শীতের মরশুমে পশ্চিমবঙ্গের এই ৪টি জায়গায় অবশ্যই ঘুরে আসুন

আজকাল মানুষ তাদের যান্ত্রিক জীবনে ভীষণ ব্যস্ত। তাই প্রকৃতির কোলে একটু শান্তির নিশ্বাস, সবারই একান্ত কাম্য। কিন্তু ব্যস্তজীবনে এত সময় কোথায় ? যে, আপনি একটা লম্বা ছুটি নিয়ে বেরিয়ে পড়বেন বহুদূরে, প্রকৃতির স্বাদ নিতে। আর কাছাকাছি বেশিরভাগ জানা জায়গায় আপনার হয়তো ঘোরা হয়ে গিয়েছে। একই জায়গায় বারবার ঘুরতে কারই বা ভালো লাগে বলুন তো ? … পড়তে থাকুন শীতের মরশুমে পশ্চিমবঙ্গের এই ৪টি জায়গায় অবশ্যই ঘুরে আসুন