ব্ল্যাকহেডস দূর করবে হাইড্রোজেন পারঅক্সাইড এভাবে!

মুখের সমস্যার এক বাড়তি সংযোজন এর নাম হলো ব্ল্যাকহেডস। এটা বেসিক্যালি এক প্রকারের একনে যা আপনার ত্বকের পোরস্ ও তৈলগ্রন্থি ভরাট করে বুজিয়ে দেয়। পরিণাম হয় মুখের টি-জোনের জীর্ণদশা। ব্ল্যাকহেডস এর আক্রমণের জায়গা প্রধানত নাকের ডগা, থুতনি ও কপাল। প্রকৃতপক্ষে, এইসব অঞ্চলে মৃতকোষ ও ময়লা জমে ত্বককে বিবর্ণ ও অনুজ্জ্বল করে তোলে। ব্ল্যাকহেডস এর এই … পড়তে থাকুন ব্ল্যাকহেডস দূর করবে হাইড্রোজেন পারঅক্সাইড এভাবে!