বেশ কয়েক দিন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখ ছিলেন মাথার একটি দিকে কেমন চাক চাক মতো হয়ে চুল উঠে যাচ্ছে। আপনি বেশ কয়েক দিন দেখার পর ভাবলেন আপনার টাক পড়তে শুরু করেছে। অগত্যা মন খারাপ করে টাক যাতে আর না ছড়িয়ে যায় তার ব্যবস্থা নিলেন।
নানা রকম টোটকা করলেন, ঘরোয়া জিনিস থেকে শুরু করে ওষুধ সবই ব্যবহার করলেন। কিন্তু আবার দেখলেন আরেকটি জায়গায় ওই রকম করে ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, ভাল করে দেখুন তো ওই ফাঁকা হয়ে যাওয়া অংশটা গোল গোল বা খানিক প্রশ্ন চিহ্নের মতো কী দেখতে?
মাথার মধ্যে বেশ খানিক জায়গা জুড়েই কি হয়েছে ওইগুলো? তাহলে আর সময় নষ্ট করবেন না, টাক ভেবে ভুলভাল পথে চিকিৎসা করাবেন না। আপনার যেটি হয়েছে সেই রোগটির নাম হল এলোপেসিয়া এরিয়াটা। নিশ্চয়ই নামটা শোনেননি আগে? আজকের আর্টিকেলে রইল এই রোগের সম্বন্ধে বিশদ বিবরণ।
এলোপেসিয়া এরিয়াটা কি?
যদি এক কথায় আগে বলতে চাই তাহলে এলোপেসিয়া এরিয়াটা হল একটি অটোইমিউন ডিস-অর্ডার যা অস্বাভাবিক হারে চুল পড়ার দিকে আপনাকে নিয়ে যায়। আপনি হয়তো শুনলে অবাক হবেন, এটি আমেরিকার ৬.৮ মিলিয়ন মানুষের ওপর প্রভাব ফেলেছিল।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মাথায় ছোট ছোট করে গোল হয়ে চুল পড়তে শুরু করে। তাও আবার নানা দিক থেকে সেটা হয় মানে খাবলা খাবলা করে প্রায় সবটা মাথায়। সুতরাং বুঝতেই পারছেন মাথার স্ক্যাল্প দেখতে খুবই বাজে হয়ে যায়।
এখানেই অনেকের এলোপেসিয়া এরিয়াটার কাজ শেষ হয়ে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে এটি বেশ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। তখন মাথা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়, যেখানে চুল আর খুব একটা গজায় না। অনেক সময়ে ভুরূ আর চোখের পাতা সব পড়ে যায়।
ভেবে দেখেছেন, এটি হলে কী রকম দেখতে লাগতে পারে! সারা শরীরের চুল পড়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল, যদিও এই রোগ যে কোনও বয়সে হতে পারে, কিন্তু ৩০ বছরের আগেই এই রোগ বেশি হয় বলে দেখা গেছে। সুতরাং এখনই কিন্তু সাবধান হওয়ার সময় হয়ে গেছে যদি মাথায় কোনও রকম ফাঁকা হয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান।
কেন হয় এলোপেসিয়া এরিয়াটা?
১. এক বিশেষ বিক্রিয়ার কারণে হতে পারে
এই রোগ শরীরের এক বিশেষ বিক্রিয়ার ফল। যখন আমাদের শরীরের শ্বেত রক্ত কণিকা আমাদের হেয়ার ফলিকলকে আঘাত করে তখন সেগুলি সঙ্কুচিত হয়ে যায় আর খুব বেশি পরিমাণে পড়তে থাকে। ওই অংশে চুল আর তৈরি হতে চায় না। এখনও অবশ্য এটি জানা যায়নি কেন শ্বেত রক্ত কণিকা হেয়ার ফলিকলকে এভাবে আঘাত করে।
আসলে শ্বেত রক্ত কণিকার কাজ হল বাইরের কোনও অজানা ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি আঘাত করে তাকে প্রতিহত করা। কিন্তু তার বদলে যদি শ্বেত রক্ত কণিকা সুস্থ কোষ, এক্ষেত্রে হেয়ার ফলিকলকে আঘাত করে তাহলে কিন্তু এই রোগ হতে পারে।
২. জেনেটিক কারণে হতে পারে
তবে গবেষকরা এর পিছনে জেনেটিক কারণকে একটি সম্ভাবনা হিসেবে ধরছেন। দেখা গেছে, যাদের ক্ষেত্রে এই রোগটি হচ্ছে তাদের বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের কারোর হয়ত এই রোগটি হয়েছিল। অন্তত পাঁচ জন রোগীর মধ্যে এক জনের এই রোগ হয় পরিবারের থেকে। এমনকি যদি টুইন বা যমজ সন্তান হয় আর তার মধ্যে এক জনের এই রোগ হয়, তাহলে অপর জনের ৫০ শতাংশ সম্ভাবনা থাকে এই রোগ হওয়ার।
৩. হাইপার অ্যালার্জি, থাইরয়েড ও সুগার থেকে হয়
আবার অনেক সময়ে দেখা যায়, যদি হাইপার অ্যালার্জি থাকে, বা থাইরয়েড, সুগার থাকে তাহলেও এই রোগ হতে পারে খুব বেশি পরিমাণে। অনেক সময়ে শ্বেতি রোগের সঙ্গে এই রোগের তুলনা করা হয়ে থাকে।
শ্বেতি হলে যেমন শরীরের নির্দিষ্ট অংশে মেলানিন উৎপাদন বন্ধ হয়ে যায়, তার ফলে চাক চাক হয়ে শরীরের রঙ সাদাটে হয়ে যায়, তেমনই দেখতে যেহেতু হয় এই এলোপেসিয়া এরিয়াটা, যদিও মাথায়, তাই অনেক সময় শ্বেতি যাদের আছে তাদের মাথায় এই রোগ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় বইকি। তাদের একটু বেশি সাবধান থাকা দরকার।
স্ট্রেস বা অতিরিক্ত চিন্তা থেকে কি এটা হয়?
