মাধ্যমিকের পর সাইন্স, আর্টস না কমার্স, কোনটা নিয়ে পড়বে জেনে নাও সহজে

মাধ্যমিক পরীক্ষার আর হাতে গোনা মাত্র কয়েকদিনই বাকি আছে। পরীক্ষার চিন্তা তো আছেই, তার সঙ্গে এই চিন্তাতেও আছো নিশ্চয়ই যে এর পর কী নিয়ে পড়বে। বাড়িতে বলছেন সাইন্স নিয়ে পড়তে, আর তুমি চাইছ আর্টস নিয়ে পড়তে। আবার তোমার কিছু বন্ধু বলছে তারা পড়বে কমার্স নিয়ে। কী হল! ঘাবড়ে যাচ্ছ নাকি! আমরা তো আছি তোমায় সাহায্য … পড়তে থাকুন মাধ্যমিকের পর সাইন্স, আর্টস না কমার্স, কোনটা নিয়ে পড়বে জেনে নাও সহজে