অতিরিক্ত দূষণ, ধুলো, ধোয়া ইত্যাদির কারণে আমাদের স্কিনে হোয়াইট হেডস দেখা দেয়। মূলত, আমাদের মুখের নাকের পাশে ও থুতনিতে এই হোয়াইট হেডস দেখা যায় বেশী। নানা রকমের হরমোনের কারণে, বা নানা ধরণের বাজার চলতি প্রোডাক্ট ব্যাবহারের কারণে, বা যাদের খুবই অয়েলি স্কিন তারা এই সমস্যাতে ভোগেন এবং এর থেকে মুক্তির উপায় খোঁজেন।
আজ আপনাদের সাথে শেয়ার করব এর থেকে মুক্তির কিছু সহজ সমাধান। চলুন, তবে জেনে নেওয়া যাক।
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন C থাকে। যা আপনার স্কিনকে ভেতর থেকে পরিস্কার করে ও সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে।
স্টিমের সাহায্যে স্কিনের লোমকূপ গুলি খুলে যায় তাই হোয়াইট হেডস পরিস্কার করা অনেকটাই সহজ হয়ে যায়। তাছাড়া স্কিনে জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল এগুলি ভেতর থেকে পরিস্কার হয়ে যায়।
ওট্মিল স্কিনের জন্য খুবই ভালো। কারন, এটি স্কিনের মৃতকোষ গুলিকে পরিস্কার করে তার সাথে কোনো ব্যাকটেরিয়া থাকলে তাকেও নির্মূল করে দেয়। এর ফলে স্কিন দেখতে লাগে অনেক উজ্জ্বল।
চন্দন যে কি পরিমাণে উপকারী আমাদের স্কিনের জন্য তা আমরা অনেকেই হয়তো জানি না। খুবই মাইল্ড একটি উপাদান যা স্কিনের অতিরিক্ত তেলকে ব্যালান্স করে এবং স্কিনকে হোয়াইট হেডস থেকে বাঁচায়।
চিনি সঠিক ভাবে ব্যাবহার করলে এটি খুবই কাজে দেয় আমাদের স্কিনকে ভালো রাখতে। স্কিনের অতিরিক্ত তেল, ময়লা, এবং জমে থাকা মৃতকোষ এগুলিকে দ্রুত সরিয়ে দিয়ে স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করতে সাহায্য করে
অ্যাপেল সিডার ভিনিগার অ্যাস্ট্রিনজেন হিসেবে কাজ করে। যার ফলে স্কিনের অতিরক্ত ময়লা দূর হয়ে যায় এবং হোয়াইট হেডস ও ব্রোনো হওয়াও অনেক কমে যায়।
মেথী পাতা খুবই কাজে দেয় হোয়াইট হেডসকে রিমুভ করতে। এটি দ্রুত ভালো কাজ দেয়।
স্ট্রবেরী শুধু খেতেই ভালো তাই নয় তার সাথে এটি হোয়াইট হেডসকেও দূর করে ভালো ভাবে। লোমকূপের ভেতরের ময়লা কে দূর করে স্কিনকে নরম করে তোলে।
টিট্রি স্কিনের জন্য খুবই ভালো। স্কিনের ভেতরের তেল, ময়লা কে অতি দ্রুত পরিস্কার করে দেয়। যার ফলে হোয়াইট হেডস হওয়ার সুযোগ পায় না।
অ্যালোভেরাতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল উপাদান থাকে যার জন্য এটি ব্রোণ, ট্যান, র্যাশ এগুলি থেকে প্রোটেক্ট করে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…