Most-Popular

উজ্জল ত্বকের জন্য বেসনের ফেসপ্যাক পর্ব ২

১০ থেকে ১২ দিনের মধ্যে নজরকারা উজ্জল ত্বক পেতে বেসন যে অত্যন্ত কার্যকরী তা আপনাদের আগেই জানিয়েছি| আগের পর্বে ছিল বেসনের ৫ টি কার্যকরী ফেসপ্যাক| সেগুলি ট্রাই করে দেখেছেন কি?না দেখে থাকলে এখনো সময় আছে কারণ আজ থাকছে আরো ৫ টি বেসনের ফেসপ্যাক যা দেরী না করে ট্রাই করে ফেলুন আর পুজোর আগেই পেয়ে যান জেল্লাদার মসৃন ত্বক|

১. বেসন, দুধের স্বর ও লেবুর ফেসপ্যাক

সপ্তাহে দুদিন এই ফেসপ্যাক টি ব্যবহার করলে খুব অল্প দিনের মধ্যেই আপনার ত্বক নরম ও উজ্জল হয়ে ওঠে| ১-২ চামচ বেসন ৩-৪ বড় চামচ দুধের স্বর ও ১চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে মুখে ও গলায় মেখে নিন| ভালো করে শুকিয়ে গেলে গোলাপ জল দিয়ে হালকা করে মুখ ঘষে ঠান্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিন|

২. বেসন, টমেটো ও অ্যালোভেরা জেল

এই ফেসপ্যাক টি মুখের সমস্ত দাগ, ছোপ ইত্যাদি দূর করে, স্কিন্ টোনের সমতা রক্ষা করে, ত্বক কে ভেতর থেকে পরিষ্কার করে আপনার ত্বক উজ্জল ও মসৃন করে তোলে| একটি পাকা টমেটোর অর্ধেক অংশ চটকে তার সাথে ১ চামচ ব্যাসন ও ২ বড় চামচ এলোভেরা জেল মিশিয়ে একটি মিশ্রন তৈরী করে নিন| এবার এই মিশ্রন টি মুখে ও গলার অংশে লাগিয়ে পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন| এর পর ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন|

৩. বেসন, মুলতানি মাটি ও ডিমের ফেসপ্যাক

এই তিনটি উপাদানের প্রত্যেকটি স্কিনটোন হালকা করে| সুতরাং এই ফেসপ্যাক ত্বকের উজ্জলতা বাড়াতে বেশ কার্যকরী|এছাড়া এই ফেসপ্যাক আপনার ত্বকে বার্ধক্যের চাপ পড়তে দেয়না| একটি পাত্রে ২ চামচ বেসন, ২ চামচ মুলতানি মাটি ও ১ টি ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে নিন| এবার ভালো করে আপনার আঙ্গুলের সাহায্যে মুখ, গলা ও ঘাড়ে ভালো করে মেখে নিন| পুরোপুরি শুকিয়ে গেলে সার্কুলার মোশনে ঘষে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন|

৪. বেসন, দই ও চন্দন পাউডার

আপনার মুখের যেকোনো এলার্জি, ট্যান, কালো ছোপ ইত্যাদি দূর করে এই ফেসপ্যাক আপনাকে দিতে পারে উজ্জল মসৃন ত্বক| ১ চামচ বেসন, ১ চামচ চন্দন পাউডার, ২ চামচ দই একসাথে মিশিয়ে একটি মিশ্রন তৈরী করুন|প্রথমে আপনার মুখ ভালো করে ধুয়ে তারপর এই মিশ্রন টি মুখে লাগিয়ে নিন| ১৫ থেকে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন|

৫. বেসন, মেথি ও গোলাপ জলের ফেসপ্যাক

মুখে অবাঞ্ছিত লোম আপনার উজ্জলতাকে আড়াল করলে আর কোনো চিন্তা নেই| এই ফেসপ্যাকটি সপ্তাহে ২ বার ব্যবহার করলেই মুখের অবাঞ্ছিত লোম পরিষ্কার হয়ে আপনার ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়| ১ বড় চামচ বেসন, ১ বড় চামচ মেথি গুঁড়ো গোলাপ জলে মিশিয়ে একটি পেস্ট মত বানিয়ে নিন| মুখে মেখে ১০-১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন|

সুন্দর ও উজ্জল ত্বক আমাদের সকলেরই কাম্য| আর এই ফেসপ্যাক গুলি আপনার ইছে পূরণ করবে খুব কম সময়েই| তাই আর দেরী না করে নিচের পছন্দ মত বেসনের  ফেসপ্যাক টি ব্যবহার করা শুরু করুন এবং সুন্দর হয়ে উঠুন|

অন্বেষা দত্ত লাহিড়ী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago