স্পা যে আপনার ত্বকের জন্য কত্ত ভালো, তা নিশ্চয়ই আমাদের সৌজন্যে অ্যাদ্দিনে জেনে গেছেন আপনারা! পার্লারে গিয়ে তো বেশ কয়েকবার দিব্যি স্পা করিয়েও এসেছেন। কিন্তু অতো নিশ্চিন্ত হবার কোনো কারণ ঘটেনি। জানেন কি, বেশীরভাগ সময়েই পার্লারে স্পা করার সময় যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করা হয়, তাতে একগাদা বাজে কেমিক্যাল থাকে।
কাজের জন্য বাইরে বেরোনো তো মাস্ট। আর বাইরে বেরোনো মানেই বুঝতেই পারছি পলিউশন, ধোঁয়া-ধুলোতে আপনার ত্বকের তো রীতিমতো করুণ অবস্থা! এমনিতেই স্ট্রেস, টেনশন, কাজের চাপ, ভুল সময়ে ভুলভাল খাবার খাওয়ার ফলে ত্বকের বারোটা বেজেই যায়। আর সেই ত্বকে কেমিক্যাল প্রোডাক্ট মানে তো সর্বনাশ!
তাই হারবাল প্রোডাক্ট ব্যবহার করুন। এই প্রোডাক্টগুলো ১০০ শতাংশ কেমিক্যাল ফ্রি, প্রাকৃতিক উপাদান থেকে তৈরি, আর একগাদা ভিটামিন আর মিনারেলসে ভর্তি! ফলে আপনার ত্বক ও চুলের ক্ষতির সম্ভাবনাও নেই। তাই সারা সপ্তাহের ব্যস্ত রুটিনের ফাঁকে স্পা করানোর সময় এবার থেকে হারবাল প্রোডাক্ট ব্যবহার করুন। আর আপনার সুবিধার জন্যই ‘দাশবাস’ নিয়ে এসেছে ৭ টি দারুণ হারবাল স্পা প্রোডাক্ট।
শীত এসেই পড়লো। আপনার ত্বক আর চুলের যে রীতিমতো খারাপ অবস্থা, তা তো আমরা বুঝতেই পারছি। শীতে ত্বক যদি রুক্ষ শুষ্ক হয়ে যাবার সমস্যা থাকে, তাহলে আপনি খাদির এই হারবাল স্পা কিট ব্যবহার করুন নিশ্চিন্তে। খাদির প্রোডাক্ট তো এমনিতে ভালোই হয়। ফলে আপনার ত্বক আর চুলের যত্ন নেবার জন্য এটা মাস্ট ট্রাই হতেই পারে।
খাদির হারবাল স্পা কিটে থাকে খাদি নীম আর তুলসী ফেস আর বডি ওয়াশ, রোজ অ্যান্ড পাপায়া ফেস স্ক্রাব, জ্যাসমিন ম্যাসাজ অয়েল। রোজ নিয়ম করে আপনি যদি এগুলো ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার ত্বক শীতেও কেমন মসৃণ আর উজ্জ্বল থাকছে!
মুখ পরিষ্কার করুন নীম আর তুলসী ফেস ওয়াশ দিয়ে। দেখবেন আপনার ত্বক কেমন রিফ্রেশড থাকছে!
খাদি নীম আর তুলসী ফেস ওয়াশ ২১০ মি.লি.
দাম ১৫০/-
শীতের মরা চামড়া ত্বক থেকে তুলে ফেলতে রোজ অ্যান্ড পাপায়া ফেস স্ক্রাব ব্যবহার করুন। এতে থাকা পেঁপে আপনার ত্বককে আরও বেশী মোলায়েম করে তুলবে।
খাদি রোজ অ্যান্ড পাপায়া ফেস স্ক্রাব ৫০ গ্রাম
দাম ১০০/-
আর জ্যাসমিন ম্যাসাজ অয়েল দিয়ে যদি নিয়ম করে ম্যাসাজ করতে পারেন, তাহলে আপনার মন আর শরীর দুটোকেই রিল্যাক্স করতে সাহায্য করে। ফলে কাজের চাপ, টেনশন কমে দেখবেন নিজেকে কেমন ঝরঝরে লাগছে! ত্বকও চাঙ্গা আর ফ্রেশ হয়ে উঠছে। অ্যামাজন থেকে কিনে ফেলুন আজই।
খাদি জ্যাসমিন ম্যাসাজ অয়েল ২১০ মি.লি.
