কলকাতা

আবারও বলিউডে টোটা রায়চৌধুরী এবার বিপরীতে পরিনীতি চোপড়া

এমনিতেই টোটা রায়চৌধুরী এখন বাংলার ঘরে ঘরে এখন খুব প্রিয় ও চেনা মুখ। একটি বহু জনপ্রিয় ধারাবাহিকে তিনি এখন মুখ্য চরিত্রে। কিছুদিন আগেই আবার টিনএজেরও মন জয় করে নিয়েছেন ফেলুদা চরিত্রে। এখনো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ফেলুদা ওয়েব সিরিজ রয়েছে হাই রেটিংএ।  এখন আবার শোনা যাচ্ছে, তাকে খুব শীঘ্রই দেখা যাবে বলিউডে তাও আবার পরিনীতি চোপড়ার সঙ্গে।

হিন্দি ছবিতে টোটা

২০১৮তেই প্রদীপ সরকারের পরিচালনায় ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে তাকে দেখা গিয়েছিল কাজলের বিপরীতে। ফের আবার একবার তাকে দেখা যাবে বলিউডে। এবার বিপরীতে পরিনিতি চোপড়া। আর কিছুদিন পরই মুক্তি পাবে রিভু দাসগুপ্তের পরিচালনায় ‘দ্যা গার্ল অন দ্যা ট্রেন’ ছবি। আর এই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। তবে ঠিক কোন ভূমিকায় তাকে দেখা যাবে সেই সম্পর্কে এখনো জানা যায়নি।

কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রিজার। দর্শক বেশ পছন্দও করেছিল ট্রিজারটি।এবার মুক্তি পেল ট্রেলার। যদিয় গোটা ট্রেলার জুড়ে পরিনীতি চোপড়াকেই দেখা গেছে। কারণ ছবির প্রধান চরিত্রে তিনিই।  এছাড়াও, আছেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারির মত জনপ্রিয় কিছু মুখ।

ছবির গল্প

ছবিতে প্রধান চরিত্রে পরিনীতির নাম মীরা। যিনি একজন ডিভোর্সি। জীবনকে যেমন খুশি পরিচালনা করেন।একাকীত্বে ভুগে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন। এবং মীরা প্রতিদিন যে ট্রেনে যাতায়াত করে, সেই ট্রেন থেকে প্রতিদিন একটি বাড়ি দেখে, যেখানে সে একটি সুখী দাম্পত্য জীবন দেখে। একজন মহিলাকে দেখতে পায়, তার স্বামীর সাথে কতটা সুখী। এটি দেখতে দেখতে তার অতীত জীবনের কথা মনে পড়ে। কিন্তু একদিন হঠাৎ ঘটে এক অন্যরকম ঘটনা। সেই মহিলাকে মৃত পাওয়া যায় এবং এই ঘটনায় জড়িয়ে যায় মীরাও। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই মহিলাকে খুনের। এবং গল্প এগবে মূলত এই  মীরা চরিত্রকে ঘিরেই।

জনপ্রিয় ব্রিটিশ লেখিকা পলা হকিন্সের লেখা একই নামের একটি থ্রিলার উপন্যাসের ওপর ভিত্তি করেই এই ছবি। এই উপন্যাস নিয়ে হলিউডেও একটি ছবি মুক্তি পায় একই নামে ২০১৬তে এবং অনেক ক্ষেত্রে পুরষ্কারও পায় ছবিটি। এবার রিভু দাসগুপ্তর পরিচালনায় এর হিন্দি রিমেক।

টোটা রায়চৌধুরী আবারও বাঙালি দর্শকদের মন কতটা জয় করতে পারেন সেটিই দেখার। ২০২০তেই মুক্তি পাবার কথা ছিল, কিন্তু করোনার জেরে পিছিয়ে যায় ছবির কাজ। অবশেষে শেষ হল। যদিও বড় পর্দায় নয় ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছে ছবিটি।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

1 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

1 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

1 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

1 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

1 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

1 বছর ago