তবে এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা দরকার। অনেকে ভাবতে পারেন স্ট্রেস বা অতিরিক্ত চিন্তা থেকে এসব রোগ হয়ে থাকতে পারে। দেখুন, অন্য রোগের ক্ষেত্রে কিছু বলার নেই। কিন্তু এই রোগের ক্ষেত্রে এখনও পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে বের করতে পারেনি যে স্ট্রেস থেকেই এই এলোপেসিয়া এরিয়াটা রোগটি হয় বা স্ট্রেস এই রোগের অন্যতম কারণ।
চিন্তা হয়তো অন্য অনেক কিছু বাড়াতে পারে, হরমোনের নানান ভারসাম্যহীনতার জন্য দায়ী থাকতে পারে যা ঘুরিয়ে এই রোগের কারণ হতে পারে, কিন্তু সরাসরি স্ট্রেস বা দুশ্চিন্তা যে এই রোগের কারণ তা এখনও প্রমাণিত হয়নি। আর মনে রাখবেন এটি কিন্তু ছোঁয়াচে নয়।
এলোপেসিয়া এরিয়াটার উপসর্গ কি কি?
১. সবচেয়ে বড় উপসর্গ এই রোগের চাক চাক হয়ে চুল পড়ে যাওয়া। মূলত গোল গোল কয়েনের মতো হয়ে চুল পড়ে যায়। মূলত স্ক্যাল্পের উপর থেকে চুল পড়া শুরু হয়। আর তার থেকে বেশি হলে দাঁড়ি, গোঁফ বা চোখের পাতা থেকেও চুল পড়তে শুরু করে। এরকম গোল গোল চাক চাক হয়ে যাওয়া হঠাৎ করেও হতে পারে, আবার অনেক দিন ধরেও হতে পারে।
২. অনেক সময়ে সেই গোল গোল হয়ে যাওয়া অংশে জ্বালার অনুভূতি হয়। চুলকাতেও পারে। সাধারণত টাক হলে চুলকানি বা জ্বালা হয় না। সুতরাং এগুলিও বোঝাবে যে মাথায় ফাঁকা হয়ে যাওয়া সাধারণ টাক না এই বিশেষ রোগটি।
৩. এই রোগ হলে হাতের আর পায়ের নখেও কিছু কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন কিন্তু ইঙ্গিত করতে পারে আপনার এলোপেসিয়া এরিয়াটা হল কিনা। কী সেই চিহ্নগুলি-
- পিন পয়েন্টের মতো দাগ আসতে পারে।
- সাদা দাগ বা ছোপ ছোপ হতে পারে।
- নখ রুক্ষ হয়ে যেতে পারে।
- নখের যে স্বাভাবিক মসৃণতা বা জেল্লা তা কমে যেতে পারে।
- নখ পাতলা হয়ে যেতে পারে আর ভেঙে যেতে পারে।
৪. এই বিশেষ উপসর্গ ছাড়াও মাথার মধ্যেও কিছু বিশেষ আলাদা উপসর্গ দেখলে আপনি বুঝতে পারেন আপনার এই রোগটি হল কিনা-
- গোল গোল চিহ্ন ছাড়াও প্রশ্ন চিহ্নের মতো দাগ আসতে পারে মাথায়। মানে চুল পড়াটা এই ভাবে হতে পারে, মাঝখানে বেশি চুল পড়ল, আর তা কমতে কমতে লেজের মতো হয়ে নিচে কমে গেল। তখন এই প্রশ্ন চিহ্নেরই আকার নেবে এই দাগ।
- চুল অনেক সময়ে কপাল অবধি আসার আগেই ভেঙে যেতে পারে। মানে চুল খুবই ছোট ছোট হয়ে থাকবে আর চুলের বৃদ্ধি কম হবে। বুঝতেই পারছেন, চুল যদি ভিতর থেকে দুর্বল হতে শুরু করে তাহলে তো এরকম হবেই।
- চুল অস্বাভাবিক রকম ভাবে সাদা হয়ে যেতে পারে। এবার চুল সাদা হলে আপনি ভাবতে পারেন আপনার পাকা চুলের সমস্যা হচ্ছে। আপনি সেভাবে চিকিৎসা করাবেন। এই ফাঁকে ভিতর ভিতর সমস্যা হচ্ছে অন্য জায়গায়।
- এলোপেসিয়া এরিয়াটা রোগটি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আর সেটা আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাবে। তাই চুল সাদা হয়ে যাচ্ছে হঠাৎ দেখলেও ডাক্তারের পরামর্শ নিন।
কত রকমের হয় এলোপেসিয়া এরিয়াটা?
