টোনার (Toner) কেন ব্যবহার করা উচিত তা আগের পর্ব থেকে আলোচনা করছিলাম আমরা আজ সেই আলোচনার শেষ পর্ব। টোনার ব্যবহার করার আগে কয়েকটি বিষয় সম্পর্কে সচেতন থাকুন। টোনার ত্বকের জন্য ব্যবহার করা উচিত।
টোনার আমাদের ত্বকের উপর একটা সুরক্ষা স্তর গড়ে তোলে যার ফলে আমাদের ত্বক সুরক্ষিত হয়ে ওঠে। টোনার আমাদের ত্বকের কোষগুলো বন্ধ করে এবং ত্বকে ধুলো ময়লা ঢুকতে দেয়না। এর ফলে আমাদের ত্বক সম্পর্কিত রোগ থেকে দূরে থাকে।
মেকাপে ক্ষতিকারক কেমিক্যাল থাকে যা সারাদিন আমাদের ত্বকে থাকা একেবারেই গ্রহণযোগ্য না। তাই সব সময় উচিত মেকাপ ভালো করে তোলা। কিন্তু ক্লেনজার মেকাপ তোলার সাথে সাথে প্রায়শই ত্বকের দরকারী এবং প্রয়োজনীয় ফ্লুইড ও পরিষ্কার করে দেয়। যা আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরী। টোনার সেইসব ফ্লুইড ফিরিয়ে দেয় এবং ত্বক উজ্জ্বল করে তোলে।
আমাদের দেশে বছরের বেশির ভাগ সময় গরম থাকে। গরম কালের সাথে যদি শুষ্ক হাওয়া প্রবাহিত হয় তাহলে সেটা আমাদের ত্বকের জন্য খুবই খারাপ। আমাদের ত্বক শুষ্ক হয়ে ওঠে এবং বিভিন্ন অসুবিধা দেখা দেয়। টোনার কিন্তু আমাদের ত্বকে হাইড্রেশন যোগায় এবং শুষ্ক ত্বককে করে তোলে। মসৃণ এবং নরম করে তোলে।শুষ্ক আবহাওয়াতেও আমাদের ত্বকের স্বাস্থ্য বজায় থাকে টোনার ব্যবহারের ফলে।
টোনার ব্যবহার করার সাথে সাথে কিছু জিনিস জেনে রাখা দরকার। সবার ত্বক একরকম হয় না। কারোর শুষ্কতো কারোর তৈলাক্ত আবার কারোর এমনি সাধারণ স্বাভাবিক ত্বক। প্রত্যেক ত্বকের জন্য আলাদা টোনার লাগে। তাই আমাদের উচিত সঠিক টোনার নির্বাচন করা। অনেক টোনার অনেকের ত্বকের সাথে খাপ খায়না। তাই আমাদের সকলের প্রথম টোনার কেনার পর উচিত কিছুটা টোনার আমাদের ত্বকে লাগিয়ে পরীক্ষা করা। যে জ্বালা বা কোনো অস্বস্তি হচ্ছে কিনা। অনেক টোনারে ক্ষতিকারক অ্যালকোহল থাকে।
আমাদের উচিত সঠিক টোনার কেনা, যার মধ্যে মিথানল বা ক্ষতিকারক অ্যালকোহল নেই। শুধুমাত্র এই কয়েকটি জিনিস মাথায় রেখে টোনার ব্যবহার করলেই আপানি উপভোগ করতে পারেন টোনারের সব উপকারীতাগুলো।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…