কেরলের নিপা ভাইরাস কি থাবা বসাতে চলেছে পশ্চিমবঙ্গে

আগের বছর মে মাসে আচমকা দেশের দক্ষিণ অংশে থাবা বসিয়েছিল নিপা ভাইরাস। প্রাণ কেড়ে নিয়েছিল প্রায় ১৭ জন মানুষের। কলকাতাতেও হানা দিয়েছিল এই নিপা। ভয়ঙ্কর ভাইরাস। গত পরশু কেরলে নিপা ভাইরাসের লক্ষণ নিয়ে ৬জন মানুষ ভর্তি হয় কোচির মেডিক্যাল কলেজ হসপিটালে। নানা রকম টেস্টের পর রিপোর্ট নেগেটিভ এলেও, নিপার ভয় থেকে স্বস্তি পাওয়া যাচ্ছে না। … পড়তে থাকুন কেরলের নিপা ভাইরাস কি থাবা বসাতে চলেছে পশ্চিমবঙ্গে