পায়ে মেহেন্দি দিয়ে শুধু সাজলে কি আর সাজ সম্পূর্ণ হয়? না একেবারেই না। বিয়ের কনের সাজে পায়ে মল না থাকলে মানায় আর। তাই স্পেশাল দিনে স্পেশাল পায়ের মল পরা চাই মাস্ট। সে কথা মাথায় রেখেই হাজির হলাম আজ পায়ের মলের সুন্দর ১০টি ডিজাইন নিয়ে। ছবি ঋণঃ Pinterest আলতা ডিজাইন ১০টি যা আপনার পায়ের শোভা বাড়িয়ে দেবে
মন্তব্য করুন