Personal Care

হাত পা খসখস করছে? এই তিনটি ক্রিম ব্যবহার করে দেখুন।

শীত মানেই তো সারাদিন পর বাড়ি ফিরে খসখসে হাত পা। আর এক একজনের সেটা খুব বেশি পরিমাণেই হয়ে থাকে। কি ঠিক বললাম তো? আর আপনি বুঝতেই পারছেন না, এত খসখসে হাত পায়ে কোন ক্রিমটা বেস্ট হবে আপনার জন্য। তাই আজ দিলাম তিনটি বেস্ট ক্রিমের সন্ধান যেটা শীতে আপনার খসখসে হাত পায়ের যত্ন নেবে।

হিমালয়া ইনটেনসিভ ময়েশ্চারাইজিং বডি লোশন

হাত পা কে অনেকক্ষণ পর্যন্ত ময়েশ্চারাইজড রাখতে চাইলে, হিমালয়ার হাত ধরতে পারেন, যেটায় আছে পিওর অরগ্যানিক অয়েল এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান। যেমন কোকো বাটার, অলিভ তেল, আঙুরের বীজের তেল। যেখানে কোকো বাটার স্কিনকে ভেতর থেকে ময়েশ্চারাইজড ও স্কিন টেক্সচার উন্নত করবে, অলিভ তেল ও আঙুর বীজ-তেল স্কিনকে করে তুলবে হেলদি। সঙ্গে দেবে একটা ন্যাচারাল গ্লো।

আর এই সবকটি উপাদানেই আছে অ্যান্টি-অক্সিডেন্ট যা ড্রাই স্কিনের সমস্যা সারিয়ে, স্কিনকে সারাদিন রাখবে ময়েশ্চারাইজড ও স্কিনকে টাইট রাখতেও সাহায্য করবে।স্নানের পর ও রাতে শোবার আগে হাতে ও পায়ে লাগান। হালকা ম্যাসাজ করে লাগান।এটা ১০০, ২০০, ৪০০ এম.এল পেয়ে যাবেন। তবে স্কিন যদি খুব অয়েলি হয়,তাহলে বাকি দুটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আর না হলে এটা দিনে একবার ব্যবহার করুন।

দামঃ ৪৮০/-

কিনুন 

ভিএলসিসি আমন্ড ন্যারিশমেন্ট বডি লোশন

হাত পায়ের স্মুথনেস সঙ্গে সান প্রোটেকশন, দুটো একসঙ্গে চাইলে সঙ্গে নিতে পারেন ভিএলসিসি’কে। এতে থাকা আমণ্ড অয়েল হাত পা কে নরম কোমল তো রাখবেই, রোদ থেকেও সুরক্ষা দেবে। তাই অনায়াসে দিনের বেলা মেখে বাইরে বেরোতেই পারেন। এতে আছে আমণ্ড অয়েলের সঙ্গে ইউ.ভি.আর প্রোটেকশন। তার ফলে সান ট্যানের নো চিন্তা। বাইরে বেরোবার আগে, আলাদা করে সানস্ক্রিন মাখার আর দরকার পড়বে না।আর আমণ্ড অয়েল স্কিনকে শুধু যে নরম রাখবে তাই নয়, স্কিনকে একটা গ্লো দিতেও সাহায্য করবে। এটা পেয়ে যাবেন ১০০ এম.এল।

দামঃ ১৫৯/-

কিনুন 

নিভিয়া স্মুথ মিল্ক বডি লোশন

এই শীতে স্কিনকে দিন ডবল স্মুথনেস নিভিয়ার সাথে,যেখানে দুধকে ব্যবহার করা হয়েছে স্কিনের ময়েশ্চারকে ধরে রাখতে।দুধ স্কিনকে নরম রাখার সাথে সাথে স্কিনকে একটা গ্লো দিতেও সাহায্য করে।তবে শুধু দুধ নয়,আছে শিয়া বাটার,ভিটামিন ই ও হাইড্রা অ্যাই কিউ,যেটা স্কিনকে অনেকটা বেশি সময় ধরে ময়েশ্চারাইজড রাখবে।বিশেষত ভিটামিন ই স্কিনে পুষ্টি যোগায় ও স্কিনকে ময়েশ্চারাইজড রাখতে দারুন উপকারী।অর্থাৎ সকালে মেখে নিলে ব্যাস,সারাদিন স্কিন থাকবে নরম,কোমল হাইড্রেড।এটা খুব লাইট টেক্সচার যেটা স্কিনের সব দিকে সুন্দর ভাবে ছড়িয়ে যাবে।একদম তেলভাব মুক্ত।এটা সব দোকানেই মোটামুটি ২৫০ এম.এল পেয়ে যাবেন।

দামঃ ৪৯৯/-

কিনুন 

হাত পা নরম রাখতে আরও কিছু টিপস

  • শীতে যদি হাত পা খুব শুকিয়ে যায়,তাহলে তিনবার ময়েশ্চারাইজার লাগাবার চেষ্টা করুন। আর না হলে দুবার। একবার দিনে ও একবার রাতে।রাতে বাড়ি ফিরে, গরমজলে নুন ফেলে পা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। হালকা একটু পা ঘষে নিন। এতে পা নরম ও পরিষ্কার থাকবে।
  • পাকে নরম রাখার জন্য, রাতে ময়েশ্চারাইজার লাগিয়ে মোজা পরে ঘুমোন। পা অনেকটা নরম থাকবে।
  • রাস্তার ধুলোবালি থেকে পাকে বাঁচিয়ে চলতে মোজা ব্যবহার করুন।
  • স্কিনকে নরম, কোমল রাখতে তাকে পরিষ্কার করা খুব দরকার। তাই রোজ স্নান করবেন।
  • সাবান এর পরিবর্তে শীতের দিনগুলো ক্ষারমুক্ত হালকা কোন বডিওয়াশ ব্যবহার করুন।
  • মাঝে মাঝে স্কিনকে এক্সফোলিয়েট করাও দরকার।

এই শীতে নিজেকে উপহার দিন একটা সফট স্মুথ স্কিন, কারণ তিনটি ময়েশ্চারাইজারই খুব ভালো অপশন শীতে হাত পা ভালো রাখতে। হাত পায়ের খসখসে ভাব দূর করতে, আপনার পছন্দমত যে কোনো একটি আজই কিনে নিন।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

1 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

1 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

1 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

1 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

1 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

1 বছর ago