আজকাল বিয়ের দিনে পায়েও মেহেন্দি পরতে শুরু করে দিয়েছেন বাঙালি কনেরা। তবে আমাদের পায়ে কিন্তু আলতা পরার চল ছিল প্রাচীন সময় থেকে। অনেকে আছেন যারা সেই ধারাকে বজায় রেখেছে বা রাখার চেষ্টা করছে। তাদের জন্য আজকের এই সুন্দর কয়েকটি আলতা ডিজাইন।
𝘼𝙥𝙪𝙧𝙗𝙤… 𝘼𝙢𝙖𝙯𝙞𝙣𝙜.