধ্যে সুন্দর শাঁখা পরার শখ থাকলে এটি বেছে নিতে পারেন। খুবই আনকমন ডিজাইন।
সুত্র: Pinterest
মন্তব্য করুন