Most-Popular

অ্যালোভেরা বা ঘৃতকুমারী তেল কি? কিভাবে এই তেলটি দ্বারা উপকৃত হবেন?

অ্যালোভেরার সাথে সৌন্দর্যচর্চার সম্পর্ক শতাব্দী প্রাচীন। ভেষজ উপাদান হিসেবে এর ব্যবহার চলে আসছে দীর্ঘসময় ধরে। কিন্তু বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে এই অ্যালোভেরাবা ঘৃতকুমারীর তেল। যার উল্লেখ আমাদের বহু প্রাচীন গ্রন্থ ও পুঁথিতে মেলে।

স্কিন ও হেয়ার স্পেশালিস্ট হিসেবে পরিচিত অ্যালোভেরা আপনাকে সফ্ট ও ক্লিয়ার ত্বক ও ড্যানড্রাফ মুক্ত চুল উপহার দেবে। এমনকি অ্যালোভেরা মশা নিরোধক এবং এন্টিসেপটিক হিসেবেও কাজ করে।

অ্যালোভেরার নানা গুন

  • ঊনবিংশ শতাব্দীর প্রথমদিকে অ্যালোভেরা ক্রনিক স্কিনের রোগ – কাটাছেঁড়া, কালশিটে দাগ, পোড়ার ক্ষত এমনকি কনস্টিপেশন নিরাময় এর জন্যেও ব্যবহার করা হতো।
  • এতে থাকা আর্থাকুইনন ও গ্লাইকসাইডস ও প্রোটিন এর সাথে দুধ, তেল, মধু ইত্যাদি ব্যবহার করে মেডিক্যাল কাজকর্মে লাগানো হতো।
  • বাড়িতে আপনি অ্যালোভেরার অংশ ও পাল্প সয়াবিন, অলিভ, জোজোবা, নারকেল, মিনারেল ইত্যাদি তেল এর সাথে মিক্স করে লাগাতে পারেন।
  • এটি এন্টি ইনফ্লেমেটরী এবং এন্টি মাইক্রোবিয়াল যাতে বৃদ্ধি উদ্দীপক কম্পাউন্ড গ্লুকোমেওনন থাকে। এগুলি স্কিনের কোলাজেন সংশ্লেষ করে ও হেয়ার রিগ্রোথ-এ সাহায্য করে।

অ্যালোভেরা তেল অ্যাপ্লাই করার ধরণ ও ক্ষেত্র:

অ্যালোভেরার তেল নানা রকম ভাবে আমাদের সাহায্য করে। বিশেষ করে ত্বক ও চুলের যত্ন নিতে। সঠিক ভাবে এর ব্যবহার করা গেলে দারুন রেজাল্ট পাওয়া সম্ভব। নিয়মিত যদি এই তেলের সাহায্যে ত্বক ও চুলের যত্ন কেউ নিতে পারে, সে হাজার একটা সমস্যা থেকে দূরে থাকবে হলফ করে বলতে পারি। 

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে:

  • অ্যালোভেরাতে অ্যালোসিন থাকে যা আপনার স্কিনটোনে প্রভাব ফেলে। এটি মেলানিন এর উৎপাদন কমায় যাতে আপনার স্কিন দেখতে লাগে ব্রাইট।
  • সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আপনার ত্বকে ফেলে ডার্ক স্পট ও পিগমেন্টেশন। অ্যালোভেরা তেল সেই ট্যানিং বা সানবার্ন এর উপর কাজ করে আপনার স্কিনকে দেবে নতুন টেক্সচার।
  • ভার্জিন কোকোনাট অয়েল এর সাথে অ্যালোভেরার নির্যাস মিক্স করে ত্বকে লাগান। এতে আপনার অস্বস্তিকর অক্সিডেসন বা দুর্গন্ধ ছড়ানো – কোনোটাই হবেনা।
  • অ্যালোভেরা তেল আপনার ত্বকের এপিথেলিয়াল সেল লেয়ারে কাজ করে তাকে করে তোলে এজিং এর প্রতিরোধী ও নারিশমেন্টও দেয়।

অ্যাকনের যম:

  • একটি স্টাডিতে দেখা গেছে অ্যালোভেরা অয়েল এর সাথে ওসিমাম তেল এর মিশ্রণ অ্যাকনের সংক্রমণ কমায়।
  • এই মিশ্রণটি ২-৫দিন ব্যবহার করুন, কথা দিচ্ছি একনের দাগ ৫০% উঠবেই। এর এন্টি ব্যাকটেরিয়াল উপাদান ক্রনিক ও গভীর ক্ষত সারাতে সাহায্য করে।
  • এছাড়াও চা গাছের তেলের সাথে অ্যালোভেরা মিক্স করে প্যাক বানান ও তারপর কিছুক্ষন লাগিয়ে রাখুন। এতে থাকা ম্যানোস ফসফেট এরিথেমা বা লালচে দাগ ও বাম্প রোধ করবে।
  • এই প্যাক আপনার ত্বকের সিবাম গ্রন্থির অতিরিক্ত ক্ষরণ আটকাবে।
  • ত্বকের টিস্যু পুনর্জীবিত করে বন্ধ লোমকূপ গুলি উন্মুক্ত করবে।

স্ট্রেচ মার্ক দূর করতে:

হেয়ারফলের নিবারণ:

  • অ্যালোভেরাতে থাকে প্রোটিওলাইটিক এনজাইম যেটা চুলের স্ক্যাল্প এর স্কীনসেলের যত্ন নেয়।
  • অ্যালোভেরা তেল প্রকৃতপক্ষে একটা কন্ডিশনার যা চুলকে করে স্মুথ আর সাইনি।
  • অ্যালোভেরাতে থাকা ১৮রকম আমিনো এসিড ও তার সাথে ভিটামিন এ,বি,সি ও ই ফ্লেকি ড্যানড্রফ দূর করে চুলে কেরাটিনের যোগান অক্ষুন্ন রাখে।
  • ফলে চুল পড়া,খুশকি ইত্যাদির প্রাদুর্ভাব কমে আপনি পান ড্রাই স্ক্যাল্প থেকে মুক্তি।
  • মাথায় পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে অ্যালোভেরা অয়েল যদি আপনি সেটা অলিভ,কোকোনাট,সেসেমে এর সাথে মিশিয়ে মেসেজ করেন।এটি ন্যাচারাল ময়শ্চারাইজার এর কাজ করবে।
  • এতে থাকা পলিস্যাকারাইড ইলাস্টিন ফাইবারের ড্যামেজ কন্ট্রোল করে।

মশা নিরোধক:

  • অ্যালোভেরার নির্যাস অলিভ অয়েলের সাথে দিলে তা কিন্তু উত্তম মস্কিটো রেপেলেন্ট এর কাজ করে।
  • স্টাডি বলছে এটি যারা ইউজ করেছেন তারা কম মশার কামড় খেয়েছেন। সাথে পেয়েছেন আগের চেয়ে ভালো স্মুথ স্কিন।
  • এর এন্টি প্যারাসাইটিক উপাদান আপনাকে ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদির হাত থেকে রক্ষাকবচ প্রদান করবে।
  • তবে ব্যবহার করার সময় নিজের স্কিনের সেনসিটিভিটি অনুযায়ীই ইউজ করবেন।
Biswarup Parichha

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago