Most-Popular

উজ্জ্বল ও নরম ত্বক পেতে ব্যবহার করুন সেরা ৬টি ক্রিম

শীতের একটা খুব কমন সমস্যা হল,ত্বককে নরম রাখার ক্রিম লাগাতে গিয়ে সেই উজ্জ্বলতা পাওয়া যায় না।আবার উজ্জ্বল ত্বক পেতে চাইলে ত্বক নরম থাকবে না।এই সমস্যা শীতকালে  প্রতিটা মেয়ের।তাই  আজ সন্ধান দিচ্ছি সেরা ৬টি ক্রিমের যা স্কিনকে ময়েশ্চারাইজডও রাখবে,আবার দেবে একটা রেডিয়েন্ট লুক।চটপট দেখে নিন।

বায়োটিক বায়ো কোকোনাট

 কিনুন

বায়োটিক বায়ো কোকোনাট স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিম,একটা অসাধারণ হারবাল প্রোডাক্ট যেটা একসাথে গ্লোয়িং ও ময়েশ্চারাইজড স্কিন পেতে সাহায্য করে।এতে আছে পিওর কোকোনাট মিল্ক ক্রিম যেটা স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে।সেই সঙ্গে স্কিনের ময়েশ্চারকে হারাতে দেয় না।স্কিন টেক্সচারকে উন্নত করে।দেয় একটা ইনস্ট্যান্ট গ্লো যেটা অনেকক্ষণ পর্যন্ত থাকে।বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।তার ফলে স্কিনে কোনো দাগ থাকলে,সেটাও রিমুভ হবে।

দাম ১৯৯ টাকা (৫০ গ্রাম)।

রেটিং ৪.৫/ ৫।

ল্যাক্মি পারফেক্ট রেডিয়েন্স ইনটেন্স

 কিনুন

স্কিন খুব অয়েলি?তাহলে ব্যবহার করুন ল্যাক্মি পারফেক্ট রেডিয়েন্স ইনটেন্স হোয়াইটনিং নাইট রিপেয়ার ক্রিম যেটা স্কিনকে গ্লোয়িং করার সাথে,স্কিনের অতিরিক্ত তেলকে কন্ট্রোল করবে।এতে আছে ভিটামিন বি ৩ ও ভিটামিন সি যা স্কিনকে করে তোলে হেলদি।অর্থাৎ স্কিনে দাগ ছোপ সরিয়ে স্কিনকে করে তোলে গ্লোয়িং।স্কিনকে রিজুভিনেট করে।দেয়  ইনস্ট্যান্ট গ্লোয়িং ও সফট স্কিন।রাতে এই ক্রিমটা মেখে শুলে দেখবেন সকালে উঠে স্কিনটা কেমন গ্লোয়িং ও সফট  লাগছে এবং স্কিনের তেলতেলে ভাব একদমই থাকবে না।হালকা টেক্সচার,তার ফলে মুখের সবদিকে  সুন্দর ভাবে ছড়িয়ে যায়।

দাম ৩৫০ টাকা (৫০ গ্রাম)।

রেটিং ৪/ ৫।

হিমালায়া ন্যাচারাল গ্লো ক্রিম  

 কিনুন

কম বাজেটের মধ্যে সফট ও  গ্লোয়িং স্কিন পেতে চাইলে,হিমালায়ার ন্যাচারাল গ্লো ফেয়ারনেস ক্রিম ভালো অপশন।বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি এই ক্রিম স্কিনকে গ্লোয়িং করে তোলে ও ময়েশ্চারাইজড করে।এতে আছে রোস এক্সট্র্যাক্ট,অ্যালোভেরা,ওয়ালনাট ও অরেঞ্জ এক্সট্র্যাক্ট যা স্কিনকে গ্লোয়িং তো করেই,তার সাথে দেয় ব্লেমিশ ফ্রী স্কিন।অ্যালোভেরা স্কিনকে গ্লোয়িং করার সাথে সাথে,স্কিনকে সফট রাখে।তবে ব্রণর সমস্যা থাকলে,এটা ভালো নাও হতে পারে।তাই বাকি ক্রিমগুলো দেখতে পারেন।

দাম ৮০ টাকা (৫০ গ্রাম)।

রেটিং ৪/ ৫।

সাহেনাজ অক্সিজেন স্কিন ক্রিম

 কিনুন

সাহেনাজ ফেসিয়াল তো অনেকে করান।যদি বাজেট থাকে তাহলে কিনে নিতে পারেন,সাহেনাজের অক্সিজেন স্কিন ক্রিম।এটা সমস্ত রকম ভাবে স্কিনকে হেলদি করে তুলতে সাহায্য করে।এতে বিভিন্ন প্রাকৃতিক উপাদান স্কিন টোন লাইট তো করেই,সাথে স্কিনের অন্যান্য প্রবলেম যেমন ব্রণ,ডার্ক স্পট,সান ড্যামেজ কমিয়ে স্কিনকে করে তোলে ব্লেমিশ ফ্রী গ্লোয়িং স্কিন এবং এতে থাকা অলিভ অয়েল স্কিনকে ময়েশ্চারাইজড করে।

দাম ৩৯৭ টাকা (৫০ গ্রাম)।

রেটিং ৫/ ৫।

ল্যাক্মি সি.সি কমপ্লেকশন কেয়ার ক্রিম 

 কিনুন

যদি ইনস্ট্যান্ট স্কিনকে রেডিয়েন্ট করে তুলতে চান,তাহলে ট্রাই করুন ল্যাক্মি সি.সি কমপ্লেকশন কেয়ার ক্রিম।এই একটা ক্রিম একশোটা ক্রিমের কাজ করবে।গ্লো তো দেবেই,সাথে দেবে সান প্রোটেকশন।মুখের দাগ স্পট,চোখের তোলার কালি সেটাও ঢেকে দেবে।অর্থাৎ কন্সিলারেরও কাজ করবে,ফাউণ্ডেশনের কাজও করবে।আলাদা করে সানস্ক্রিন মাখারও কোন দরকার নেই।তাই শীতে যারা বাইরে যাবার জন্য বুঝতে পারছেন না কোন ক্রিম লাগিয়ে বাইরে বেরোবেন,ল্যাক্মি সি.সি কিন্তু খুব ভালো।এটা স্কিনকে শুকিয়েও দেবে না।

দাম ৩১৫ টাকা।

রেটিং৪/ ৫।

রেভ্লন টাচ অ্যান্ড গ্লো ক্রিম

 কিনুন

কম বাজেটের মধ্যে আরেকটা অসাধারণ ক্রিম।এতে আছে মধু যা একইসাথে স্কিনকে গ্লোয়িং ও স্মুথ করে তোলে।একটা ইনস্ট্যান্ট গ্লোও দেয়।সাথে দেয় সান প্রোটেকশন।সমস্ত স্কিন টোনেই জাস্ট অসাধারণ কাজ করে।সত্যি সত্যি স্কিনকে ফেয়ার করে তোলে।

দাম ২০০ টাকা (১০০ গ্রাম)।

রেটিং ৫/ ৫।

এই প্রতিটা ক্রিমই অসাধারণ যেগুলো  শীতে একইসাথে দেবে গ্লোয়িং ও স্মুথ স্কিন।এবার আপনার পছন্দ করার পালা।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago