রেডিমেড নয়, যারা দর্জি দিয়ে নিজের মত করে কুর্তি বানিয়ে পরতে ভালবাসেন, তাদের জন্য আজকের এই ডিজাইন। একটি দুটি নয়, দশটি কুর্তির গলার বা নেক ডিজাইন পেশ করছি। আগে প্রত্যেকটি ডিজাইন ভালো করে দেখুন, তারপর মনের মত পছন্দের ডিজাইন বানিয়ে নিন।
১. কলার সাইড নেক বাটান

কলার সাইড নেক বাটান দেখতে খুবই সিম্পল হলেও এর আলাদা একটা ক্লাসিনেস রয়েছে।
২. রাউন্ড নেক সিক্স বোতাম স্টাইল নেক ডিজাইন

কাঠের বোতাম যোগ করে গলার ডিজাইনকে এত সুন্দর ভাবে যে ফুটিয়ে তোলা যায় তা এই ডিজাইন দেখলে বোঝা যায়।
৩. ভি নেক বাটান স্টাইল

নদীর মত আঁকাবাঁকা কারসাজি কুর্তির গলার কাটে। একটা বানিয়ে নিয়ে পরে দেখতেই পারেন।
৪. কলার স্টাইল কুর্তির গলার ডিজাইন

কলার স্টাইল ডিপ কাট কুর্তির গলার ডিজাইন। সুতির কাপড়ে এই ডিজাইন দারুন মানানসই।
৫. ফুল কভার হাই নেক সাইড বাটান

হাই নেক সাইড বাটান ফুল কভার নেক স্টাইল।
৬. রাউন্ড নেক থ্রি বোতাম স্টাইল নেক ডিজাইন

সিল্কের কাপড়ের এই রাউন্ড নেক থ্রি বোতাম স্টাইল নেক ডিজাইন বেশি ফুটে উঠবে।
৭. ভি কাট সাইড নেক বাটান

এক রঙের কাপড়ের কুর্তি বানালে এই রাউন্ড নেক থ্রি বোতাম স্টাইল নেক ডিজাইন অবশ্যই ট্রাই করবেন।
৮. ক্রস কাট নেক বাটান স্টাইল ডিজাইন

জিকজ্যাক বা ক্রস কাট নেক বাটান স্টাইল ডিজাইন। এর সাথে এরকম ছোট ছোট বোতাম যোগ করলে বেশি স্টাইলিশ দেখাবে।
৯. সাইড হুক স্টাইল কাট ডিজাইন

সিম্পল অথচ স্টাইলিশ এই সাইড হুক স্টাইল কাট ডিজাইন। সব সময়ের কুর্তিতে এই সিম্পল ডিজাইনটি একবার বানিয়ে দেখতে পারেন।
১০. স্টাইলিশ কাট সাইড বাটান নেক ডিজাইন

সাইড বাটান নেক ডিজাইন। অসাধারন স্টাইলিশ ও স্মার্ট লুক এনে দেবে এই নেক ডিজাইন।
Very nice.
Dekhte na parle bujhbo ki kore
Ebar dekhte peyechhi. Sob bhalo laglo
খুব ভালো লাগলো।