শাড়ির সাথে রেডিমেড ব্লাউজ পরার দিন প্রায় শেষ। ডিজাইনার ব্লাউজ আজকালকার ফ্যাশানে ইন। শাড়ির সাথে স্টাইল বজায় রেখে ব্লাউজ যদি পরতে চান দেখে নিন আজকের ব্লাউজের ক্যাটালক। নানান নামী ডিজাইনারদের বানানো ব্লাউজের ১০টি ছবি থাকছে। পছন্দ মত দর্জিকে দিয়ে বানিয়ে নিন।
চেন স্টাইল ব্লাউজ ডিজাইন
![চেন স্টাইল ব্লাউজ ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2019/01/blouse-1.jpg)
বোট নেক ডিজাইনের সাথে সাথে পিছনে হুকের বদলে জিপ বা চেন স্টাইল করতে পারেন এর মত। যা আলাদা লুক ও স্টাইল এনে দেবে।
ব্যাক নেকলেস ব্লাউজ ডিজাইন
![ব্যাক নেকলেস ব্লাউজ ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2019/01/blouse-2.jpg)
বিয়ে বাড়ি বা পার্টিতে নজরকারা লুক আনতে অবশ্যই এরকম একটি ডিজাইনের ব্লাউজ বানিয়ে নিন।
কলার উইথ বোতাম ব্লাউজ ডিজাইন
![কলার উইথ বোতাম ব্লাউজ ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2019/01/blouse-3.jpg)
সামনে কলার ও ঘন ঘন বোতাম, এই স্টাইলের ব্লাউজ পরলে গয়নার কোন দরকার পরবে না।
কলার ডিপ কাট ব্লাউজ ডিজাইন
![কলার ডিপ কাট ব্লাউজ ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2019/01/blouse-4.jpg)
ক্লাঞ্জিভারাম, সাউথ কটন সিল্ক, কাসাবু ইত্যাদি শাড়ির সাথে এই ডিজাইনের ব্লাউজ দারুন মানাবে।
হার্ট সেপ ব্লাউজ ডিজাইন
![হার্ট সেপ ব্লাউজ ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2019/01/blouse-5.jpg)
ব্লাউজের ব্যাক ডিজাইন জুড়ে হার্ট সেপ আপনার প্রিয়জনের মন কেড়ে নেবে কথা দিলাম।
ফুল নেক কভার ডিজাইন
![ফুল নেক কভার ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2019/01/blouse-6.jpg)
ফুল নেক ডিজাইন ব্লাউজ স্মার্ট লুকের জন্য একেবারে পারফেক্ট। দেরি না করে একটা বানিয়ে নিন। কালো বা লাল রঙের কাপড়ে ব্লাউজ বানালে মোটামুটি সব শাড়ির সাথেই পরতে পারবেন।
বক্স ব্লাউজ ডিজাইন
![বক্স ব্লাউজ ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2019/01/blouse-7.jpg)
বক্সের মধ্যেও আরও বক্স! একেবারে অন্যরকম ডিজাইন। এটি ব্লাউজের সামনে, পিছনে ও হাতাতে করতে পারেন।
রাউন্ড কলার ব্লাউজ ডিজাইন
![রাউন্ড কলার ব্লাউজ ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2019/01/blouse-8.jpg)
ডিজাইন দেখেই বুঝতে পারছেন পার্টিতে যাওয়ার জন্য একবারে পারফেক্ট যে কোন শাড়ির সাথে।
টপ স্টাইল ব্লাউজ ডিজাইন
![টপ স্টাইল ব্লাউজ ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2019/01/blouse-9.jpg)
টপ স্টাইলের এই ডিজাইনার ব্লাউজ আপনাকে সহজেই আলাদা করে দেবে অনায়াসে। এনে দেবে সেক্সি ও বোল্ড লুক।
নেট স্টাইল ব্লাউজ ডিজাইন
![নেট স্টাইল ব্লাউজ ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2019/01/blouse-10.jpg)
একেবারে বলিউডি স্টাইলের ডিজাইন। যা যেকোনো শাড়ির সাথেই মানানসই।
মন্তব্য করুন