এই রোগ কিন্তু নানা ধরণের হতে পারে-
- যদি সারা মাথা জুড়ে খাবলা খাবলা হয়ে চুল পড়তে শুরু করে তাহলে তাকে বলে ডিফিউস এলোপেসিয়া এরিয়াটা।
- যদি এক জায়গায় মাথায় স্পট তৈরি হয়, সারা মাথায় না ছড়ায়, তাহলে সেটার নাম হয় মনোলোকিউলারিস এলোপেসিয়া এরিয়াটা।
- মাথার নানা জায়গায় গোল গোল হয়ে চুল উঠলে তাকে বলে এলোপেসিয়া এরিয়াটা মাল্টিলোকিউলারিস।
- মাথার উপর দিকে ঢেউএর মতো করে চুল ফাঁকা হতে শুরু করার নাম ওফিয়াসিস।
- মাথায় না হলে শুধু দাঁড়িতেই এই রোগ হয় তখন এর নাম হয় এলোপেসিয়া এরিয়াটা বারবাএ।
- একজন এই রোগের ফলে মাথার সব চুল হারিয়ে ফেলেন তাহলে ধরতে হবে তার এলোপেসিয়া এরিয়াটা টোটালিস হয়েছে।
- যদি এই রোগের ফলে সারা শরীরের সব চুল, এমনকি পিউবিক হেয়ার পর্যন্ত না থাকে তাহলে ধরা হবে তার হয়েছে এলোপেসিয়া এরিয়াটা ইউনিভার্সাল।
সমাধান কি?
সবার প্রথমে তো বলব অবশ্যই ডাক্তার দেখান, তার পরামর্শ নিন আর তারপরেই ওষুধ খান। কিন্তু এর পাশাপাশি আপনি ঘরে বসে কিছু কাজ করতে পারেন।
- যে জায়গায় ফাঁকা হয়ে গেছে সেখানে পেঁয়াজ আর রসুনের রস লাগানো যেতে পারে সপ্তাহে অন্তত চার দিন।
- গ্রিন টি খাওয়ার পর চা পাতা বেটে যে জায়গা খালি হয়ে গেছে সেখানে লাগাতে পারেন।
- রোজমেরি তেল, মধু আর নারকেল দুধের একটি মিশ্রণ বানিয়ে সেটি মাথায় সপ্তাহে অন্তত দু’দিন লাগাতে পারেন।
তবে একটা জিনিস মনে রাখার, ঘরে বসে এগুলো ব্যবহার করলে আপনার যে উপকার হবেই তার কিন্তু কোনও প্রমাণ এখনও নেই। তবে এতে যে আপনার কোনও ক্ষতি হবে না এই কথা হলফ করে বলা যায়।
আসলে এই রোগটি এতোটাই মারাত্মক যে অনেকে এর জন্য মানসিক অবসাদের শিকার হয়ে যান। দেখতে খারাপ লাগা, প্রেজেন্টেবল না থাকতে পারা তার সবচেয়ে বড় কারণ। আর তার চেয়েও বড় কথা হল, আগেই বলেছি, এটি হয় মূলত ত্রিশ বছরের মধ্যে বেশি। তাই দেরী না করে তাড়াতাড়ি শুরু করুন চিকিৎসা। খুব বেশি ছড়িয়ে না পড়লে কিন্তু এই রোগ ঠিক করা সম্ভব।
মন্তব্য করুন