দাম ১৫০/-
বডি শপের প্রোডাক্ট কিন্তু আপনি চোখ বুজে ব্যবহার করতে পারেন। আর বডি শপের প্রোডাক্ট আপনি যদি ব্যবহার করে থাকেন, তাহলেই বুঝতে পারবেন কেন বডি শপের প্রোডাক্টকে ওয়ান অফ দ্য বেস্ট হারবাল প্রোডাক্ট বলা হয়! বডি শপের এই স্মুদ অ্যান্ড রিফাইনিং স্ক্রাব আপনার ত্বকের মরা চামড়াকে তুলে ত্বককে ভেতর থেকে মসৃণ মাখনের মতো করে তোলে। আর এই স্ক্রাবে থাকা গ্রেপফ্রুট আর লেমন এক্সট্র্যাক্ট ত্বককে আরাম দেয় আর উজ্জ্বল করে। আর রোজ রাস্তায় বেরিয়ে পলিউশনের চোটে আপনার স্কিনের হাল যদি খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে এই স্ক্রাবটা ব্যবহার করুন। ফল কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন। বাইরে কোথাও এটা কিনতে না পেলে অ্যামাজনে ট্রাই করুন।
দাম ৩৬৮৩/-
আয়ুর্বেদের জগতে কামা আয়ুর্ভেদা কিন্তু বহু পুরনো প্রোডাক্ট। রোজকার স্ট্রেস, টেনশন যদি কমাতে চান, তাহলে এই প্রোডাক্টটা আপনি স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। এই ট্রিটমেন্ট অয়েলের সাহায্যে আপনি আপনার ত্বকের ময়লা, তেল ইত্যাদি সহজেই বের করে ফেলতে পারবেন। আর ত্বকের পোরস বন্ধ করতেও এটা সাহায্য করে। এই শীতে যদি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে চান, তাহলে এটা আপনার বেস্ট অপশন হবে। এই বডি ট্রিটমেন্ট অয়েল হোয়ে আর তিলের তেলের মিশ্রণ দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি। ফলে তা আপনার স্কিনকে টোন করে ফাইন লাইনস দূর করতেও সাহায্য করে। নিয়ম করে এই তেল আপনার ত্বকে ম্যাসাজ করুন। উপকার পাবেন।
দাম ১০৫০/-
কামা আয়ুর্ভেদার এই ন্যাচারাল সানস্ক্রিন আপনার ত্বককে রোদের হাত থেকে রক্ষা করে আর ত্বককে আর্দ্রও রাখে। এই সানস্ক্রিন সহজেই আপনার ত্বকের সাথে মিশে যায়। অয়েলি, সেনসিটিভ—যেকোনো রকম ত্বকের জন্য ব্যবহার করুন, দেখবেন সান ট্যানের হাত থেকে আপনি বেঁচে গেছেন!
দাম ১৩৫০/-
ল্যাকমে পরিচয় নিশ্চয়ই আর নতুন করে আপনাদের সামনে দিতে হবে না! এই হারবাল প্রোডাক্টে কিন্তু ১০০ শতাংশ বিশুদ্ধ আরগান অয়েল থাকে। শীতের শুষ্ক রুক্ষ চুলে যদি আগের আর্দ্রতা ফিরিয়ে আনতে চান, তাহলে এই বায়ো আরগান অয়েল ব্যবহার করুন। এই তেলের হালকা টেক্সচার। চটচটেও নয়। আর তাছাড়া তেল চুলে মেখে দেখুন কেমন সুন্দর ভেলভেটি ফিনিশ আসে!
দাম ৪৭৫৬/-
লোটাসও কিন্তু বেশ নামকরা একটা কোম্পানি। লোটাসের এই হারবাল অ্যাপ্রিস্ক্রাবে প্রচুর পরিমাণে গ্লিসারিন থাকে, যা ত্বককে ময়েশ্চারাইজড করে ও নারিশ করে। এছাড়া এতে থাকা ল্যানোলিন অয়েল আপনার ত্বককে মাখনের মতো একটা প্রলেপ দেয়, যা ত্বককে ক্ষতিকারক জিনিসের থেকে রক্ষা করে। আর এতে থাকা অ্যাপ্রিকটের তেল ত্বককে নরম করে তোলে ফলে ত্বক ফ্রেশ হয়ে ওঠে। ত্বকে বয়সের দাগ পড়লেও তা কমাতে সাহায্য করে এই স্ক্রাব। আর আপনার ত্বকের মরা চামড়া যদি তুলতে চান সহজে? তাহলে এতে থাকা ওয়ালনাট শেল পাওডার তো রইলোই!
দাম ১৮০ গ্রাম ২০৪/-
চুলের সব সমস্যার জন্য একটাই ট্রিটমেন্ট চান? তাহলে এই কামা আয়ুর্ভেদের প্রোডাক্টটি ব্যবহার করুন। হেয়ার ফল থেকে শুরু করে চুলের বয়স বাড়া—এ টু জেড সব সমস্যার চাবিকাঠি আপনি পাবেন এনার কাছে। এছাড়া চুলের বৃদ্ধিতে, খুশকির সমস্যায়, স্ক্যাল্পে ইনফেকশনেও এটি সাহায্য করে। চুলের প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে এই প্রোডাক্ট। এছাড়া আপনার গরম মাথায় যদি কুলিং এজেন্ট লাগাতে চান? তাহলেও কিন্তু কামা আয়ুর্ভেদা ব্রিঙ্গাদি ইন্টেন্সিভ হেয়ার ট্রিটমেন্ট আপনার পাশেই আছে।
দাম ৫৭৫/-
তাহলে এবার নিজেকে সুন্দর রাখতে নাহয় একটু পয়সা খরচ করলেনই। শেষ পর্যন্ত সবই তো আপনারই ভালোর জন্য। তাই না?
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…