Most-Popular

চীনের মেয়েদের ত্বক কেন এত সুন্দর?জানুন সেই টিপস!

চীনা নারীর রূপের সৌন্দর্য কার না নজরে পড়ে!জানেন কি,সে দেশের মেয়েদের ত্বক কী করে এত সুন্দর হয়?না জানলে জেনে নিন এখনই!

চীনা মেয়েদের ত্বকের গোপন রহস্য

চীনের মেয়েরা তাদের সুন্দর ত্বক আর চুলের জন্য খুবই বিখ্যাত।অনেক চীনা নারীই আছেন,যাদের বয়স ৫০ হলেও দেখতে মনে হয় মাত্র ৩০ বছরের তরুণী!কিন্তু তাদের সেই তারুণ্যময় ত্বক ধরে রাখার রহস্য কী তা আপনাকে জানাতেই আমাদের আজকের এই লেখাটি।

রূপচর্চায় তাদের খরচ কিন্তু অনেক 

চীন দেশের মেয়েরা যে এমনি এমনি এমন সুন্দর ত্বকের অধিকারিণী-তা কিন্তু নয়!এর জন্য তাদের অনেক খরচ করতে হয় বৈ কী!সম্প্রতি জানা গেছে,চাইনিজ মহিলারা পার্লারে প্রচুর পরিমাণ খরচ করে থাকেন প্রতি মাসে।অনেকের ক্ষেত্রে সেটা মাসে ৩০০ ডলার পর্যন্তও ছাড়িয়ে যায়!

কঠিন ডায়েটে থাকেন চীনা নারীরা

চীনা নারীরা নিজেদের হালকা পাতলা গড়নের রাখতে বরাবরই পছন্দ করেন।তাই তাদের খাবার-দাবার আর ব্যায়ামও হয় অনেক নিয়মমাফিক ভাবে।ফাস্টফুড আর ভাজাপোড়ার চেয়ে মাছ,শাকসবজি আর ফলমূলই তাদের খাদ্য তালিকায় বেশি রাখতে দেখা যায়।এছাড়া তারা খুবই নিয়ম মেনে খাবার খেয়ে থাকে।সকালের দিকেই তারা অধিক ভারি খাবার গ্রহণ করে।রান্না করা খাবারে মশলার পরিমাণ থাকে খুবই কম।তাদের এই স্বাস্থ্য সচেতনতাই তাদের রূপ সৌন্দর্যের অন্যতম প্রধান কারণ।এছাড়া মুটিয়ে যাবার ভয়ে তারা মিষ্টি জাতীয় খাবার প্রায় খায় না বললেই চলে।

বিভিন্ন উপকারী খাবার গ্রহণ করে তারা

সাধারণ খাবারের পাশাপাশি চীনা মেয়েরা কিছু উপকারী খাদ্যও গ্রহণ করে থাকে সব মৌসুমেই।যেমন আদা,কালো তিল,কালোজিরা,জোজোবা,কালো অশোধিত চিনি,মধু,বিভিন্ন ভেষজ ইত্যাদি তারা নিয়মিত সেবন করে থাকে যেগুলো তাদের ত্বককে করে তোলে অধিক লাবণ্যময়।

ঠান্ডা পানীয় এড়িয়ে চলে চাইনিজ মেয়েরা

আইসক্রিম ও সফট-ড্রিঙ্কস সব মেয়েদের কাছে লোভনীয় হলেও নিজেদের একদম ফিট রাখতে চাইনিজ মেয়েরা কিন্তু আইসক্রিম,সফট-ড্রিঙ্কস,অধিক চিনি দেওয়া বা কৃত্রিম জুস,এমনকি ঠান্ডা পানি থেকেও সবসময় দূরে থাকে।বেশিরভাগ সময়ই তারা উষ্ণ গরম পানি পান করে থাকে।আর নিজেদের বয়স ধরে রাখতে তারা নিয়মিত পান করে থাকে গ্রিন টি

প্রসাধন ব্যবহারের ক্ষেত্রেও সচেতন তারা

চীনের মেয়েরা যেন-তেন প্রসাধন বা বাজারে চলতি যে কোনো প্রসাধন দেখলেই ঝাঁপিয়ে পড়ে না।তারা নিজেদের ত্বকের সাথে খুব ভালো মানানসই ও মানসম্মত প্রসাধনী ব্যবহার করে থাকে নিজেদের সাজানোর কাজে।তারা ত্বক ফর্সা করার ক্রিমসানস্ক্রিন হামেশা ব্যবহার করলেও সেগুলো খুব ভালো কোয়ালিটির হতে হয়।আর রোদ থেকে বাঁচতে তারা টুপি,মাস্ক ইত্যাদি ব্যবহার করে থাকে।

এই হচ্ছে চীন দেশের মেয়েদের ত্বক ও রূপের সৌন্দর্যের গোপন কিছু কাহিনী।এগুলো নিয়মিত ফলো করলে আপনি হয়তো ভৌগোলিক কারণে চাইনিজ মেয়েদের মতই সুন্দর হয়ে উঠবেন না ঠিকই,তবে আপনার নিজ দেশের আবহাওয়া ও পরিবেশেই আপনার ত্বকও হয়ে উঠবে অসাধারণ সুন্দর আর লাবণ্যময়।

 

DB Staff

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago